বিজ্ঞান, ব্যবসা নাকি মানবিক শিক্ষা শাখা?

বছরের এ সময় নবম শ্রেনীর শিক্ষার্থীদের বিভাগ পছন্দ করতে হয়। যার উপর নির্বর করে ঐ ছাত্র বা ছাত্রীর ভবিশ্যৎ, ক্যারিয়ার সব কিছু।

বাংলাদেশের প্রায় গণ হারে সবাই কর্মাস বিভাগ পছন্দ করে। আমি জানি না কেনো। তবে যতটুকু জানি তা হচ্ছে সহজ মনে করা। বিজ্ঞানকে কঠিন মনে করা ইত্যাদি।

ছোট কালে কেউ যদি জিজ্ঞেস করত বড় হয়ে কি হবে বাবা? সবাই গন হারে বলত, ডাক্তার,  ইঞ্জিনিয়ার, কেউ বা পাইলট ইত্যাদি।

ডাক্তার, ইঞ্জিনিয়ার বা পাইলট যাই হতে ইচ্ছে করে তা পছন্দ করার উপযুক্ত এবং এক মাত্র সময় হচ্ছে এই নবম শ্রেনী। তবে তা অবশ্যই কমার্স বা ব্যবসা শিক্ষা শাখা পছন্দ করলে হওয়া যায় না।

আমি জানি না ব্যবস্যা শিক্ষা পড়ে কত জনই নিজেই একটা ব্যবসা দাঁড় করাবে তার চিন্তা করে। বেশির ভাগই চিন্তা করে পাশ করে কোন ভাল কম্পানিতে বা ব্যাঙ্কে জব করার।।

ব্যবসা শিক্ষা শাখার মধ্যে উচ্চ শিক্ষার জন্য সাবজেক্ট তুলনা মূলক ভাবে কম এবং ছাত্র ছাত্রী সংখ্যা অনেক বেশি। পরে বিশাল একটা প্রতিযোগিতা করতে হয়। এবং বেশির ভাগ ক্ষেত্রেই অনেকেই উচ্চ শিক্ষার ক্ষেত্রে নিজের পছন্দের বিষয়টি পড়তে পারে না। এবং শেষে দেখা যায় অনেকেই যেটা পছন্দের নয় এমন একটি বিষয় বা মানবিক শাখার একটি বিষয় নিয়ে পড়ালেখা করতে হয়।

বিজ্ঞান বিভাগে বিষয় সংখ্যা অনেক বেশি। পড়ালেখার সুযোগ বেশি। ভালো একটা ক্যারিয়ার তৈরির ও সুযোগ তুলনামূলক ভাবে অনেক বেশি। তা ছাড়া ছোট কালের স্বপ্ন গুলো সত্যি করার ও সুযোগ এ বিজ্ঞান বিভাগেই।।

অনেকেই মনে করে বিজ্ঞান বিভাগ অনেক কঠিন। আসলেই কি তাই? আমাকে যদি জিজ্ঞেস করে বিজ্ঞান কি, আমি বলব কত গুলো প্রশ্ন এবং ঐ প্রশ্ন গুলোর উত্তরই হচ্ছে বিজ্ঞান। এ প্রশ্ন গুলো আমাদের সবার মাথাতেই আসে। যেমন বৃষ্টি হয় কেন? চাঁদের আলো বাড়ে কমে কেনো? ইত্যাদি, এমন কত গুলো প্রশ্নের উত্তর নিয়েই বিজ্ঞান। আর উত্তর গুলো যত জানা যাবে, তত আগ্রহ বেড়ে যাবে। এতে কঠিন কিছুই নেই।

অনেকেই ভয় পায় গণিতকে। ব্যবসা শিক্ষা শাখাতেও অংক করতে হবে, বিজ্ঞানেও। তাই যদি পছন্দ করতেই হয়, কেন আমরা ভালোটা পছন্দ করব না??

আমি যত টুকু দেখেছি, বিজ্ঞানে পাশের হার বেশি। এর মানে এই না যে সারাদিন পড়তে হয় বা যারা বিজ্ঞান বিভাগে পড়ে, তারা সারাদিন পড়ালেখা করে। এর মানে হয়তো এটাই যে বিজ্ঞানের বিষয় গুলো পড়ার আগ্রহ, জানার আগ্রহ বাড়িয়ে দেয়। তাছাড়া কোন একটা বিষয় বুঝতে পারলেই তা সম্পর্কে পরীক্ষার সময় লেখা যায়। আর মুখস্ত বিদ্যাকে না বলে এই বিজ্ঞানই।

উচ্চ শিক্ষার ক্ষেত্রে সত্যি, বিজ্ঞান বিভাগের জন্য সব দিক খোলা। যা পছন্দ তাই পড়ার সুযোগ থাকে। একটা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ না থাকলে আরেকটাতে পড়া যায়।

ব্যবসা শিক্ষা শাখায় পড়লে ক্যারিয়ার খারাপ হবে এমন কিছুও না। সব গুলো বিষয়ই ভালো এবং সব যায়গা থেকেই ভালো করা যায়। এবং সবাই যে মনে করে ব্যবসা শিক্ষা শাখার বিষয় গুলো সহজ, তাও না। কিছু কিছু ক্ষেত্রে বিজ্ঞানের বিষয় গুলো থেকেও কঠিন। তাই কঠিন মনে করে বিজ্ঞান বিভাগ ত্যাগ করে ব্যবসা শিক্ষা কে পছন্দ করলে মনে হয় না ভালো করা যাবে। কারণ যে সহজ কিছু খুজতে যাবে, তার কাছে সব কিছুই কঠিন লাগবে। আর কেউ যদি মনে করে না, আমি ব্যবসা শিক্ষা পড়ে ভালো করতে পারব, তাহলে তাই করা উচিত।

জীবনে কি হওয়া পছন্দ, তা ঠিক করার সময় এখনি। এ ক্ষেত্রে অন্য কারো মতকে প্রাধান্য না দিয়ে নিজের ইচ্ছেটাকে প্রাধান্য নেওয়া উচিত। কারণ জীবনের বাকী সময় নির্বর করবে এর উপরই।

সবার জন্য শুভ কামনা।

মুনির হাসান ভাই  এর এ দুইটা লেখা পড়তে বলবঃ

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জাকির ভাই প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার সাথে শতভাগ একমত, মুনীর স্যারের পোস্ট টাও আমি পড়লাম। কিন্তু পড়ে শুধু দুঃখই লাগতেছে কারণ আমি নিজেই মাধ্যমিকে সাইন্স বাদ দিয়ে কমার্স নিয়ে পড়ে এখন কম্পিউটার নিয়ে ডিপ্লোমা করতেছি। আমি নিজেও সব্বাইকে সাজেস্ট করতে চাই “তোমরা কমার্স পেলেও চেষ্টা করবা সাইন্স নিয়ে পড়ার, কারণ ভবিষৎ এ এর ফলে তোমাদের সামনে এক উন্মুক্ত দুয়ার খুলে যাবে”। তাই এই স্টেপে কেউ সিদ্ধান্ত নিতে ভুল করাবা নাহ। আপনাকে আবারও ধন্যবাদ জাকির ভাই 🙂

আমি কমার্সের ছাত্র , ভাই সত্যি কথা বলতে কি বাঙলার কমার্সের কারিকুলাম ও বিষয়বস্তু আমাদের বিজ্ঞান না জানা এক মুর্খতে পরিনত করে !! 🙁

জাকির ভাইকে অনেক অনেক ধন্যবাদ দিক নির্দেশনা মূলক লিখাটির জন্য।

অনেক দিন পর জাকির ভাইয়ের টিউন পাইলাম @ আপনি তো আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেন @ অনেক কিছু শিখার বাকি আছে আপনাদের থেকে @ ধন্যবাদ জাকির ভাই

Level 0

thakns