অজানা কিছু মজার তথ্য(Amazing Facts)

আল্লাহর নাম নিয়ে শুরু করছি আমার প্রথম টিউন।আমি নীচে কিছু মজার মজার তথ্য দিলাম যেগুলো হয় আগে কখনো পড়েন নি।আশা করছি আপনাদের টিউন টি পড়ে আপনাদের মজা ও আশ্চর্য লাগবে।ঠিক আছে বেশি কথা না বারিয়ে শুরু করা যাক।
S.No:-
1) বৃদ্ধি ও পরিস্ফুরনের সময় মানবদেহে প্রতি মিনিটে ৩০০মিলিয়ন নতুন কোশ উৎপন্ন হয়।

dna_rgb 2) মানুষের ডি.এন.এ.(DNA)এর মোট দৈর্ঘ্য পৃথিবী থেকে সূর্যে ৭০বার যাতায়াতের সমান।
3) মানুষের আঙ্গুলের ছাপ মস্তিস্কের থেকেও বেশী তথ্য বহন করে।
4) পেশি কোশ ও স্নায়ু কোশ বিভাজিত হয় না।
5) E.Coli(ই.কলি)নামক ব্যাকটিরিয়ায় ডি.এন.এ.(DNA)এর দৈর্ঘ্য প্রায় ১.৫ কিমি।
6) একজন পরিণত মানুষের দেহে কোশের সংখ্যা প্রায় ৭৫ ট্রিলিয়ন(৭৫×১০12)।
7) বৃহত্তম ক্যাকটাস সাগুয়ারো(saguaro)প্রায় ৬তলা বাড়ির সমান উঁচু।
8)সবথেকে লম্বা ঘাস হল বাঁশ।
9)প্রতি সেঃ প্রায় ২লক্ষ লোহিত রক্ত কনিকার মৃত্যু হচ্ছে।
10)হাড়ের মধ্যে ৭৫% জল।
11)প্রতিদিন প্রায় ৪০০ গ্যালন রক্ত কিডনির মাধ্যমে পরিস্রুত হয়।
12)স্নায়ুস্পন্দনের গতিবেগ ৫০০মিটার/সেঃ।
13)শ্বাস ত্যাগের পরেও ফুসফুসে ০.৫লিটার বায়ু থেকে যায়।
14)মানুষের শরীরের রক্ত বাহের মোট দৈর্ঘ্য ৬০,০০০মাইল যা পৃথিবীর পরিধির দ্বিগুনের সমান।
15)স্ত্রী দেহে ও পুং দেহে রক্তের পরিমান যথাক্রমে ৪.৫লিঃ ও ৫.৬লিঃ।
16)পায়রা অতিবেগুনি রশ্মি দেখতে পায়।
17)সুপারি গাছের কান্ডের কাঠ স্টিলের চেয়ে অনেক বেশী শক্ত ও ঘাত সহ।
18)মানুষের নখ বৃদ্ধির মধ্যে মধ্যমার নখ সবথেকে দ্রুত বাড়ে এবং বৃদ্ধাঙ্গুলির নখ সবথেকে কম বাড়ে।
19)সবচেয়ে বড় স্তন্যপায়ী হল নীল তিমি।
20)প্রজাপতির চোখের সংখ্যা ১২০০টি।

এখন ২০টি দিলাম পরে পারলে আরো দিব।কোনো বানানে ভুল বা ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন।

Level 0

আমি ওয়াক্তিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পরের গুলো না পাওয়া পর্যন্ত বলতে পারছিনা ক্ষমা করব কি করব না……..ধন্য বাদ

    ঠিক আছে চেষ্টা করবো খুব তারাতারি দেওয়ার।
    ধন্যবাদ

ঠিক আছে ভাই, পারলে আরো দিবেন

    আমাকে দিবেন বলার দরকার নেই আমি আপনার থেকে খুব ছোটো class 8 এ পড়ি।দেবে বললেই চলবে।
    ঠিক আছে চেষ্টা করবো খুব তারাতারি দেওয়ার।
    ধন্যবাদ

ভাইল হল পরে গুলোর অপেক্ষায় রইলাম ।

প্রত্যেকটার সাথে কিছু ছবি দিয়ে দিলে দেখতে ভালই লাগত।

খুবেই সুন্দর হয়েছে।

অনেক কিছু জানলাম।

Level 0

শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Level 0

অনেক ভাল লেগেছে,ধন্যবাদ 🙂

জানা হইল বাহে