গত সপ্তাহে বাজারে একটি মোবাইল App এসেছে যেটি দিয়ে বেশিরভাগ অঙ্ক সমাধান করা যেতে পারে। appটি মোবাইলএ ইনস্টল করে স্টার্ট করতেই ক্যামেরা চালু হয়ে যায়। ক্লিক করে equationটির ছবি তুলন। চোখের পলকে final result দিয়ে দিবে appটি । এইটাই শেষ না, চাইলে আপনি step by step সমাধানও দেখতে পারবেন।
এটি প্রায় সব ধরনের অঙ্ক সমাধান করতে পারে। যেমন : arithmetic expressions, fractions and decimals, powers and roots, and simple linear equations.
আমি জানি ডাউনলোড করতে মন চাচ্ছে। তবে বলে রাখি, এটি এখন পর্যন্ত iOS এবং windows ফোন এর জন্য বানানো হয়েছে। Android ব্যবহারকারীরা মন খারাপ করার কিছু নেই। আপনাদের জন্য ফুল updated version অপেক্ষা করছে। ২০১৫ সালের শুরুর দিকে আপনারা আপনাদের appটি পেয়ে যাবেন।
একটু trailer দেখেন, এটি কেমন: Click Here
Techy Kingdom ব্লগ এ আরো বিস্তারিত আছে। দেখে আসতে পারেন।
Windows ব্যবহারকারীদের Download Link: Click Here
iOS ব্যবহারকারীরা iTunes গিয়ে search দেন, পেয়ে যাবেন।
আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।