পৃথিবীতে অনুর মধ্যে তিন্টি কার্বন পরমানুর সংগে ছয়টা হাইড্রোজেন পরমানু উপস্থিতিই প্লাস্টিকের অস্তিত্ব প্রমান করে।
মহাকাশে এই প্রথমবার প্লাস্টিকের উপস্থিতির খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা আর এটি পাওয়া গেছে শনি গ্রহের সবচেয়ে বড় চাঁদ টাইটানে ।
নাসা’র মহাকাশ যান ক্যাসিনি গত কয়েক বছর যাবত শনি গ্রহকে প্রদক্ষিণ করছে। আমাদের সৌর জগতে যে সব মহাজাগতিক বস্তু তাদের সবার আবহ মণ্ডল নেই। এ দিক থেকে টাইটান একটি উল্লেখযোগ্য ব্যতিক্রম এবং টাইটানের আবহ মণ্ডল হাহাড্রোকার্বন দিয়ে তৈরি।
টাইটানের আবহ মণ্ডলের নিম্নভাগে স্বল্প মাত্রার প্রপাইলিনের উপস্থিতি নির্ণয় করেছেন বিজ্ঞানীরা। আর এটি নির্ণয় করা গেছে ক্যাসিনি মহাকাশযানে স্থাপিত কম্পোজিট ইনফ্রারেড স্পেক্টোমিটার(সিআইআরএস)’এর মাধ্যমে।
টিটানে প্লাস্টিকের উপস্থিতি পাওয়ার মধ্য দিয়ে বিজ্ঞানীরা ভাল ভাবে বুঝতে পারবেন শনির এ চাঁদে রাসায়নিক ক্রিয়া-প্রতিক্রিয়া বা রসায়ন কি করে কাজ করছে। আমাদের গ্রহ পৃথিবীর আবহ মণ্ডলে অক্সিজেনের পরিমাণ বেড়ে যাওয়ার আগে, সেই সুদূর অতীতে একই ভাবে রসায়ন করেছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।
আমি রেজা এমএন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি রেজা। পেশায় একজন গণক যন্ত্র পাহারাদার। গণক যন্ত্রের গঠন ও কার্যপ্রণালী এবং যন্ত্রের প্রাণ সঞ্চারে আরো অধিকতর উৎকর্ষ বিকাশের কারিগরী নিপুণতা অর্জন করতঃ কিঞ্চিৎ অধ্যয়ন করে দেশ থেকে স্নাতক হয়েছি। এরপর সরকারী মদদে এতদুদ্দেশ্যে অধিকতর বিদ্যোৎসাহে মিত্র প্রতিম (দুর প্রাচ্য) দ্বীপ দেশে বৃত্তি নিয়া গমন,অধ্যয়ন। এতদীয় আরো যুগপৎ কারিগরি...
New info.
Tnx 🙂