এবার নিজেই তৈরি করুন লাফিং গ্যাস তাও আবার বাড়িতে!!!

প্রথম প্রকাশ এখানে 

আসসালামুয়ালাইকুম। আপনার কি কখনও হাসি আসে না? আমার কিন্তু অনেক হয়। জন্মের পর থেকেই মাথায় একটু কেও চুলকালেও আমার কাতুকুতু লাগে 😮 ! তবে আপনার হাসি না আসলেও সমস্যা নেই। কারণ খুব কঠিন মানুষকেও হাসাতে পারে রাসায়ন। রসায়নের এ বিশেষ রসের নাম হাসি বায়ু বা লাফিং গ্যাস । আমার কথা শুনে হাসবেন না। সত্যি হাসি বায়ুর প্রভাবে সবাই হাসতে বাধ্য। এ বায়ুর কোন রং নেই। তবে মৃদু মিষ্টি গন্ধ আছে । এর রাসায়নিক সংকেত N2O .

আপনি কি হাসি বায়ু তথা লাফিং গ্যাস তৈরি করতে চান???? তাহলে আপনার কিছু জিনিষ লাগবে।

  • যা যা লাগবেঃ

১. এমনিয়াম নাইট্রেট ( একটু খোজ করলেই কিনতে পারবেন )

২. টেস্টটিউব-২ টি ( পাতলা কাচের বোতল নিলেও হবে )

৩. কাচনল ( ফেলে দেয়া স্যালাইনের প্লাস্টিক নল হলে হবে )

কি করতে হবেঃ

টেস্টটিউব এ এমনিয়াম নাইট্রেট নিন । নিচের ছবির মত করে সাজিয়ে নিন ।

l-5

এবার টেস্টটিউব এ তাপ দিন । উৎপন্ন হয়ে যাবে হাসি বায়ু ।

  • ব্যবহারঃ

এ বায়ু নিঃশ্বাসের সাথে অল্প পরিমাণ গ্রহন করলেই হাসি আসবে ।

laughing_cats-323

সতর্কতাঃ

laughing_gas

  • এ বায়ু নিঃশ্বাসের সাথে বেশি নিলে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে ।
  • অতিরিক্ত গ্রহণ করলে মারা যেতে পারে ।

বিভিন্ন ভাবে এ বায়ু তৈরি করা যায়। বাসায় তৈরি করার উপযোগী করে বলে দিলাম। তৈরি করতে পারলে জানাবেন ।  আরও অনেক জিনিস তৈরি করার প্রক্রিয়া শেখানোর ইচ্ছা আছে। আপনাদের ভালো লাগলে বলবেন।  তবে হ্যা, এই পোস্টটি ইন্টারনেট থেকেই নেয়া।

পোস্টটি পূর্বে এখানে প্রকাশিত হয়েছে।

ভালো লাগে আমার ব্লগসায়েন্স ব্রিয থেকে ঘুরে আসতে পারেন। 😀

Level 0

আমি Soltumia। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার তো এখনি হাসি পাচ্ছে,,, 😀

    Level 0

    @sopnil sopno: হে হে হে হ হে 😀

Level 0

এমনিয়াম নাইট্রেট কে তাপ দিলেই নাইট্রাস অক্সাইড পাওয়া যাবে?

Level 0

ভাই আপনাকে ফেসবুকে মেসেজ পাঠিয়েছিলাম……আপ্নি ত আওয়াজ দিলেন না

এত সহজ জানা ছিল না।কি কি সতরকতা অবলম্বন করতে হবে বললেন না তো???লাফিং গ্যাস তো কিনতে গেলে তো দায় না,তাহলে এমনিয়াম নাইট্রেট আত সহজলভ্য কেন???তবুও পরিক্ষা করে দেখব।

    Level 0

    সতর্কতা কি তা তো বললাম ই। আর লাফিং গ্যাস তো বাজারে বিক্রি করে না। তবে পরীক্ষা করে দেইখেন। তারপর বইলেন 🙂

Level 2

হাসতে হাসতে এহন-ই জান কাবার হে হে হে হ হে 😀

    Level 0

    😀 😀 😀 😀 😀 😀 😀 😀

Level 0

সিম্ফনি W35 এ কি স্ক্রিনে টাচ করা ছাড়া অন্য কোন বাটন দিয়ে ছবি তোলা যায়?
দয়া করে কেউ জানাবেন।

Are you make this …………..

Level 0

হা হা হা হা হা হা হে হেহে হে হে হুম হুম হম ………….আরো অনেক হাসি পেলো ভাই আপনার পোষ্ট পড়ে, মনে মনে একটা প্ল্যান করলাম আর তাতেই এত হাসি পেল……..ধন্যবাদ আপনাকে

    Level 0

    @iamzeus: আপনাকেও ধন্যবাদ। এরকম আরও অনেক পোস্ট পেতে চাইলে আমার সাইট এ যেতে পারেন। এখন থেকে নিয়মিত লিখবো।

Level 2

এমনিয়াম নাইট্রেট কতটুকু নিতে হবে, পরিমানটা বলেন। দাম কত। কোথায় পাওয়া যাবে।

Level 0

এরোসল এর মত বিক্রি করা যায় নাহ ?
হাসাতে হলেই………… 😉

কারো লেখা চুরি করার করলে অন্তত কৃতজ্ঞটা স্বরূপ প্রথম লেখার লিঙ্ক তা তো উল্লেখ করতে পারেন
http://www.bigganprojukti.com/post-id/17114

    Level 0

    @kamrul.chemist: sorry :p লিঙ্ক টা দিতে মনে ছিল না। আপডেট করে নিয়েছি।

Level 0

Vai N2O kothay pabo+koto takar/koto tukun kinbo?

Level 0

এমনিয়াম নাইট্রেট er banijjik nam janen? janle kon. karon tikatulir sciencer lab er jiniser dokan chara onno dokane gia এমনিয়াম নাইট্রেট koile chinbona. bt banijjik nam janle jekunu jayga theke ber kora jabe.

hohohohaha…….kew amare dhoiralaa 🙂 =D