ডসের কিছু কমান্ড সম্পর্কে জেনে নিন

সবাই কেমন আছেন? আশা করি বরাব্রের মত ভাল আছেন। সেই দ্বীতীয় টিউনে ডস নিয়ে লিখেছিলাম। আজ আবার একই বিষয় নিয়ে আসলাম। তবে চিন্ত করবেন না। একি কথা বলব না। কেননা ডসে এত কমান্ড আছে যে সবগুলো কমান্ড নিয়ে টিউন করলে ১ মাস লেগে যাবে। তাই পুরানো কথা বলার তো কোন প্রশ্নই আসে না। এখন কাজের কথা আসি।

কিভাবে নুতুন একটি ফোল্ডার তৈরী করবেন?

সাধারণত উইন্ডোজে ফোল্ডার তৈরী করার জন্য কয়েকটা ক্লিক এর প্রয়োজন হয়। ঠিক তেমনি ডস এ ফোল্ডার তৈরীর জন্য একটা কমান্ড ব্যবহার করতে হয়। তবে এর জন্য অনেকগুলো কমান্ড রেয়েছে। তার মধ্যে একটির কথা বলছি। সেটি হল “MD” । মনে করুন আপনি c ড্রাইভে software  নামে একটি ফোল্ডার তৈরী করবেন, এর জন্য আপনাকে যে কমান্ডটি দিতে হবে তা হল md software । এই লিখাটি লিখে দিলেই হল ফোল্ডার তৈরী হয়ে গেল। বুঝতে সমস্যা হলে এই লিংকটি দেখতে পারেন।

কিভাবে একটি ফাইল ডিলিট করবেন?

ফাইল খুলা হল এখন ডিলিট করার উপায়, এর জন্য কমান্ড হল del । এছাড়াও অনেক কমান্ড রয়েছে। কমান্ডটির প্রয়োগ হল del + ফাইলের ঠিকানা। মনে করুন আপনার কোন একটি ফাইলের নাম software.txt এবং এটি C:/system এটি ডিলিট করার জন্য টাইপ করুন del c:/system/software.txt । আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় এই লিংকে যেতে পারেন।

কোন ফাইলকে কপি করবেন কিভাবে?

কোন ফাইলকে কপি করার একটি কমান্ড হল copy । এটা প্রোয়োগের উপায় হল প্রথমে copy লিখুন এবং তারপর স্পেস তারপর যেস্থানে ফাইলটি কপি হবে সেই স্থানের ঠিকানা লিখুন। মনে করেন c ড্রাইভের একটি ফাইলের নাম example.txt এবং এটি পেস্ট হবে d ড্রাইভে। এর জন্য লিখুন copy c:/example.txt d:/ । আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তারপরো যদি বুঝতে সমস্যা হয় তাহলে এই লিংকে যেতে পারেন।

কম্পিউটারের সময় দেখা ও তা পরিবর্তন করবেন কিভাবে?

উইন্ডোজে তারিখ বা সময় দেখার জন্য তেমন কিছুই করতে হয় না শুধুমাত্র একবার ঘড়ির দিখে নজর দিলেই হয়। কিন্তু ডস এ এটি হবে না। সব কাজের মত এই কাজের জন্যও কমান্ড ব্যবহার করতে হবে। আর এই কাজের কমান্ডটি হল time এবং Date । সময় দেখার জন্য time লিখে এন্টার চাপুন আর তারিখ দেখার জন্য date লিখে এন্টার চাপুন। এখন প্রশ্ন হল এইগুলো পরিবর্তন করবেন কিভাবে? এর জন্য আপনাকে অন্য কোন কমান্ড ব্যবহার করতে হবে না। শুধুমাত্র time চাপুন সময় পরিবর্তনের জন্য এবং তারপর নুতুন টাইম দেন। আবার ডেইট পরিবর্তনের জন্য date চাপুন এবং নুতুন ডেইট দেন আর এন্টার চাপুন। যদি বিষয়টি বুঝতে সমস্যা হয় এই লিংকে যেতে পারেন।

আজ আর কোনকিছু বললাম না। যদিও বলার ইচ্ছা ছিল কিন্তু Load shedding এর জন্য বলতে পারলাম না। যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় আমাকে বলতে পারেন। আর টিউনটা যদি ভাল লাগে জানালে খুশী হব। টিউনটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

উৎস ও বিস্তারিতঃ- http://www.tfortechnic.blogspot.com

Level 0

আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এভাবে লিংক দেওয়ার কোনো মানে হয়না। পুরোটা এখানেই লিখে দিলে ভালো হত।

    ভাইয়া পুরোটা এখানেই লেখা আছে। আপনি দেখতে পারেন, আমি লিংক দিয়েছি যেন বুঝতে কোন সমস্যা হলে ঐ লিংকটা দেখতে পারেন

@ফাগুন আপনার ফো্ল্ডার তৈরির টিপসটায় সামান্য ভুল আছে। আপনি যদি dos এ কোন path উল্লেখ করে না দেন তাহলে সাধারণত কোন ফোল্ডার তৈরি হয় না। যেমন আপনি বলেছেন c ড্রাইভে software নামে একটি ফোল্ডার তৈরী করার জন্য md software কথাটি লিখতে। কিন্তু এটা current directory এর ক্ষেত্রে কাজ করে। কিন্তু যদি আপনার কারেন্ট ডিরেক্টরি c না থেকে যদি d থাকে তখন আপনার কথাটা ভুল হয়ে যাবে। তাই লিখতে হবে md c:\software. এভাবে আপনি বিভিন্ন ড্রাইভে ফোল্ডার create করতে পারবেন শুধু drive name change করে।

    হ্যা ঠিক বলেছেন। আমি আসলে এটা আর বিস্তারিত বলি নাই কারণ ডস এ ডিফল্ট path সি ড্রাইভেই তাকে। তাই আর বাকিটুকু বলি নাই

All IZZ WELL…………..

Level 0

জব্বর জিনিষ।