“মুক্তনেট” : আগামী প্রজন্মের ইন্টারনেট – নকশা

আগামী প্রজন্মের ইন্টারনেট হল "মুক্তনেট" যেখানে সবাই স্বাধীন ও সবার প্রাইভেসি(গোপনতা) রক্ষা করা হয় এবং যেখানে কেউ কাউকে নিয়ন্ত্রণ করে না।সারাংশ এখানে

মুক্ত নেটের দরকার কেন:

কারণ বর্তমান ইন্টারনেট আর নিরাপদ নেই। ইন্টারনেট(যাকে আমরা সবাই ইন্টারনেট, রেগুলার ইন্টারনেট, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ক্লিয়ার-নেট বলি থাকি)-এর কিছু সমস্যা আমরা সবাই অনুভব করি। আমি শুধু একটা সত্য জানাচ্ছি, গ্রহণ বা বর্জন করা নিজ নিজ ব্যাপার।

(১) মানবতা-বিরোধী ইন্টারনেট আইন: বিভিন্ন সময় বিভিন্ন সরকার ভিন্ন ভিন্ন নীতিমালা(যেমন-সোপা, অ্যাকটা, পাইপা, চিসপা) কার্যকর করেছে। এসব নীতিমালা অনুযায়ী, সরকার ও সরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানসমূহ কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়াই আপনার ডিজিটাল তথ্যের উপর নজরদারি করতে পারবে যা একদম অনুচিত। তারা বলে, এসব আমাদের নিরাপত্তার জন্য। কিন্তু পরিসংখ্যান থেকে জানা যায় যে মৃত্যুর কারণের শীর্ষে আছে হৃদরোগ, ২য় তে আছে ক্যান্সার। জঙ্গিবাদে তুলনামূলক ভাবে কমই মারা যায়। হ্যাঁ, আমাদের জঙ্গিবাদ দমন করতে হবে ঠিকই তাই বলে কি এভাবে ? এগুলো খুব কমই সাহায্য করে। নিরাপত্তার জন্য যে অস্ত্র তৈরি করা হয়, সেগুলো আসলে কাদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে বিবেক আমাদের বলে দেয়। একটি মিসাইল তৈরিতে যে মূল্য, তাতে একটা স্কুলের সব শিশু পাঁচ বছরের প্রতিদিনের খাবার পেত।
(২) নজরদারি: নীতিমালা পাস হোক আর নাই হোক, আমরা সবাই জানি আমাদের উপর নজরদারি করা হচ্ছে। আমাদের প্রতিটি ইমেইল, প্রতিটি মেসেজ, প্রতিটি ফোন কল, প্রতিটি তথ্য - সব তারা নজরদারি করছে।
(৩) গোপনীয়তা(প্রাইভেসি): ক্লিয়ার-নেটে আমরা যে সকল সেবা ব্যবহার করে থাকি(যেমন - ফেইসবুক, গুগল, স্কাইপ, ইউটিউব ইত্যাদি) আমাদের গোপনীয়তা রক্ষা করে না।
(৪) নিরাপত্তা: ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের নিরাপত্তা খুবই দুর্বল। কারণ ইন্টারনেট ডেভেলপাররা সেসব কাজের জন্য ইন্টারনেট তৈরি করেন নি, যেসব কাজে এখন আমরা ইন্টারনেট ব্যবহার করছি। তাই পরবর্তীতে আমাদের আলাদা করে এসএসএল, টিএসএল তৈরি করে নিতে হয়েছে। আমি অবশ্যই ক্লিয়ার-নেট ডেভেলপারদের সম্মান করছি। কিন্তু রেগুলার ইন্টারনেট আগামী প্রজন্মের জন্য উপযোগী না।
(৫) নেট নিউট্রালিটি: ইন্টারনেটে নেট নিউট্রালিটি লঙ্ঘন করা হয়। এ ব্যাপারটি অনেক বড়, এই আর্টিকেলে বোঝানো সম্ভব না। নিজে DuckDuckGo বা Startpage তে সার্চ করে দেখতে পারেন। নেট নিউট্রালিটি না থাকার কারণেই ইজিপ্টসিরিয়া সরকার সেকেন্ডেই ইন্টারনেট অ্যাকসেস বন্ধ করে দিতে পেরেছিল।
(৬) কেন্দীভূত: ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কেন্দ্রীভূত। আমাদের সব তথ্য এক জায়গায় অর্থাৎ, সার্ভারে জমা হচ্ছে। কিন্তু এটা আশঙ্কাজনক। কারণ, একদিকে আমরা যেমন আমাদের তথ্যের নিয়ন্ত্রণ আরেকজনের হাতে তুলে দিচ্ছি, অন্যদিকে এক জায়গায় তথ্য জমা থাকলে আক্রমণকারীর জন্য তথ্য চুরি করা সহজ হয়ে যায়। আবার, ডস বা ডিডস করে সার্ভার বন্ধ করে দেওয়া যায়(যেমনটি হয়েছিল ইয়াহু, ইবে ও অ্যামাজনের সাথে)। এতে সবাই যেমন সেবা থেকে বঞ্চিত হয়, তেমনি তথ্যগুলো ক্ষতিগ্রস্ত হয়।

সারাংশ:

অতএব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ক্লিয়ার-নেট যেমন অরক্ষিত তেমনি অ-নির্ভরযোগ্য। তাহলে আমরা কি করতে পারি ? ১। কিছুই না, ২। একটি নতুন ইন্টারনেট তৈরি করতে পারি। যারা আমার মত ব্যাপারটি অনুধাবন করতে পেরেছেন, তারা ২য় পথ বেছে নিবেন। ইন্টারনেট আসলে কি ? পৃথিবীর সকল কম্পিউটারকে যুক্ত করা। আমরাও তাই করবো কিন্তু ইন্টারনেটের ক্ষমতা কিছু সংখ্যক লোভী মানুষের হাতে না দিয়ে, ক্ষমতা থাকবে তাদের হাতে যারা ইন্টারনেট চালাবে। অর্থাৎ, আপনাদের হাতে। তাই আমাদের ৫ টি নৈতিক নীতিমালা থাকবে। (০) স্বাধীনতা: নেটওয়ার্কে যারা থাকবে তারা সবাই স্বাধীনভাবে যা ইচ্ছা তাই করতে পারবে। যে কেউ এই ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারবে কারণ সবার সবার সাথে মিশার অধিকার আছে। এর ফলে ক্ষমতা কিছু লোভী মানুষের হাতে না থেকে জনগণের হাতে থাকবে। (১) প্রাইভেসি(গোপনীয়তা): এখানে আপনার গোপনীয়তা নিশ্চিত হবে। এতে করে আপনি সিদ্ধান্ত নিবেন যে আপনি কার কার সাথে কি কি কিভাবে শেয়ার করবেন। এতে করে আপনার মত প্রকাশের অধিকার নিশ্চিত হয়। (২) মুক্ত নেটওয়ার্ক: নেটওয়ার্কটি হবে ডি-সেন্টালাইজড অর্থাৎ, কেন্দ্রীভূত নয়। তাই এখানে কেউ কাউকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এমনকি যারা নেটওয়ার্ক ডেভেলপ করবে তারাও না। তাই তখন আর কোনো কোম্পানির কাছে গিয়ে কানেকশন চাইতে হবে না। এতে করে নেটওয়ার্ক বন্ধ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। (৩) নেট নিউট্রালিটি: এই নেটওয়ার্কে সবাই সমানভাবে তথ্য অ্যাকসেস করতে পারবে। তাই জ্ঞান ও সম্পদের অভাব হবে না। এবং (৪) নিরাপত্তা: এটি আমাদের পরিকল্পনার অন্যতম অংশ। এজন্য ডেভেলপারদেরকে ভালভাবে এনক্রিপশন বাস্তবায়নের জন্য আহ্বান করছি।

নেটওয়ার্কের সংক্ষিপ্ত বর্ণনা:

(১) এই ইন্টারনেট মানুষের স্বাধীনতা ও প্রাইভেসি(গোপনীয়তা) রক্ষা করে।
(২) ডি-সেন্টালাইজড ডিস্টিবিউটেড নিউট্রিলাইজড নেটওয়ার্ক, কেউ কাউকে নিয়ন্ত্রণ করবে না।
(৩) সোর্স কোড উন্মুক্ত, নেটওয়ার্ক টপোলজি: মেস নেটওয়ার্ক, ওয়্যারলেস মেস নেটওয়ার্ক।
(৪) এন্ড-টু-এন্ড এনক্রিপশন যা ম্যান-ইন-দ্যা-মিডেল এট্যাককে অকার্যকর করবে।
(৫) এই ইন্টারনেট কম্পিউটার, ট্যাবলেট, মোবাইল ফোন ইত্যাদি ডিভাইস দ্বারা ওয়্যারলেস বা ইথারনেট ক্যাবল দ্বারা অ্যাকসেস করা যাবে।
(৫) প্রতিটি ডিভাইসের একটি করে অদ্বিতীয় অ্যাড্রেস থাকবে, এক্ষেত্রে আইপি ভি৬ ব্যবহার করা যেতে পারে।

নেটওয়ার্কটি কিভাবে কাজ করবে:

মনে করুন, অনেকগুলো মানুষ এক সাথে দাড়িয়ে আছে। কেউ কোনো নড়াচড়া করতে পারবে না, শুধু পাশের জনকে জিনিস পাস করতে পারবে। যদি এক প্রান্তের মানুষ অন্য প্রান্ত একটা চিঠি পাঠাতে চায় তাহলে সে পাশের মানুষকে পাস করবে, সে আবার তার পাশের জনকে পাস করতে, এভাবে সে চিঠি পাঠাতে পারবে। কিন্তু কেউ একজন যদি না সাহায্য করে, তাহলে সে অন্য পথ বেছে নিবে। এবার কল্পনা করুন অনেকগুলো কম্পিউটার পরস্পরের সাথে তারবিহীনভাবে যুক্ত। তারাও একইভাবে ডেটা পাঠাতে পারবে। আর প্রতিটি ডেটা পাঠানোর সময় এনক্রিপড হয়ে যাবে যা প্রাপক ছাড়া আর কেউ পড়তে পারবে না।

মুক্তনেটে কিভাবে যুক্ত হতে হবে ও কি করা যাবে:

এই ইন্টারনেটের সাথে যুক্ত হতে টাকার দরকার নেই। বাসার আশেপাশে যারা এই নেটওয়ার্কের সাথে যুক্ত থাকবে তাদের সাথে ইথারনেট ক্যাবল বা ওয়াইফাই দিয়ে যুক্ত হলেই সবার সাথে যুক্ত হওয়া যাবে। কেউ দিতে নারাজ হলে আশেপাশের আরেকজনের কাছ থেকে কানেকশন নিবেন। এই বর্তমান ইন্টারনেটে যা করা যায়, এই ইন্টারনেটেও তাই করা যাবে। বিনামূল্যে ভিওআইপি, ইনস্ট্যান্ট টেস্কট ও ভয়েস মেসেজিং, ইমেইল, সেবা প্রদান(যেমন - টেলিহেল্থ, ই-লার্নিং ইত্যাদি), কমিউনিটিসহ যা যা কল্পনা করতে পারেন তার সবই করা যাবে। তাহলে এই ইন্টারনেট কি বিনামূল্যে পাওয়া যাবে ? হ্যাঁ, প্রায়। ইন্টারনেটকে সচল রাখতে হলে আপনাকে আপনার কম্পিউটার ও রাউটার সব সময় চালু রাখতে হবে এবং কম্পিউটারের অব্যবহৃত জায়গার ক্ষুদ্র পরিমাণ শেয়ার করতে হবে।

মুক্তনেটের লক্ষ্য:

আমাদের লক্ষ্য হলো এমন একটি নিরাপদ ডি-সেন্টালাইজড ডিস্টিবিউটেড মুক্ত যোগাযোগ মাধ্যম(ইন্টারনেট) তৈরি করা যা মানুষের স্বাধীনতা ও প্রাইভেসি রক্ষা করে এবং এই প্রযুক্তি পৃথিবীর বিচ্ছিন্নতম এলাকায় ছড়িয়ে দেওযা। এমন একটি ইন্টারনেট যেখানে ডস বা ডিডস হবে ইতিহাসের অংশ যা ছেলেমেয়েরা বইয়ে পড়বে।

এখন করা প্রয়োজন:

বর্তমান ইন্টারনেটের গঠন এরকম আর ভবিষ্যৎ ইন্টারনেট এরকম। কিন্তু বর্তমানের ইন্টারনেট একদিনে হয় নি। এটিও একদিনে হবে না, ধীরে ধীরে হবে। যেহেতু এটি এখনও পরীক্ষাধীন অবস্থায় আছে, তাই যতক্ষণ এটির কার্যক্রম না শুরু হয়, ততদিন জ্ঞান অর্জন করতে থাকুন এবং সবাইকে সাহায্য করুন। আপনি যদি ডেভেলপার বা হ্যাকার হন, তাহলে অ্যাপলিকেশন তৈরিতে এবং দুর্বলতা বের করতে ও সংশোধন করতে সাহায্য করুন। সাহায্য করতে হলে যে কম্পিউটার দরকার এমনটি নয়। আপনি যদি কাউকে এ ব্যাপারে আগ্রহী করে তুলতে পারেন, আপনি সাহায্য করছেন। আপনি যদি কাউকে এটি বোঝাতে পারেন, আপনি সাহায্য করছেন। আপনি যদি কাউকে নেটওয়ার্ক সেটাপ করতে সাহায্য করেন, আপনি সাহায্য করছেন। আপনি যদি কোনো নন-টেকি মানুষকে টিউটোরিয়াল বানাতে সাহায্য করেন, আপনি সাহায্য করছেন। যেকোনো ধরনের সাহায্যকে স্বাগতম জানাচ্ছি। তাই কাজে নেমে পড়ুন এবং নিজেকে ও অন্যকে সাহায্য করুন।

তো আমরা একে কি বলবো ? আমরা সবাই একে বলি "মুক্তনেট"। এতে সবার অংশগ্রহণ কাম্য কারণ "মুক্তনেট" আমাদের সবার সম্পদ, সবার ইন্টারনেট।

"মুক্তনেট" সম্বন্ধে কোনো ধরনের আইডিয়া, সাহায্য, পরামর্শ এবং মন্তব্যের জন্য আমাদের আইআরসি গ্রুপ চ্যাটে অংশ নিন।

server: irc.freenode.net
port: 6665, 6666, 6667(default), 6697 (SSL only), 7000 (SSL only), 7070 (SSL only), 8000, 8001 and 8002 - Use SSL
channel: #MuktoNet

Level 0

আমি cyb3r_w3lf4r3। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।

ধন্যবাদ।

Level 0

Sundor Likhechen Bhai…………