১৫০ বছরের টাইপিং সিস্টেম পাল্টে দিতে যাচ্ছে যে ডিভাইসটি

টাইপিং কথাটি শুনলেই যে কম্পিউটার ডিভাইসটি আমাদের চিন্তায় আসে সেটি হলো কীবোর্ড। যার মধ্যে Alpha-Numeric Symbol সম্মিলিত অনেকগুলো বাটন থাকে। এইগুলি ব্যবহার করেই আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট লিখে থাকি। কিন্তু জানেনকি, আমরা এইভাবে কীবোর্ড ব্যবহার করছি গত ১৫০ বছর।

কীবোর্ড আবিষ্কারের পর থেকে এর অনেক ভার্সন তৈরী হয়েছে। যেমন ধরুন: aqua-type, Bluetooth/Wireless, Touchscreen, Laser-Keyboard. কিন্তু টাইপিং এর জন্য এইগুলা সাথে নিতে হয় এবং এইগুলা ছাড়া টাইপ করা যায় না। এইবার এমন এক ডিভাইস আবিষ্কার হয়েছে যেটি দিয়ে যেকোনো স্থানে যেকোনো সময় টাইপ করা যাবে কোনো কীবোর্ড ছাড়াই। জি হা, ঠিকই পড়েছেন, কীবোর্ড ছাড়াই।

এই ডিভাইস টি হলো দুটি ক্লিপ এর মত যেগুলো আপনার হাতের তালুতে লাগানো লাগে। লাগানোর পর আপনি যেকোনো জায়গায় টাইপিং করার position নিয়ে বসে পরেন। টাইপ করতে থাকেন যা মনে চায়। সামনে শুধু মনিটর/display আর কিছুই না। এর মধ্যে auto-correct technology built-in করা তাই আপনের কখনই বানান ভুল হবে না বা সম্ভাবনা খুবই কম। এর নাম হচ্ছে AirType Device.

ভিডিওটি দেখুন, আরো ভালোভাবে বুঝতে পারবেন: Youtube Link

আরো অনেক মজার টেকনোলজি news জানতে এখানে ভিসিট করুন

Level 0

আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস