আপনি জানেন কি ?

সব সময় তো ডাউনলোড গেমস টিপস নিয়ে টিউন করি আজ একটু অন্য রকম -

  • 1 - কম্পিউটারের আবিস্কারক কে?
    উত্তর - হাওয়ার্ড অ্যাইকেন।
  • 2 - আধুনিক কম্পিউটারের জনক কে?
    উত্তর - চার্লস ব্যাবেজ (কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক)।
  • 3 - বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?
    উত্তর - লেডি অ্যাডা অগাস্টা (ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা)।
  • 4 - কখন সর্বপ্রথম মিনি কম্পিউটার তৈরি হয়?
    উত্তর - 1964 সালে।
  • 5 - বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম কি?
    উত্তর - পিডিপি -1।

1954-home-computer.jpg

  • 6 - অ্যাপল কোম্পানির কম্পিউটারের নাম অ্যাপল দেয়া হয়েছিল কেন?
    উত্তর - অংশীদারদের একজন আপেল বাগানে কাজ করতেন বলে।
  • 7 - কম্পিউটার সিস্টেমের প্রসেসরকে কি বলা হয়?
    উত্তর - ব্রেইন।
  • 8 - ডট মেট্রিক্স কি?
    উত্তর - এক ধরনের প্রিন্টার।
  • 9 - পামটপ কি ?
    উত্তর - এক ধরনের ছোট কম্পিউটার যা হাতের তালুতে নিয়ে কাজ করা যায় ওজন মাত্র 170 গ্রাম।
  • 10 - বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটার কোনটি?
    উত্তর - আইবিএম - 1620।

বিঃদ্রঃ- যদি একজনেরও ভাল লাগে তাহলে চলবে...

Level New

আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল লাগলো

Level New

ধন্যবাদ নোমান ভাই আমি তো ভয় পেয়েছিলাম আপনাদের ভাল লাগবে কিনা ভেবে ….

হুমম ভালই তবে গতানুগতিক না হয়ে আরও এক্সক্লুসিভ হলে ভাল হবে। যেমন অ্যাপেলের নামকরন প্রশ্নটি।

Level New

ভালোই হয়েছে। তবে আরো ডিটেইলস্ হলে ভাল হত……..চালিয়ে যান….

কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ । আধুনিক কম্পিউটারের জনক জন ভন নিউম্যান ।

    ধন্যবাদ ক্যাপ্টেন হ্যাডিক
    মাহমুদ ভাই ঠিকই বলেছেন, কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ । আধুনিক কম্পিউটারের জনক জন ভন নিউম্যান ।

Level New

ইমতিয়াজ মাহমুদ যা বলেছে অন্য কেহ এই ব্যাপারে জানলে মন্তব্য করুন। আমি বিসিএস গাইডে দেখেছি আমারটাই ঠিক।

Level 0

মঈন মঈন মঈন মঈন ভাই , কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ .তবে আধুনিক কম্পিউটারের জনক ???? আমি sure নয়.

Level 0