ল্যাপটপে চার্জ ধরে রাখার ৬টি কৌশল

আমি অনেক দিন ত্থেকে টিটি এর ব্রিলিয়ানট ভাইদের বিভিন্ন সুন্দর সুন্দর পোস্ট পড়ে আসছি এবং অনেক কিছু জানতে পেরেছি।কিন্তু রেজিস্তেসন না থাকাই কোন কমেন্ট ক্করতে পারছিলাম না।তাই গত ৬ দিন আগে রেজিস্তেসন করি কিন্তু রেজিস্তেসন করার পরেই মাথাই টিউন করার ঝোঁক চাপে। কিন্তু দুঃখের বিষয় আমি কোন বিষয়েই এক্সপার্ট না।তাই কোন টিউন করার সাহস পাচ্ছিলাম না।হটাতকরে মনে হল আমি নতুন তাই আমার কোন টিউন খারাপ হলেও সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে ।আর এই কারনেই সবার জানা বিষয় হলেও আমি এই টিউন টা করার দুঃসাহস দেখালাম।যদিও বিষয়টা আমি প্রাইমনিউজবিডি থেকে নিয়েছি।যাহোক আমার টিউনটার বিষয় হল ল্যাপটপের চার্জ ধরে রাখা।

ল্যাপটপে চার্জ ধরে রাখার ৬টি কৌশল

আপনার হাতে একগাদা কাজ। অথচ, হঠাৎ করে ল্যাপটপের ব্যাটারির চার্জ ফুরিয়ে গেছে। কাছাকাছি কোন পাওয়ার সকেটও নেই, যেখান থেকে ল্যাপটপটি চার্জ দিয়ে নিতে পারেন। ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে আমাদের এ ধরনের সমস্যায় হরহামেশাই পড়তে হয়। দুশ্চিন্তার কারণ নেই। কারণ, ব্যাটারির আয়ু দীর্ঘায়িত করার কিছু সহজ সমাধান রয়েছে। ল্যাপটপ ব্যবহারকারীদের উচিত এ বিষয়গুলোকে দৈনন্দিত অভ্যাসে পরিণত করে নেয়া। তা হলে আর অনাকাঙ্খিত বিড়ম্বনায় পড়তে হবে না। নিচে সহজ ৬টি টিপস দেয়া হলো:ডিসপ্লে: মোবাইলের মতো ল্যাপটপ স্ক্রিনও বেশি পাওয়ার ব্যবহার করে। সে কারণে স্ক্রিনের ব্রাইটনেস বা উজ্জ্বলতা চোখের জন্য সহনীয় মাত্রায় যতোটা কমিয়ে ব্যবহার করা যায়, ততোটাই ভালো। যদি আপনার কিবোর্ডে ব্যাকলাইট থাকে, তবে সেটিও সেটিংস থেকে বন্ধ করে দিন। এতে ব্যাটারির আয়ু দীর্ঘায়িত হবে।

এক্সটার্নাল ডিভাইস: ল্যাপটপের ইউএসবি পোর্টে যে কোন ধরনের এক্সটার্নাল ডিভাইস চালু থাকলে, তা আপনার ল্যাপটপ থেকে অনবরত পাওয়ার টানতে থাকবে। এক্সটার্নাল ডিভাইসটির কাজ শেষ হয়ে গেলে, সেটি ইউএসবি পোর্ট থেকে খুলে ফেলার অভ্যাসই শ্রেয়।

ওভারহিটিং বা অতিরিক্ত গরম হওয়া: ল্যাপটপ বেশি গরম হলে, ভেতরের ফ্যানগুলো আরও দ্রুত ঘুরতে শুরু করে। আর তা স্বাভাবিকভাবেই বেশি ব্যাটারি খরচ করে। সে কারণে একটি ল্যাপটপ কুলার কিনে নিন। এতে আপনার ল্যাপটপটি অতিরিক্ত গরম হবে না।

হাইবারনেশনে রাখুন: ল্যাপটপ স্ট্যান্ডবাই মোডে না রেখে হাইবারনেশনে রাখুন। এতে আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে ও ব্যাটারির চার্জ অনেক বেশি সময় থাকবে। হাইবারনেশনে ল্যাপটপ বন্ধ হলেও, আপনি শেষ যেভাবে কাজগুলো সংরক্ষণ করছিলেন বা যে উইন্ডোগুলো খুলেছিলেন, ল্যাপটপটি চালু করলে ঠিক সে অবস্থাতেই সেগুলো পাবেন।

উইন্ডোজের পাওয়ার প্ল্যান: ল্যাপটপে উইন্ডোজের সঙ্গে বিল্ট-ইন পাওয়ার প্ল্যান সেটিংসও পাচ্ছেন। তাই চিন্তার কিছু নেই। বিভিন্ন অপশন; যেমন- ডিসপ্লে ব্রাইটনেস বাড়ানো বা কমানো, কখন ডিসপ্লে ডিম বা অনুজ্জ্বল করতে এবং বন্ধ করতে চান, হার্ড-ড্রাইভসমূহ ও ইউএসবি পাওয়ার বন্ধ করতে চান, সেগুলো সংযোজিত রয়েছে।

ব্যাটারি কেস: এ অ্যাপ্লিকেশনটি ব্যাটারির সম্পূর্ণ স্ট্যাটাস দেখায়। শুধু তাই নয়। কতোটুকু ব্রাইটনেসে ব্যাটারি কতোক্ষণ চলবে সে সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে সেখানে। ব্যাটারির বর্তমান কন্ডিশন কেমন, তাও জানতে পারবেন। সিপিইউ ও হার্ড-ড্রাইভ অতিরিক্ত গরম হয়ে গেলেও, সেটা প্রদর্শন করেব্যাটারি কেস অ্যাপ্লিকেশন।

ব্ব্যাটারি কেস এ অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিং ://www.mediafire.com/?51bbi1czi82kzz6

See more at: http://primenewsbd.com/index.php?page=details&nc=7&news_id=8717#sthash.8EsRU7ki.dpufরি কেস অ্যাপ্লিকেশন।

-

না জেনে কোন ভুল হলে আশাকরি ক্ষমা করে দিবেন।

Level 0

আমি Niloyhasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল , আপনাকে স্বাগতম । চালিয়ে যান ।

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ

Level 0

battary casce application ar download link ta dellay valo hoto

Level 0

reyad007 ভাই আপনাকে thanks. পোস্ট আপডেট করে দেওয়া হয়েছে।
ব্ব্যাটারি কেস এ অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিং ://www.mediafire.com/?51bbi1czi82kzz6

Level 2

ভাই আপনাকে ধন্যবাদ। আরো কিছু অপশন আছে যা মেনে চল্লে ল্যাপটপের ব্যাটারি বেশিদিন টিকবে। যাই হোক সব মিলিয়ে ভালো হয়েছে। ধন্যবাদ

Level 0

আপ্নাকেও ধন্যবাদ

Level 0

ওভারহিটিং বা অতিরিক্ত গরম হওয়া: ল্যাপটপ বেশি গরম হলে, ভেতরের ফ্যানগুলো আরও দ্রুত ঘুরতে শুরু করে। আর তা স্বাভাবিকভাবেই বেশি ব্যাটারি খরচ করে। সে কারণে একটি ল্যাপটপ কুলার কিনে নিন। এতে আপনার ল্যাপটপটি অতিরিক্ত গরম হবে না।>>>>> vai gorom hoi pressure porle, ete fan er cheyeo besi battery power jai, cooler diee lav hobe na, borong r o besi power ses hobe 😛

Level 0

আপনার কথাই যুক্তি আছে।