এটাই আমার সর্বশেষ টিউন আর এই টিউনের কথাগুলোই হল টেকটিউনস এ আমার সর্বশেষ কথা। আর কেউ আমার টিউন এই টেকটিউনস এ দেখবে না।
আমার পরিচিতি
আমি ফাগুন, সুনামগঞ্জে থাকি। এবার এস.এস.সি. পরীক্ষা দিলাম। ক্লাস ৪ এ কম্পিউটারের সাথে পরিচয়। সত্যিকার অর্থে কম্পিউটার বিষয়ে আমার কোন প্রতিষ্ঠানিক শিক্ষা নেই। এই দীর্ঘ ৭ বছর কম্পিউটারের সাথে জরিত তেকে কিছু কিছু জিনিস শিখতে পেরেছি। আমি নিজের জ্ঞানকে সবার মধ্যে বিলিয়ে দিয়ে আনন্দ পাই। আমার বিষয়ে আর কিছু বলছি না।
এখানে কিভাবে আসা
আমি ইন্টারনেটের সাথে খুব একটা বেশী দিন ধরে জরিত না। মাত্র কিছু দিন হবে। প্রথমে এইসব বাংলা ফোরাম সমন্ধে কোনো জ্ঞানই ছিল না। পরে একদিন আমার এক ভাইয়া ফেইসবুকে এই বাংলা ফোরামের কথা বলেন। আর তখন তেকেই এখনে আশা। কিছুদিন সবার লিখা পরলাম পরে নিজেরও লিখতে ইচ্ছে হল। তাই লিখা শুরো করে দিলাম।
কী উদ্দেশ্য ও লক্ষ নিয়ে আসা
প্রথমেই বলেছি নিজের জ্ঞানকে অন্যের মধ্যে বিলিয়ে দিতে আমার খুব ভাল লাগে। তাই এখানে লিখা শুরু করেছিলাম। আমার ইচ্ছা ছিল প্রথমে কম্পিউটারের বেসিক বিষয়গুলো লিখব, তারপর কিছু গুরত্বপূর্ণ সফটওয়্যার নিয়ে কিছুটা লিখব আর সব শেষে নিজের কাজের জন্য নিজেই সফটওয়্যার তৈরীর কিছু উপায় বলে দিব। আর আমার উদ্দেশ্য ছিল একটাই নিজের জ্ঞানকে অন্যের মধ্যে বিলিয়ে দেওয়া।
কেন চলে যাচ্ছি?
আমি আমার উদ্দেশ্যগুলো বললাম। কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝতে পারলাম আমার এই উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব নয়। আর আমার আগে জানা ছিল না যে এখানে টিউন করতে হলে প্রথমে ভাষা শিখতে হয়। আর আমি চাই না যে আমার কারণে পরবর্তী প্রজন্ম কোন ভুল শিক্ষা গ্রহণ করুক। তাই চলে যাচ্ছি তবে আমার চলে যাওয়ার কারণে কেউ দায়ী নয়।
সকল টিউনারদের প্রতি আবেদন
সকল টিউনার ভাইয়ারা আপনারা টিউন লিখা চালিয়ে যান। তবে আমি কিছু বিষয়ে টিউন করব বলে কথা দিয়েছিলাম কিন্তু আর পারলাম না। এখন আশা করি আপনারা এই সব বিষয়ে টিউন করে দিবেন আমার হয়ে। আমি একটা মন্তব্যে বলেছিলাম Winrar এর বিস্তারিত কাজ নিয়ে একটা টিউন করব এবং আর একটা টিউনে বলেছিলাম কম্পিউটার হ্যাং এর সমাধান নিয়ে একটা টিউন করব, তা আর করা হল না আশা করি আপনারাই আমার হয়ে এই সকল বিষয়ে টিউন করে দিবেন তাহলে আপনাদের নিকট কৃতজ্ঞ থাকব।
মডা্রেটর ভাইয়াদের প্রতি কৃতজ্ঞতা
ভাইয়ারা আপনাদেরকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা সুন্দর একটি বাংলা ফোরাম করার জন্য। ভাইয়ারা আপনারা আমার অনেক সমস্যা সমাধান করেছেন। তাই আপনাদের প্রতি আমি সর্বদা কৃতজ্ঞ থাকব। আর ভাইয়ারা আমার পূর্বের টিউনগুলো যদি খারাপ হয়ে তাকে এবং সেই টিউনগুলো যদি পরর্বতী প্রযন্মের জন্য যদি ক্ষতির কারণ হয় তাহলে ঐ টিউনগুলো ডিলিট করে দিবেন।
সকলের উদ্দেশ্যে কিছু কথা
আমার সকল ভাইয়া ও আপুদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ভাল তাকবেন এবং সব সময় প্রযুক্তির সাথে থাকবেন।
সবাইকে এই টিউনটি পড়ার জন্য ধন্যবাদ। সবাই ভাল থাকবেন। বিদায়........
সমাপ্ত
আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।
ফাগুন এটা কি আপনি ঠিক বলছেন?আপনার বয়স অনেক কম তাই অভিমানের পাল্লাটাও একটু বেশী।যে যাই বলুক আপনার ভালোর জন্যই বলেছে, এ ভাবে নিলে সমস্যাটা মিটে যায়।ভাইয়া এক পরিবারে থাকলে এমন কিছু হয়েই থাকে তাই বলে চলে যাওয়া?আমি জানি আপনি একজন ভালো মনের মানুষ এবং আপনি চলে যাবেন না এটা আমি অন্তর থেকে বিশ্বাস করি।