Apollo 13 হচ্ছে চাদের নাসার তৃতীয় মিশন। এটি April 11, 1970 আমেরিকার কেন্দিয় সময় 13:13 এ উৎক্ষেপণ করা হয়। Apollo 13 এর কথা কমবেশি সকলেই শুনেছি। Unlucky 13 কে কুসংস্কার প্রমান করার জন্য ই Apollo তাদের মিশনের এ রকম নাম ও ১৩.১৩ মিনিটে উৎক্ষেপণ করে।এর নভোচারা হচ্ছেনঃ James A. Lovell; John L. "Jack" Swigert এবং Fred W. Haise দুর্ভাগ্য বসত চাঁদে যাওয়ার এই Apollo 13 Mission টি সফল হয়নি অক্সিজেন টেঙ্কের একটি বিস্ফরণ জনিত দূর্ঘটনার জন্য। চাঁদে মানুষ যাওয়ার একমাত্র ব্যর্থ Mission এই Apollo 13। তবে Apollo 13এ অবস্থানরত তিনজন নবচারীই বেঁচে যান।
উৎক্ষেপণ
এখন আপনারাই বলেন। তাহলে কি Unlucky 13 বলতে সত্যি কিছু আছে?
নভোচারীরা বাম থেকে ডানেঃLovell, Swigert, Haise
Apollo 13 সম্পর্কে উইকিপিডিয়া আর্টিকেলঃ http://en.wikipedia.org/wiki/Apollo_13
কেমন হলো বলবেন।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
hoyto achay! ai unlucky 13 nia prithibitay protidin onek kichui durvagger shikar hoccha ja amader nojoray ashena.So astrologyr bicharay 13 unlucky, karon astrology bigganer akta boro ongsho.Ami astrology khub believe kori but I dont believe vondo jotishe!