বিজ্ঞানীদের সম্পর্কে ও কিছু কথা

আসসালামু আলাইকুম। কেমন আছেন  ভাল আছেন তো। হ্যা ভাল থাকেন আম চাই সেটা। আজকে টিউনটি হলো বিজ্ঞানী কে? এবং কাদেরকে বিজ্ঞানী বলা হয়। সেই বিষয় নিয়ে আজকে টিউনটি লিখলাম। তাহলে পড়া যাক বিজ্ঞানী কাদেরকে বলা হয়।

বিজ্ঞানী কে?

যিনি পরিবেশের নানা বিষয়বস্তু, ঘটনা ও তার অবস্থা পর্যবেক্ষণ করেন, অর্থাৎ কেন ঘটে? কীভাবে ঘটে? পদ্ধতিগতভাবে এসব প্রশ্নের উত্তর খোঁজেন, যিনি সরল, সৎ, সত্যনিষ্ঠ, বিনয়ী, কষ্টসহিষ্ণু, ধৈর্যশীল, অধ্যবসায়ী, জ্ঞাeinsteinন- বিজ্ঞানের বিশেষ শাখায় পারদর্শি, সাহসী, দৃঢ়চেতা, কল্পনাশক্তির অধিকারী, কুসংস্কারমুক্ত, অজানাকে জানার কৌতুহলী, পুরনো অন্ধ মতামাতের বিরোধী, মুক্ত মনের অধিকারী একজন আদর্শ মানুষ তিনিই হচ্ছেন বিজ্ঞানী।

মহা বিজ্ঞানী আইষ্টাইন বলেছেন, ‌‌‌‌জ্ঞানের থেকেও বড় হচ্ছে কল্পনাশক্তি। তাই ছাত্র-ছাত্রীদের কল্পনাশক্তির বৃদ্ধির জন্য, সৃজনশীলতা সৃষ্টির জন্য, জানা-অজানার পৃথিবীকে জানার জন্য প্রচুর বই পড়া প্রয়োজন। বই শুধু ব্যক্তিকেই জ্ঞান দেয় না; বরং একটি জাতির সংস্কৃতিকে যুগের পর যুগ ধরে লালন করে থাকে। বই জ্ঞানের প্রতীক, আত্ন-বিশ্বাসের প্রতীক, আত্ন-সমৃদ্ধির প্রতীক। তাই বেশি বেশি বই পড়ুন, জ্ঞান অর্জন করুন।

Level 0

আমি রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা কি টিউন করলেন..কিছুই তো বুঝলাম না…………….

ভাই একটু মানসম্মত টিউন করুন।

আজকের অদ্ধায় বিজ্ঞান, সবাই বল বিজ্ঞানি কে, না পারলে কান ধরে বেঞ্চের উপর দারা করাব……………………………………………………

ঠিক আছে, কোনো সমস্যা নেই। পরবর্তীতে আমার টিউন গুলো আরো ধারালো হবে। আর আমি হলাম নতুন টিউনার যার কারণে এটার পিছনে সময় দিতে পারছি না। তবে সময়ে করে টিউনটি গছিয়ে লেখবো। তাছাড়া টিউনটি সট করে লেখা হয়েছে তো যার কারণে আপনারা পরিস্কার ভাবে বুঝতে পারেন নাই। এতদিনি টেকটিউনসে টিউনগুলো পড়তে পড়তে মনে আমারও শখ জাগলো টিউন লেখার। তাই ছোট খাটো টিউন লিখলাম দেখলাম কেমন লাগে।

    বুঝলাম আপনি অনটেষ্টে আছেন,সামনে ভাল ভাবে বুঝে শুনে মান সম্মত টিউন কইরেন,ধন্যবাদ।

চালিয়ে যান।

আমার জানা আছিল না তো , যাউকগা জানলাম

kisu jana gelo