এয়ার প্লেন মুডঃ কি এবং কেন ? – আপনি জানেন কি ?

মোবাইল ফোন বিশেষ করে বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের নিকট অতিপরিচিত একটি শব্দ হচ্ছে ফ্লাইট মুড কিংবা এয়ারপ্লেন মুড। মূলত এই ফিচারটি অন করলে বিভিন্ন ওয়ারলেস ফাংশন বন্ধ হয়ে যায় যার মধ্যে রয়েছে সেলুলার রেডিও, ওয়াইফাই কিংবা ব্লুটুথ। তবে বর্তমানে অনেক বিমানে অন ফ্লাইট ওয়াইফাই সুবিধা রয়েছে।

এছাড়া বিমানে আরোহণ না করেও এই ফিচারটি চালু রেখে মোবাইল ফোনের ব্যাটারি সাশ্রয় করা সম্ভব।

কেন প্রয়োজনঃ বিভিন্ন দেশে বিদ্যমান আইন অনুযায়ী, সিগন্যাল প্রেরন করে, এমন সব ডিভাইস বিমানে ব্যবহার নিষিদ্ধ। কারন এসকল ডিভাইস সবসময় নির্দিষ্ট টাওয়ারের সাথে যোগাযোগ রক্ষা করে চলে। আর যখন ডিভাইস এবং টাওয়ারের মধ্যে দূরত্ব বেড়ে যায়, তখন ডিভাইস থেকে সিগন্যাল পাঠানো হয় বেশ অত্যাধিক পরিমানে। আর এই ধরণের যোগাযোগ বিমানে থাকা বিভিন্ন সেন্সরের কাজকে বাধা প্রধান করে থাকে। এর ফলে বিমান নিয়ন্ত্রণ অনেক সময় হুমকির মুখেও পড়তে পারে। আর তাই এমন আইন করা হয়েছে।

ব্যাটারি সেভিংঃ এটি চালু রাখলে আপনার ফোনের সিগন্যাল পাঠানো বন্ধ থাকে। আর ফোন চার্জের একটা বড় অংশই খরচ হয় মোবাইল ফোন টাওয়ারের সাথে সবসময় যোগাযোগ রক্ষা করার ক্ষেত্রে। আর তাই এই কাজটি বন্ধ থাকলে ফোনের চার্জ খরচও কম হয়।

এই টিউন টি পূর্বে এখানে প্রকাশিত হয়েছিলো। নিত্য নতুন প্রজুক্তি সম্পর্কে জানতে ও জানাতে আমার খুব ভালো লাগে। তাই টিউন টা আপনাদের সাথে শেয়ার করলাম। একটু সময় পেলে আমার ওয়েবসাইট "গ্রীন হোস্টিং" থেকে ঘুরে আসতে পারেন।

Level 0

আমি ভাস্কর বনিক বনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি বিগত পাঁচ বছর যাবত এসইও এবং ওয়েব ডেভোলাপমেন্ট এর বিভিন্ন কাজ করেছি। টেকটিউনস একটি অসাধারন প্লাটফরম নিত্য নতুন কিছু জানার ও শিখার। আমি টেকটিউনস অনেক ভালবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

nice

দারুন

হুম । ধন্যবাদ শেয়ার করার জন্য। আর এইটা অন করলে ব্লুটুট অফ হয়েজাবার কারোন কি? বলতে পারেন।

Level 0

a beperta jantam na. thanks