আসছে নতুন প্রযুক্তি -মাত্র ৬০ সেকেন্ডে ফুল চার্জ হবে আপনার স্মার্টফোনের ব্যাটারি !

যারা স্মার্টফোন ব্যবহার করেন তারা সবাই একটি কমন সমস্যার সম্মুখীন হন “ব্যাটারি ব্যাকআপ”। আবার অন্যান্য ফিচার ফোনের তুলনায় স্মার্টফোন চার্জ হতে অনেক বেশি সময় লাগে। দেখাযায় একবার ফুল  চার্জ করার পরে দিন শেষে ব্যাটারি লো সিগন্যাল দেখায়। যারা আমার মতো সারাদিন নেট ব্রাউজ করেন তারা ভাল বলতে পারবেন। তবে সেই দিন হয়ত আর বেশি দূরে নয় যেদিন চোখের পলকে স্মার্টফোনের ব্যাটারি ফুল চার্জ হবে।

একটি স্টার্টআপ কোম্পানি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ২০১৫ তে এমনি একটি অভূতপূর্ব প্রজুক্তি নিয়ে হাজির হয়েছিল। যেখানে তারা প্রমান করে দেখিয়েছে যে, কিভাবে তাদের প্রজুক্তি ব্যবহারের করে মাত্র ৬০ সেকেন্ডে একটি সামসাং স্মার্টফোনের ব্যাটারি ফুল চার্জ হচ্ছে।

নতুন এই প্রজুক্তির নাম দেয়া হয়েছে “ন্যানো টেকনোলজি”। এই প্রজুক্তিতে কৃত্তিম অণুর সমন্বয়ে একটি ব্যাটারি তৈরি করা হয়েছে যেটি স্পঞ্জের মত অতি দ্রুত বিদ্যুৎ শোষণ করে ব্যাটারি চার্জ করে দিবে। এবং তুলনামূলক বেশি সময় চার্জ ধরে রাখতে পারবে।

আগামি ২০১৬ সাল নাগাত বাজারে আসতে চলেছে ন্যানো টেকনোলজির নতুন ব্যাটারি। মজার ব্যপার হল এই একই প্রজুক্তির মাধ্যমে ল্যাপটপের ব্যাটারিও দ্রুত চার্জ করা সম্ভব।

বাজারে নতুন নতুন যত প্রজুক্তি আসছিলো তার সবই ফিকে পরে জাচ্ছে এই একটি একটি ইস্যুতে। আশা করা হচ্ছে আগামি ২০১৬ সালের পর থেকে আবার পুরো উদ্যমে নতুন নতুন প্রজুক্তি বাজারে আসা সুরু করবে। ইতিমদ্ধে স্যামসাং এর মত বড় কোম্পানিও “ন্যানো টেকনোলজির” ব্যাটারি নিতে আগ্রহ প্রকাশ করেছে।

 

কিভাবে এত স্বল্প সময়ে ব্যাটারি চার্জ হচ্ছে, প্রমান সরূপ দেখুন এই ভিডিওটি-

Level 0

আমি সাধারণ টিউনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অপেক্ষায় রইলাম……………।

এসব রুপকথার গল্প ছাডা আর কিছুই না। অনেক আগে থেকেই শুন্তেছি, এরোকম প্রজুক্তির কথা। কিন্তু বাস্তবে তা এখনো কেও বাজারে আনতে পারেনি। পারবে কিনা কে জানে?

আসুক ফাটিয়ে দিব।