VIRGIN GALACTIC বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশযানের প্রথম পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করে। VSS Enterprise নামের মহাকাশযানটি Mojave Air and Spaceport এ 10th October 2010 তারিখে সফল ভাবে অবতরণ করেছে নভোযানটি।
ইভ নামের চার ইঞ্জিনবিশিষ্ট মূল উড়োজাহাজ থেকে ৪৫ হাজার ফুট (13,700 metres). উচ্চতায় নভোযানটি আকাশে উড়ে । প্রথম ফ্লাইটে নভোযানটি পরিচালনা করেন পেট সিবোল্ড। তাঁর কো-পাইলট ছিলেন মাইক অ্যালসবারি।
ব্রিটিশ বিলিয়নার স্যার রিচার্ড ব্র্যানসন বলেন,
“VIRGIN GALACTIC এর ইতিহাসে এটি সবচেয়ে উত্তেজনাপূর্ণ একটি দিন। VSS Enterprise বিমানবন্দরের রানওয়েতে অবতরণের মুহূর্তটি সবচেয়ে আনন্দময় একটি মুহূর্ত।" তারা মনে করে মহাকাশ ভ্রমনের জন্য অনেকেই আগে বুকিং দিয়ে রাখবে।
এটিতে স্বাভাবিক ভাবে ভ্রমন করতে আরো ১৮ মাস সময় লাগবে। আর এটির জন্য মোট ৩৭০ জন সাইন আপ করতে পারবে। যার জন্য দিতে হবে $200,000।
এবার বুঝছেন শর্ত টা কি?
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
আমাদের তো চেয়ে থাকা ছাড়া কোন কাজ নেই।
————————————————–
Movie, Music, Ebooks, Software all is here.