চলে এলাম নতুন আরেকটি টিউন নিয়ে। আশা করি ভাল লাগবে। আমি এবার SSC পরীক্ষার্থী। পরীক্ষার মাত্র অল্প কয়দিন বাকি আছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে ভাল একটি ফলাফল অর্জন করতে পারি।
Samsung Galaxy S6 এর সম্ভাব্য রিলিজের তারিখ এবং দামঃ
Samsung Galaxy S5 রিলিজের পর থেকেই অনেক Samsung ভক্তরা অপেক্ষায় আছে Samsung Galaxy S6 এর রিলিজের । এখন পর্যন্ত Samsung এর পক্ষ হতে Samsung Galaxy S6 এর রিলিজের বিষয়ে কোন তথ্য প্রদান করা হয়নি । কিন্তু Samsung সাধারণত প্রোডাক্ট বাজারে ছাড়ার ক্ষেত্রে বাৎসরিক একটা নিয়ম অনুসরণ করে যেটার সাধারণত পরিবর্তন ঘটেনা ।
Samsung Galaxy S2 এর থেকে শুরু করে পরবর্তী সময়ে Samsung সবসময় তাদের ফোন রিলিজ করে থাকেন মূলত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে কিংবা এর শেষে । ২০১৫ সালে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস হবে মার্চ ২ থেকে মার্চ ৫ এর মাঝামাঝি । তো এটা আশা করা যায় এই তারিখের কাছাকাছি সময়ই আমরা Samsung Galaxy S6 দেখতে পারবো । কিন্তু সম্ভবত এই সময়েই এটা বিক্রির জন্য আসবেনা ।
কারণ Samsung Galaxy S4 এবং S5 দুটোই মার্কেটে এসেছে পর্যায়ক্রমে ২০১৩ এবং ২০১৪ সালের এপ্রিলে । তাই এটা একটা ভালো সম্ভবনা যে এটি বাজারে কিনতে পাওয়া যাবে ২০১৫ সালের এপ্রিলে ।
এখন পর্যন্ত কোন ধরনের অফিসিয়াল তথ্য আসেনি এর মূল্য কতো হতে পারে , কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে এটা একটা ফ্লাগশিপ প্রোডাক্ট । তাই এর দাম খুব সাধারনভাবে বুঝা যায় যে Samsung Galaxy S5 থেকে কম হবেনা । Samsung Galaxy S5 রিলিজের সময় এর মূল্য ছিল $৯৭২ যেটা টাকায় মূল্য দাঁড়ায় ৳৭৫১৪৫ । এই তথ্য থেকে একটা অনুমান করা যায় Samsung Galaxy S6 এর মূল্য হতে পারে $১০০০ যেটা টাকায় মূল্য দাঁড়ায় ৳৭৭৩১০ ।
Samsung Galaxy S6 এর আউটলুকঃ
Galaxy S6 এর ক্ষেত্রে ডিজাইনের কিছু উন্নতি করা প্রয়োজন । তবে ধারণা করা যায় তারা এটা করবে কারণ তারা এই বিষয়টা ইতিমধ্যে শুরু করেছে । এটা Samsung Galaxy Alpha এর মতো মেটাল ফ্রেমে মোড়া হতে পারে । যেহেতু Samsung Galaxy Alpha, Samsung, Galaxy S6 এর থেকে পাতলা তাই এই বিষয়টাকে আমরা Galaxy S6 এর ক্ষেত্রে পজিটিভ দিক হিসেবে বিবেচনা করতে পারি । কিন্তু এটাও হতে পারে যে Galaxy S6 এর আউটলুকটা পুরোপুরি ভিন্ন কিছু একটা হবে ।
এখন আসি হ্যান্ডসেটের রেজুলেশনের বিষয় । Samsung ইতিমধ্যেই তাদের Galaxy Note 4 এ ২৫৬০X১৪৪০ রেজুলেশন দিয়েছে । আসা করা যায় Samsung, Galaxy S6 এর ক্ষেত্রে সবচেয়ে হাই রেজুলেশন তারা নিশ্চিত করবে । অবশ্য Samsung একবার বলেছিল যে তারা আশাবাদী যে ২০১৫ সালে বাজারে তারা ৪K ৩৮৪০X২১৬০ ডিসপ্লে এর স্মার্টফোন আনবে । হতে পারে Samsung, Galaxy S6 এর মাধ্যমে তারা ২K থেকে ৪K এর ডিসপ্লেতে আসতে পারে ।
Samsung Galaxy S6 এর অপারেটিং সিস্টেম এবং প্রসেসরঃ
এটা অনেকটা নিশ্চিত হওয়া যায় যে এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে পরিচালিত হবে । সম্ভবত অ্যান্ড্রয়েড ললিপপ হবে কারণ এটা আসার কয়েক মাস আগেই অ্যান্ড্রয়েড ললিপপ আসবে । যেহেতু অ্যান্ড্রয়েড ললিপপ ৬৪ বিট সাপোর্ট করে তাই এটা অনেকটা অনুমান করা যায় যে এর প্রসেসর ৬৪ বিট হবে ।
Samsung Galaxy S6 এর ক্যামেরা এবং অন্যান্য ফিচারঃ
যেহেতু Galaxy S5 এর ক্যামেরা ১৬ মেগাপিক্সেল তাই এই গুজবটা খুব ভালো প্রচারিত হচ্ছে যে Galaxy S6 এর ক্যামেরা 20 মেগাপিক্সেল হবে । আবার Samsung সবসময় বেশী এবং বড়র দিকে অগ্রসরমান তাই এই গুজবকে বিশ্বাস করা যেতে পারে ।
এখন যদি অন্যান্য ফিচারগুলোর বিষয় বলি তাহলে Samsung ইতিমধ্যে তাদের ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার অনেকগুলো স্মার্টফোন এবং ট্যাবলেটে সংযোজন করেছে তাই অনেকটা নিশ্চিত বলা যায় যে এটা Samsung Galaxy S6 এ থাকবে । সম্ভবত Samsung Galaxy S5 এর হার্ট রেট মনিটরও এতে থাকবে । আরোও প্রত্যাশা করা যায় যে মাইক্রো এসডি স্লটও এতে থাকবে কারণ S সিরিজের মধ্যে এটা সবসময় থাকে এবং খুব আশ্চর্যের বিষয় হবে যদি এটা পানি এবং ধুলাবালি প্রতিরোধী না হয় । এছাড়া প্রত্যাশা করা যায় যে আরো অনেক আধুনিক ফিচার এর মধ্যে থাকবে ।
এই আর্টিকেলের তথ্যগুলো অনুমান নির্ভর কারণ এখন পর্যন্ত Samsung থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি । হয়ত অনেক অনুমান ঠিক নাও হতে পারে । আপনার যদি এই হ্যান্ডসেট সংক্রান্ত কোন অনুমান থেকে থাকে অবশ্যই নিচের কমেন্টের মাধ্যমে জানাবেন ।
আমি অর্পন দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Sobe ssc diben to tai anuman kore kotha bolte paren,bastob jibone kisui anuman kore bola thik na,kokhonoi milbe na.