এবার কম্পিউটারের নিরাপত্তা দিবে ব্রেসলেট

প্রযুক্তি এবং ইন্টারনেটের এই যুগে কম্পিউটার নির্ভর হয়ে যাচ্ছে সব কিছু। প্রয়োজনীয় সকল তথ্য এখন সংরক্ষিত করা থাকে কম্পিউটারে। তবে সাইবার অপরাধ বেড়ে যাওয়ার সাথে সাথে কম্পিউটারের নিরাপত্তা প্রদান করাটা বেশ কঠিন করা হয়ে দাড়িয়েছে। তাই গবেষকরা নানা গবেষণা করছেন কম্পিউটারের এই নিরাপত্তা নিয়ে। সম্প্রতি ব্রেসলেটের সাহায্যে কম্পিউটারের নিরাপত্তা প্রদানের উপায় বের করেছেন গবেষকরা।

নতুন এই প্রযুক্তিতে ব্রেসলেটের সাহায্যে কম্পিউটারের সম্পূর্ণ নিরাপত্তা প্রদান করা যাবে। অন্য কেউ চাইলেই কম্পিউটারের প্রবেশ করতে পারবে না। ব্রেসলেটির সাহায্যে ব্যবহারকারীদের কবজির নড়াচড়া বিশ্লেষণ করে অাসল ব্যবহারকারীকে শনাক্ত করতে পারে কম্পিউটার। জিরো-এফোর্ট বাইলেটারাল রিকারিং অথেনটিকেশন বা জেবরা নামের একটি পদ্ধতিতে কাজ করবে ব্রেসলেটটি।

এছাড়া যদি ভুল ক্রমে কোন সাইটে লগআউট না করে ব্যবহারকারী তাহলে এই ব্রেসলেটির সাহায্যে কম্পিউটার থেকে লগ আউট করে দেয়া যাবে। ব্রেসলেটটি কম্পিউটারের ইনপুট ডিভাইস হিসেবে কাজ করবে।

বর্তমান সময়ে পরিধেয় ডিভাইসের জনপ্রিয়তা বেড়েই চলেছে। কম্পিউটারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ব্রেসলেটটিকে হাতে পরিধান করা যাবে। ফলে একই সাথে এটি পরিধেয় ডিভাইসটি ভাল ফ্যাশন হিসেবে কাজ করবে। তবে এই ডিভাইসটি কবে বাজারে আসবে সেই সম্পর্কে কোন তথ্য জানায়নি গবেষকরা।

সোর্সঃ আইটিনেট বিডি

Level 0

আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি জানালা-৭ ইউজার।বাংলালাওন ইওস করি।কিছুদিন আগে দেখলাম আমি কোন software বা কোন e-book download করার সময় download কমপ্লিট হওয়ার একটু আগে download failed দেখায়। এছাড়া গুগল বা কোন ওয়েবসাইট এর পিকচার ফুল আসেনা।আসলেও করাপ্টেড দেখায়। পিকচার ডাউনলোড করলেও একি অবস্থা থাকে।এছাড়া ইউটিউব আর ভেডিও ডাউনলোড হলেও তা ওপেন হয়না।আমি উইন্ডোজ ইন্সটল দেওয়ার পরো তা ঠিক হয়নি।
বিঃদ্রঃ আমি mp3 ডাউনলোড করতে পেরেছি।আমি avira internet security suite ব্যাবহার করি জা কিনে নিয়েছিলাম।
এখন দয়া করে আমাকে help করবেন।এখন আমার কি করা উচিত plz জানাবেন………