রসায়নের জন্য একটি নতুন সফটয়্যার

অনেক দিন ধরে টিউন করছি না। তাই আজ ভাবলাম রসায়ন বিষয়ক একটি টিউন করি। নেটে অনেক সার্চ করি কিন্তু বিজ্ঞান বিষয়ক কোনও সফটয়্যার পাইনা। ভাবছিলাম পদার্থবিদ্যা অথবা গণিত বিষয়ক কোনও সফটয়্যার পাব কিন্তু একি! পেলাম যে সফটয়্যার তাতেই আমার মনে হচ্ছে অনেক পেয়ে গেছি। আজ আপনাদের সাথে আমি যে সফটয়্যার এর পরিচয় করিয়ে দেব তার মন Moly View বাংলায় বলতে গেলে অণু দেখানো। সফটয়্যারটি দিয়ে আপনি যেকোনও অণু বানাতে পারবেন। এমনকি বিভিন্ন দিক থেকে তার ত্রিমাত্রিক গঠনও দেখতে পারবেন। ফলে অণু সম্পর্কে আপনার ধারনা আরও পাকাপোক্ত করি দেবে। এখানে স্ক্রিণসট দিলামঃ

Molyview
সফটয়্যারেই অনেক গুলো অণু বানিয়ে দেয়া আছে। উপরের স্ক্রিণসটে আপনরা যে অণুটি দেখছেন সেটি আমি বানিয়েছি। আশা করি চেষ্টা করলে আপনারও আমার চেয়ে ভালো অণু বানাতে পারবেন। সফটয়্যারটি মাত্র ৮৭ কিলোবাইট এর। সফটয়্যারটি ডাউনলোড করার পর Read Me ফাইলটা ভালো করে পরে নেবেন।
সফটয়্যার এর ডাউনলোড লিংক এখানে
টিউনটি ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন। ধন্যবাদ।

Level 0

আমি Newboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

পদার্থ বিদ্যার উপর ব্যাবহার্য সফট আছে নাকি ভাই। আপনার দেয়া এই সফট টা বিজ্ঞান বিভাগের ছাত্রদের সাহায্য করবে। তবে একটা বিষয় হল এলিমেন্ট এড করতে শুধু সংকেত ব্যাবহার করতে হয় এটা বলা দরকার এবং একই সাথে কিভাবে কি করবে সেটা উল্লেখ করে টিউন টি আপডেট করুন প্লিজ। ধন্যবাদ। পুনশ্চঃ এরকম আরো সফট থাকলে শেয়ার করুন।

    Level 0

    ঠিক আছে , ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য