টুইন টাওয়ার নিয়ে পবিত্র কোরআনের মোজেজা [বিজ্ঞানময় কোরআন]

কুয়েত থেকে এফ.রহমান নামক একজন গবেষক পবিত্র কুরআন গবেষণা করে দেখেছে যে,মহান আল্লাহ রাব্বুল আলামীন সেই ১৪০০ বছর আগেই কুরআন শরীফে এই ভবিষ্যদ্বাণী করে যে, ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর তারিখে টুইন টাওয়ার হিসেবে পরিচিত সুউচ্চ ভবনটি ধ্বংস হবে।
তার গবেষণায় সূরা আত-তাওবার ১০৯ নম্বর আয়াতটির কথা উল্লেখ করা হয়েছে।
আয়াতটির অর্থ হলঃ- “সুতরাং সেই ব্যক্তি উত্তম,যে তার ইমারতের ভিত্তি স্থাপন করে আল্লাহর প্রতি বিশ্বাস ও সন্তুষ্টির উপর,নাকি সেই ব্যক্তি যে তার ইমারতের ভিত্তি স্থাপন করে কোন গর্তের কিনারায়,যা ধ্বসে পড়ার উপক্রম; অতঃপর তা তাকে নিয়ে যাহা অগ্নিগহ্বরে প্রবেশ করে? আর আল্লাহ জালিমদের পথ দেখান না”।
এই আয়াতটির সাথে যে উক্ত ঘটনার চরিত্রগত সামঞ্জস্য রয়েছে তাই নয়,
দেখা গেছে এই সূরাটির,
*** প্রথম থেকে উক্ত আয়াত পর্যন্ত মোট ২০০১টি শব্দ রয়েছে যেটাকে ২০০১
সালের ইঙ্গিত হিসেবে ধরা যায়।
***সূরাটি কুরআন শরীফের ৯ নম্বর সূরা এবং এটি ১১ তম পারায় অবস্থিত।
অপর দিকে ঘটনাটি ঘটেছে ৯ নম্বর মাসের (সেপ্টেম্বর) ১১ তারিখে।
*** আয়াতটি ১০৯ নম্বর আয়াত এবং ভবন দুটির একটি ছিল ১০৯ তলা।আশ্চর্য়জনক নয় কি!
শুধু তাই নয়, আয়াতটিতে আরবি “হার” উল্লেখিত হয়েছে।
মজার ব্যাপার হল টুইন টাওয়ার যে রাস্তাটির কিনারে অবস্থিত, সেই রাস্তাটির নাম “জুরুফিন হার”।
মিলগুলো আর যাই হোক কাকতালীয় বলা যায় না।
কাকতালেরও একটি সীমা থাকে;এই মিল সেই সীমাও অতিক্রম করে গেছে।।
আল্লাহ্ সব জানেন তিনি তো একমাত্র আলেমুল গাইব ।
অদৃশ্য বর্তমান,অতীত,ভবিষ্যৎ সব তিনি একমাত্র জানেন ।

ফেইসবুকে আমি

Level 2

আমি omur_mohammad_faruk। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 150 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Don't mix between my personality and my attitude because my personality is me and my attitude depends on you.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আইয়াত পড়ে দেখবো …। যদি এমন হয়ে থাকে সত্যি বেপার টা বিস্ময় কর…।
আর কোরানে সব কিছুই লেখা আছে…। আমাদের তার সঠিক মানে খুজে বের করতে হবে…।
ধন্যবাদ এই কথাটা আমাদের শেয়ার করার জন্য…।

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

Subahanallah..!

Level 0

Thanks Brother.

Level 0

Subahanallah

ইস, এই মোজেজা টা যদি ২০০০ সালে খুজে পাওয়া যেত তাহলে বিমান আর ঐ ভবনের কতগুলো নিরিহ মানুষের জীবন বাচানো যেত।

    এরাই নিরীহ ,আর সারা দুনিয়ার মুসলীমরা সন্ত্রিসী,এদের জন্যে মায়া হচ্ছে আর ফিলিস্তিনের জন্যে?

আসলেই তো ! ইস ২০০০ সাল নাগাদ জানতে পারলে সবাইকে জানে বাচিয়ে দিতে পারতাম। ইস সামঞ্জস্যতা যে কেন আপনি আগে ধরতে পারলেন না। আক্ষেপ। তা ভাই সামনে কিছু আছে তাছে নাকি?

ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই

Subahanallah

Level 0

অনেকেই বলছেন, ২০০০ সালে যদি জানতে পারতেন তাহলে নিরীহ মানুষগুলোকে বাঁচানো যেতো। কিন্তু একটা জিনিস সবাই ভুলে গেলে চলবে না। কোরআন শরীফে যা যা লেখা আছে তা অবশ্যই ঘটবে।

    @abs nasir: সহমত 🙂

    এটাই শয়তানের বাচ্চারা বুঝে না, যে কোন সময় ম্রিত্তু,এটা তোদের মায়ের পেটে থেকেই জানিস,নে এবার আটকা?