আধুনিক প্রযুক্তির বিস্ময় নানো টেকনোলজি

আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন ? কুয়াশা ভরা শিতে সবাই নিশ্চয় অনেক ভালো ।

আজকের টিউন টি নানো টেকনোলজি সম্প্রর্কে-

সময় থেমে থাকেনা সময়ের সাথে সাথে মানুষও সমান তালে এগিয়ে যেতে থাকে।জ্ঞান-বিজ্ঞান ,প্রযুক্তি প্রতিনিয়ত প্রতিনিয়ত পরিবর্তন ও
উন্নয়ন হচ্ছে।এক সময় একটা কম্পিউটার কে রাখতে বিশাল কক্ষের প্রয়োজন হত এবং তা রক্ষনাবেক্ষন করা ছিল বিশাল কর্মযজ্ঞের ব্যাপার
কিন্তু বর্তমানে সব কিছুতেই কম্পিউটার ঢুকে গেছে। টন পরিমাণ ওজনের কম্পিউটার এখন গ্রাম ওজনে পরিণত হয়েছে।আর এই পরিবর্তনে যে প্রযুক্তি
ব্যবহার করা হয়েছে তা হল "ন্যানো প্রযুক্তি"
ন্যানো হচ্ছে কোন এককের একশ কোটি ভাগের একভাগ অর্থাৎ এক সেকেন্ডের একশ কোটি ভাগের এক ভাগ হল এক নানো সেকেন্ড।
এক মিটারের একশ কোটি ভাগের এককের ভাগ হল এক ন্যানো মিটার।
এই নানো টেকনোলজি সম্পর্কে বিজ্ঞানীরা প্রথম ধারনা পান নোবেল বিজয়ী পদার্থবিদ Richard Feynman-এর ১৯৪৯ সালের American physical society
এর একটি সম্মেলনে দেয়া æThere’s Plenty of Room at the Bottom” নামের বক্তব্য থেকে। তারও এক দশক পরে Professor Norio Taniguchi
ন্যানো প্রযুক্তি শব্দটি উদ্ভাবন করেন । কিন্তু ১৯৮০ সালে IBM এর গবেষকরা প্রথম আবিষ্কার করেন STM(scanning Tunneling Microscope) এই যন্ত্র দ্বারা অনুর গঠন পর্যন্ত দেখা সম্ভব
মূলত এটির মাধ্যমেই ন্যানো প্রযুক্তির বিকাশ ঘটে।
এই যন্ত্র দ্বারা অতি ক্ষুদ্র একটা পিপড়া দেখলে মনে হবে বিশাল আকৃতির এক ডাইনোসর ।
বর্তমান সময়ে ইলেক্ট্রনিক্সে ব্যাপক ভাবে নানো টেকনোলজি ব্যাবহার হচ্ছে আর তাই দিন দিন আমাদের যন্ত্র গুলো ছোট হয়ে আসছে
ইন্টেল প্রসেসরের সিলিকন এর উপর প্যাটার্ন করে যে সার্কিট বানানো হয় তার সাইজ হল ৩০ নানো মিটার অথচ একটা সংবাদ পত্রের শিটের প্রস্থ হচ্ছে ১লক্ষ ন্যানো মিটার ! ! !
২০১১ সালের মার্চ মাসের এক সমীক্ষায় দেখা যায় প্রা ১৩০০ ধরনের পন্যে ন্যানো টেকনোলজির ব্যবহার রয়েছে
সেদিন আর বেশি দূরে নয় যখন ন্যানো রোবট আমাদের শরীরে ঢুকে রোগ জীবাণুর সাথে যোদ্ধ করবে! আমাদের হাতের ঘড়ি টি হয়ে যাবে কম্পিউটার, সামানের যুগটাই হবে ন্যানো প্রযুক্তির যুগ।।

ফেইসবুকে আমি

আমার এই লেখা টি পূর্বে প্রকাশিত

Level 0

আমি মোঃরকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস