1=2! হতে পারে কি? দেখা যাক (আবার) ™

গত একটা টিউনে আমরা 1=2 প্রমান করতে চেষ্টা করেছি,কিন্তু পারি নাই। তো আজ একটু অন্যভাবে চেষ্টা করব দেখি পারি কিনা।চলুন তবে শুরু করা যাকঃ->

প্রথমে,

–2 = –2

=> 1–3 = 4–6                         (এভাবে লেখা যায়)

=>1²–2×1× 3/2 = 2²–2×2×3/2                      (এভাবে লেখা যায়)

=>1²–2×1× 3/2 + ( 3/2)²= 2²–2×2×3/2 + ( 3/2)²                      (উভয়পক্ষে ( 3/2)²যোগ করে পাই)

=>(1 – 3/2)²= (2 – 3/2)²

=>1 – 3/2 = 2 – 3/2                     (বর্গমূল করে)

=>1 = 2                       ( 3/2 পক্ষে যোগ করে )

কি ?কিছু বুঝলেন? হ্যাঁ,এখানে একটা ভুল আছে। ভুল টা কি ধরতে পারলেন।মনে হয় পারবেন।কারন এটা একেবারে সিম্পল।আর না পারলেও কোন সমস্যা নাই, আমিতো আছি।তবে আপনারা নিজে আগে চেষ্টা করবেন । না পারলে পরে ভুলটা কমেন্ট বক্স থেকে দেখে নিবেন।

টিউনটা পড়ার জন্য ধন্যবাদ।

এই আজব প্রমাণটি 'মোঃ জাফর ইকবাল' এবং 'মোহাম্মদ কায়কোবাদ' এর "নিউরনে অনুরণন" নামক বই হতে সংকলিত। 😯

Level 0

আমি কাজী কামরুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

=>(1 – 3/2)²= (2 – 3/2)²
=>1 – 3/2 = 2 – 3/2 kivabe?
(a-b)² e borgomul kore (a-b) lekha jay na . atai vul

    @ফিদা আল হাসান: ভুলটা ধরতে পেরেছেন কিন্তু ব্যাখ্যাটা ঠিক হয় নাই।

Jafar Iqbal sir or Md. Kaikobad sir er lekha onusorone.

Level 0

matha gUUUUUUUUUUUUUrce

Level 0

@কামরুজ্জামান ভাই, বর্গমূল করলে (+-) এর একটি বিষয় থাকে। যা এখানে এরিয়ে যাওয়া হয়েছে।

    @mahfujmafi: দুঃখিত আপনার ব্যাখ্যাটাও ভুল । আর ভাল ভাবে লক্ষ্য করুন।

ভুল সংশোধনঃ
(a-b)² =(x-y)² হলেও a-b=x-y হয় না। কারন দুই পক্ষ সমান হলেই বর্গমূল করে স্কয়ার উঠানো যায়।

X^2 =9 হলে X=?