উইন্ডোজ কাজ করার সময় সবচেয়ে বিরক্তিকর একটি ত্রুটি হচ্ছে কিছু কারণের জন্য ফাইল মুছে ফেলতে না পারা। সাধারণত কিছু ফাইল ডিলেট করতে গেলে একসেস অস্বীকার করে। এটা উইন্ডোজ ব্যাবহারকারীদের কাছে খুবই পীড়াদায়ক। বিরক্তিকর ফাইল ডিলেট করার জন্য কিছু অসাধারণ ফাইল আনলকার সফটওয়্যার আছে যার মাধ্যমে আপনার উইন্ডোজের যে কোন ফাইল ডিলেট করতে পারবেন। তাহলে চলুন দেখে আসি লক ফাইল ডিলেট করার জন্য অসাধারণ ৫ আনলকার সফটওয়্যার!
ফাইল গুপ্তঘাতক (FileASSASSIN)
এই সফটওয়্যার যে কোনো ফাইলকে ডিলেট করতে সাহায্য করবে এবং আনলোড মডিউল নির্মিত ব্যবহার করে ফাইল মুছে দিতে সাহায্য করবে। ফাইল গুপ্তঘাতক সফটওয়্যার একটি প্রকিয়ার মাধ্যমে একসেস অস্বীকারকারী ফাইলকে মুহূর্তের মধ্য ডিলেট করবে। এই সফটওয়্যারে বেশ ভাল কিছু অপশন আছে, যে অপশন ফাইল ডিলেট করার প্রকিয়া কে সহজ করবে। এখান থেকে ডাউনলোড
লক হান্টার (Lock Hunter)
লক হান্টার ব্যাবহার করা খুবি সহজ। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি দেখতে পারবেন কোন প্রসেসের মাধ্যমে ফাইল লক হয়েছে যে ফাইলগুলো আপনি ডিলেট করতে চান, এবং আপনি সেই ফাইলকে সহজেই আনলক, কপি, রিনেম এবং ডিলেট করতে পারবেন। এই সফটওয়্যারের ভাল একটি ফিচার হচ্ছে, আনলক ফাইল গুলোকে উইন্ডোতে প্রদর্শন করবে যাতে খুব সহজেই লক ফাইল নির্বাচন করতে পারেন। এখান থেকে ডাউনলোড
আইওবিট আনলকার (IObit Unlocker)
একসেস অস্বীকারকারী ফাইল সমূহকে ডিলেট করার জন্য অসাধারণ একটি সফটওয়্যার হল আইওবিট আনলকার। আইওবিট আনলকার প্রোগ্রামটি ম্যানুয়ালী ভাবে একসেস অস্বীকারকারী ফাইলসমূহকে খুঁজে বের করে সে ফাইলগুলোকে স্বয়ংক্রিয়ভাবে আনলক, ডিলেট, রিনেম, মুভ বা কপি করতে সাহায্য করে। আপনি এই সফটওয়্যার এই এখান থেকে ডাউনলোড করতে পারবেন!
আনলকার (Unlocker)
লক ফাইল অপসারণ করার জন্য খুবি ভাল একটি সফটওয়্যার হল আনলকার। লক হয়ে যাওয়া ফাইলসমূহকে ডিলেট করার জন্য আনলকার ব্যাবহার করা হয়। আনলকারের কাজ হল অস্বীকারকারী ফাইল সমূহকে খুঁজে বের করে সেই ফাইল সমূহের উপর ক্ষমতা হস্তক্ষেপ করা। এই সফটওয়্যার ব্যাবহার করে আপনি সহজেই লক হয়ে যাওয়া ফাইলকে ডিলেট, রিনেম, কপি এবং মুভ করতে পারবেন। এখান থেকে ডাউনলোড
ফাইল গভর্নর (File Governor)
ফাইল গভর্নর যে কোন ফাইলকে আনলক করতে সক্ষম। এই সফটওয়্যার আপনার উইন্ডোজের লক হয়ে যাওয়া ফাইল সমূহকে স্বয়ংক্রিয়ভাবে খুঁজে করে এবং সেই ফাইল সমূহকে ডিলেট, কপি, রিনেম এবং মুভ করার অনুমতি প্রদান করে। আপনি এই সফটওয়্যার এখান থেকে ডাউনলোড করতে পারবেন!
প্রিয় বন্ধুরা, আজকের মত এখানেই শেষ করছি। আশা রাখি আগামী দিনে আপনাদের সামনে নতুন কিছু বিষয় নিয়ে হাজির হতে পারব।
আমি ট্যালি মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল পোস্ট