আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। এখন আপনাদেরকে একটি নতুন তথ্য দিচ্ছি। আশা করি পড়বেন।
যখন মানুষের প্রতিক্রিয়ার গতি কমে আসে, তখন মানুষ হৃদরোগে আক্রান্ত হয়। রোবট এই প্রতিক্রিয়া বাড়াতে দ্রুত পদক্ষেপ নিতে পারে, এই ধারনা থেকে একটি ড্রোন বানানো হয় যার নাম Defikopter . এটি হৃদরোগে আক্রান্ত মানুষের জন্য জরুরি ভিত্তিতে প্যারাসুট এর মাধ্যমে Defibrillator যন্ত্র পাঠায়।
এটি তৈরি করেছে জার্মানির অলাভজনক প্রতিষ্ঠান Definetz এবং ড্রোন ডেভেলপার Height Tech. এই Defikopter নিয়ন্ত্রণ করা হবে GPS সম্বলিত স্মার্টফোন অ্যাপ্লিকেশান দ্বারা, যা আক্রান্তদের জন্য জরুরী ভিত্তিতে Defibrillator যন্ত্র পাঠাবে এবং এটি ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্য ভ্রমন করতে পারে আর এটি ঘন্টায় ৭০ কিলোমিটার গতিতে উড়তে পারে।
আম্বুলেন্স ও অন্যান্য যানবাহন বিভিন্ন ধরনের জামেলায় পড়ে, যেমন ট্রাফিক জ্যাম এবং দুর্গম অঞ্চল, যেখানে পৌঁছা কঠিন। কিন্তু এটি এসব ঝামেলা মুক্ত।
আমেরিকান রেড ক্রস এর রিপোর্ট অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত ব্যক্তির Defibrillator যন্ত্রের প্রতি মিনিট দেরীর জন্য বেঁচে থাকার সম্ভবনা ১০% কমে যায়।
এবার আপনাদেরকে Defibrillator যন্ত্রের সাথে পরিচয় করিয়ে দিই।
এটি একটি বিদ্যুৎ চালিত থেরাপিউটিক ডোজ প্রদান ডিভাইস, যা হৃদযন্ত্রের ক্রিয়া বাড়াতে সাহায্য করে। কয়েকটি ছবি দিলাম, আশা করি বুঝতে পারবেন।
ফেসবুক পেজে লাইক দিনঃ Evergreen Idea - এভারগ্রীন আইডিয়া
আমি মোঃ মনিরুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
B. Sc. শেষ করেছি কম্পিটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে। বর্তমানে ফুল টাইম ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি। কারণ চাকরি করা কখনোই আমার কাছে ভাল লাগত না। আমি বড় কোন সফল মানুষ নই, তবে আমি যা আছি তাতেই আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আমার ইচ্ছা আমি যা জানি তা মানুষের মাঝে ছড়িয়ে দিই।...
VALO HOISE>