আমার সর্বশেষ টিউনের সর্বশেষ কিছু কথা।

এটাই আমার সর্বশেষ টিউন আর এই টিউনের কথাগুলোই হল টেকটিউনস এ আমার সর্বশেষ কথা। আর কেউ আমার টিউন এই টেকটিউনস এ দেখবে না।

আমার পরিচিতি

আমি ফাগুন, সুনামগঞ্জে থাকি। এবার এস.এস.সি. পরীক্ষা দিলাম। ক্লাস ৪ এ কম্পিউটারের সাথে পরিচয়। সত্যিকার অর্থে কম্পিউটার বিষয়ে আমার কোন প্রতিষ্ঠানিক শিক্ষা নেই। এই দীর্ঘ ৭ বছর কম্পিউটারের সাথে জরিত তেকে কিছু কিছু জিনিস শিখতে পেরেছি। আমি নিজের জ্ঞানকে সবার মধ্যে বিলিয়ে দিয়ে আনন্দ পাই। আমার বিষয়ে আর কিছু বলছি না।

এখানে কিভাবে আসা

আমি ইন্টারনেটের সাথে খুব একটা বেশী দিন ধরে জরিত না। মাত্র কিছু দিন হবে। প্রথমে এইসব বাংলা ফোরাম সমন্ধে কোনো জ্ঞানই ছিল না। পরে একদিন আমার এক ভাইয়া ফেইসবুকে এই বাংলা ফোরামের কথা বলেন। আর তখন তেকেই এখনে আশা। কিছুদিন সবার লিখা পরলাম পরে নিজেরও লিখতে ইচ্ছে হল। তাই লিখা শুরো করে দিলাম।

কী উদ্দেশ্য ও লক্ষ নিয়ে আসা

প্রথমেই বলেছি নিজের জ্ঞানকে অন্যের মধ্যে বিলিয়ে দিতে আমার খুব ভাল লাগে। তাই এখানে লিখা শুরু করেছিলাম। আমার ইচ্ছা ছিল প্রথমে কম্পিউটারের বেসিক বিষয়গুলো লিখব, তারপর কিছু গুরত্বপূর্ণ সফটওয়্যার নিয়ে কিছুটা লিখব আর সব শেষে নিজের কাজের জন্য নিজেই সফটওয়্যার তৈরীর কিছু উপায় বলে দিব। আর আমার উদ্দেশ্য ছিল একটাই নিজের জ্ঞানকে অন্যের মধ্যে বিলিয়ে দেওয়া।

কেন চলে যাচ্ছি?

আমি আমার উদ্দেশ্যগুলো বললাম। কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝতে পারলাম আমার এই উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব নয়। আর আমার আগে জানা ছিল না যে এখানে টিউন করতে হলে প্রথমে ভাষা শিখতে হয়। আর আমি চাই না যে আমার কারণে পরবর্তী প্রজন্ম কোন ভুল শিক্ষা গ্রহণ করুক। তাই চলে যাচ্ছি তবে আমার চলে যাওয়ার কারণে কেউ দায়ী নয়।

সকল টিউনারদের প্রতি আবেদন

সকল টিউনার ভাইয়ারা আপনারা টিউন লিখা চালিয়ে যান। তবে আমি কিছু বিষয়ে টিউন করব বলে কথা দিয়েছিলাম কিন্তু আর পারলাম না। এখন আশা করি আপনারা এই সব বিষয়ে টিউন করে দিবেন আমার হয়ে। আমি একটা মন্তব্যে বলেছিলাম Winrar এর বিস্তারিত কাজ নিয়ে একটা টিউন করব এবং আর একটা টিউনে বলেছিলাম কম্পিউটার হ্যাং এর সমাধান নিয়ে একটা টিউন করব, তা আর করা হল না আশা করি আপনারাই আমার হয়ে এই সকল বিষয়ে টিউন করে দিবেন তাহলে আপনাদের নিকট কৃতজ্ঞ থাকব।

মডা্রেটর ভাইয়াদের প্রতি কৃতজ্ঞতা

ভাইয়ারা আপনাদেরকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা সুন্দর একটি বাংলা ফোরাম করার জন্য। ভাইয়ারা আপনারা আমার অনেক সমস্যা সমাধান করেছেন। তাই আপনাদের প্রতি আমি সর্বদা কৃতজ্ঞ থাকব। আর ভাইয়ারা আমার পূর্বের টিউনগুলো যদি খারাপ হয়ে তাকে এবং সেই টিউনগুলো যদি পরর্বতী প্রযন্মের জন্য যদি ক্ষতির কারণ হয় তাহলে ঐ টিউনগুলো ডিলিট করে দিবেন।

সকলের উদ্দেশ্যে কিছু কথা

আমার সকল ভাইয়া ও আপুদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ভাল তাকবেন এবং সব সময় প্রযুক্তির সাথে থাকবেন।

সবাইকে এই টিউনটি পড়ার জন্য ধন্যবাদ। সবাই ভাল থাকবেন। বিদায়........

সমাপ্ত

Level 0

আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফাগুন এটা কি আপনি ঠিক বলছেন?আপনার বয়স অনেক কম তাই অভিমানের পাল্লাটাও একটু বেশী।যে যাই বলুক আপনার ভালোর জন্যই বলেছে, এ ভাবে নিলে সমস্যাটা মিটে যায়।ভাইয়া এক পরিবারে থাকলে এমন কিছু হয়েই থাকে তাই বলে চলে যাওয়া?আমি জানি আপনি একজন ভালো মনের মানুষ এবং আপনি চলে যাবেন না এটা আমি অন্তর থেকে বিশ্বাস করি।

কেন চলে যাবেন? চলে যাওয়া কোন সমধান না। থেকেই আপনার সমস্যার সমাধান করুন। আর প্লিজ চলে যাবেন না, টিউন করুন। আর কেউ না হোক আমি আপনার টিউনের আশায় থাকব।

ফাগুন,


আমি মনে করি যাওয়া উচিত না। কে কি বললো সেটায় মাথা না ঘামানোই ভাল। যার যা ইচ্ছা বলুক তুমি তোমার মতো লিখে যাও। দ্যাটস অল।


যদি এরপরও চলে যাও বলার কিছু নাই। তোমার সিদ্ধান্ত তোমার কাছে।


যদি চলে যাও তাহলে ব্লগস্পট বা ওয়ার্ডপ্রেসে লিখ। খামাখা নিজের প্রতিভা নষ্ট করা ঠিক না।


আমি ফেইসবুকে নক করো সময় পেলে। বাকিটা সেখানেই বলবো।

ভাইয়া আপনার চেয়েও জুনিয়র। তবুও বলছি টেকটিউনস পরিবারে কিছু অবাঞ্চিত কীট-পতঙ্গ আছে, তাদের কথায় মাথা ঘামানো বৃথা। এইতো কিছুদিন আগেও আমাকে একজন মূখস ধারী ভদ্রলোক আমাকে টিউনের প্রতি অনিহা ধরিয়ে দিয়েছিল পরে টিনটিন ভাইয়ের বকাঝকা খেয়ে টিউন করা শুরু করছি। না হইলে তো আমি আপনার মত মন ভাঙ্গা উদাসীন বলক হইতাম…

মন খারাপ থাকলে মেইল করে আপনার ফোন নম্বরটি পাঠিয়ে দিন। ১০০% মন ভাল করার ঔষধ দিমু নি।

    টেকটিউনস পরিবারে কিছু অবাঞ্চিত কীট-পতঙ্গ আছে- মানেটা কি? এখানে কীট-পতঙ্গ (শব্দটা অশালিন মনে হচ্ছে না )আসলো কোথা থেকে?
    তারা কারা? একজন মূখস ধারী ভদ্রলোক টি কে? পরস্কিার করে বল। জানততে চাই। তোমার মত বড়মাপের টিউনার টিউনের প্রতি অনিহা ধরিয়ে দিয়েছিল?

    অবাঞ্চিত কীট-পতঙ্গ বলার কারনঃ

    এদের স্বভাব কিছুটা কাপুরুষের মতন। এরা কেবল মাত্র কমেন্ট করে এবং নিন্দনীয় কমেন্টের মাধ্যমে মানুষের মন ভেঙ্গে দেয়। প্রথম অবস্থায় আমার কিছু ফল্ট নিয়ে একজন টিউনার টিউন করেছিলেন। তার বোঝা উচিৎ ছিল আমি তার বয়সের অর্ধেকের কম। পরে সে নিজেকে সত্য বাদী এবং স্টেক কাট লোক বলে নিজেকে পরিচিত করেন। আসলে তিনি একজন অতি শিক্ষিত মূর্খ ব্যক্তি কারন এই সত্য বাদী এবং স্টেক কাট লোকটির জানা নেই যে অন্য একজন জুনিয়র সদ্য টিউনারের মনে আঘাত পেতে পারে। এই অবাঞ্চিত কীট-পতঙ্গরাই প্রকৃত কালো মূখস ধারী ভদ্রলোক।

    আলমাস আপনার সাথে একমত হতে পারলাম না। টেটি অনেক টাইপের ভিজিটর, টিউনার আসেন, কাকে আপনি অতি শিক্ষিত মূর্খ ব্যক্তি বোঝাতে চেয়েছেন আমি জানিনা তবে টেটি দেখলাম কোন টিউনারের সমালোচনা করার পর সাধারনত: টিউনস ছেড়ে চলে যেতে চায় এটা কেন? সমালোচনাগুলো কি সমাধান করে ফেললে সবার মঙ্গল হযনা? আপনি বলছেন “তার বোঝা উচিৎ ছিল আমি তার বয়সের অর্ধেকের কম।” তাহলে আপনি তার সম্বন্ধে যে কমেনটস করেছেন এটা কি আপনার উচিত হয়েছে? তার কমেন্টসে যদ তোমার খারাপ লেগে থাকে তাহলে সেই ভুলতো তুমি করলে তাই না? যাক সবার ভুলবোঝাবুঝির অবসান হউক এই প্রত্যাশা সকলের কাছে।

    আলমাস আপনার সাথে একমত হতে পারলাম না। টেটি অনেক টাইপের ভিজিটর, টিউনার আসেন, কাকে আপনি অতি শিক্ষিত মূর্খ ব্যক্তি বোঝাতে চেয়েছেন আমি জানিনা তবে টেটি দেখলাম কোন টিউনারের সমালোচনা করার পর সাধারনত: টিউনস ছেড়ে চলে যেতে চায় এটা কেন? সমালোচনাগুলো কি সমাধান করে ফেললে সবার মঙ্গল হযনা? আপনি বলছেন “তার বোঝা উচিৎ ছিল আমি তার বয়সের অর্ধেকের কম।” তাহলে আপনি তার সম্বন্ধে যে কমেনটস করেছেন এটা কি আপনার উচিত হয়েছে? তার কমেন্টসে যদ তোমার খারাপ লেগে থাকে তাহলে সেই ভুলতো আপনি করলেন তাই না? যাক সবার ভুলবোঝাবুঝির অবসান হউক এই প্রত্যাশা সকলের কাছে।

    Ke ki bollo ta bhaibo na shobia bolboi …………..prithibite onek mind er lok ache……….tader jonno amra tune theke bonchito hobo ken???????????? Tumi ki mone koro ? unara shudhu bolbai but akta bhalo tune korte parbena…………sob bad dao r ichcha hole amare add koro [email protected]

ফাগুন মনটা খারাপ করে দিলা দোস্ত। এটা মোটেই ঠিক কাজ করলা না। কে কি বলল এটা নিয়ে মাথা না ঘামানোই উচিত। একটা বিষয় তোমাকে বলি, তোমার আর আমার মধ্যে অনেক মিল আছে। আমিও ঠিক তোমার মতই প্রথমে ঝড়ের বেগে টিউন করি (যেটা তুমি হউতো টেক-নিউজে পড়েছ) তারপর তোমার মতই অবস্থা টেকটিউন ছেড়ে দিতে চাইলাম(বুঝতেই পারছ কেন), মামুন ভাইয়া বুজাইলেন আমি আবার আসলাম। তো একটা কথায় বলতে চাই পরের কটু কথার কারণে তুমিতো তোমার প্রতিভা নষ্ট করতে পারো না। তোমার মত আমিও কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা পাইনি কিন্তু পার্থক্য একটাই আমার কম্পিউটার বিষয়ক বয়স ৩ আর তোমার ৭। ফিরে ফিরে এসো ভাই, দুজন একসাথে টিউন চালিয়ে যায়। তোমাকে যদি ফেসবুকে পাই তাহলে ডিটেইল বলব।

ভাই আপনি কি ক্রিকেটার রকিবুলের মতন আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন নাকি উনি কিন্তু পরে উনার ভুলটা বুঝতে পেরেছে.আশা করি আপনিও এই ভুলটা করবেননা,চলে যাওয়া কোনো সমাধান নয় বরং নিজেকে আরো মেলে ধরুন ভালো ভালো টিউন কেরে অন্যের উপকারে আসুন,আর যদি আপনার ভান্ডার শেষ হয়ে থাকে তাহলে বেশি কিছু বলবনা পালনাটাই মনে হয় সহজ উপায়.ভালো থাকবেন.

আপনারা সবার প্রথমে এই টিউনটা দেখেন।
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/22139/

এখানে রিপন says:
১ এপ্রিল, ২০১০ at 8:53 অপরাহ্ন

অনলাইনে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ দেখছে ১২ লাইনের একটি টিউনে একজন বাংলাদেশী বাঙালীর ১ ডজন বানান ভুল হয়। চক্ষু বন্ধ করে একবার ভাবুন তো কী লজ্জা !

এম ইয়াকুব says:
১ এপ্রিল, ২০১০ at 9:57 অপরাহ্ন

ফাগুন রেইন, S.S.C পরীক্ষার্থী
২২ মার্চ, ২০১০ প্রথম টিউন(সম্ভবত:)
* 19 টিউন
* 152 মন্তব্য
এটা হলো বর্তমান স্ট্যাটাস উপরোক্তো টিউনার এর।
আমরা কি এখনো বলতে পারি সে নতুন টিউনার?
বানান সংক্রান্ত সমস্যা এটাতো ইচ্ছে করলেই বোধ হয় সমাধান করা সম্ভব।
S.S.C তে বাংলা ছিল না? বাংলায় কি এই পরিমান ভুল করলে মার্কস……….. কত……..?
টিউনস এর মান নিয়ে নাই বল্লাম!!
টিউন এর কোয়ান্টিটি কি খুব বেশী প্রয়োজন———- কোয়ালিটিকে কি আমরা গুরুত্ব দিতে পারি না?
আমি জানি না এডমিনগন টিউনগুলো আসলেই দেখে কিনা?
যাক এই কথাগুলো তোমার ভালো লাগবে না, তার পর বলি তোমার পরে নতুন টিউনার আসছে আসবে তখন সবাই এই ভুল গুলো ফলো করবে যা কারো কাম্য নয়। তাই আমি চাই তুমি তোমার এই ছোটখাট দূর্বলতা গুলোর দিকে নজর দিবে এবং আরো ভালো এবং নির্ভুল টিউন করবে এটাই তোমার কাছে আমার প্রত্যাশা।
রিপন এর কমেন্টসটা লক্ষ্য কর?
ধন্যবাদ।

@@@@

সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্য ও says:
২ এপ্রিল, ২০১০ at 1:33 পুর্বাহ্ন

ফাগুন রেইন তো মনে হয় ফোনেটিক ভাষা ব্যবহার করে। এম ইয়াকুব ভাই যর্থাথই বলেছেন, তুমি ওনার কথা posative mind এ নিয়ে লেখা শুরু করলে অনেক দূর আগাতে পারবে। যদি negative mind এ নাও, ধরে নাও তোমার এখানেই সমাপ্তি।

@@@@

সজীব রহমান says:
২ এপ্রিল, ২০১০ at 7:09 অপরাহ্ন

“লেখায় বানান যতই ভুল হোক না কেন, পড়ুন তা কষ্ট করে।“ শিরোনামটা এরকম হলেই মনে হয় যুক্তি সংঙ্গত হত। চলুন দেখে আসি আপনার বানান ভুলের সংখ্যা কত।

মোট বানান ভুল সংখ্যা ১০টি।

সঠিকটা বোধ হয় আপনি জানেন না। তাই আপনার কাছে উপরের মন্তব্যের মত মন্তব্য যাতে না আসে সেই সুবিধার্থে আমি নিচে বানান গুলো আপনার জন্য ঠিক করে দিলাম। যদি আপনার সত্যিই সঠিক বানান জানা না থাকে তাহলে মন্তব্যটা কাজে আসবে আর যদি জেনেই ভুলগুলো আপনি করেন তাহলে বলার কিছুই নেই। তো আশা করি সঠিক বানান গুলো আপনি এডিট করে দিবেন।

1. ‘আল্লাহ তাআলার’- শুদ্ধ বানান- আল্লাহু তায়ালা;
2. ‘বুধ’- আমার মনে হয় উনি ‘বোধ’ বোঝাতে চেয়েছেন;
3. ‘নির্বেজাল’- শুদ্ধ বানান- ‘নির্ভেজাল’;
4. ‘ডাওনলোড’- শুদ্ধ বানান- ডাউনলোড (যদিও ইংরেজী শব্দ, তারপরেও এটা বেশ প্রচলিত বানান);
5. ‘জামেলা’- এটা কি ‘জুমলা’, না কি ‘ঝামেলা’?;
6. ‘ছোক’- কি হবে বুঝতে আমার ২ মি. সময় লাগছে, মনে হয় ‘ এটা চোখ’ হবে;
7. ‘তাকে’- বানানটাতো ঠিক, কিন্তু মনে হয় ‘থাকে’ বুঝাতে চেয়েছেন;
8. ‘যানেন’- শুদ্ধ বানান- ‘জানেন’;
9. ‘কথ জামেলা পুশাতে’- নিজেই বুঝতে পারিনি তো ঠিকটা বলব কিভাবে;
10. ‘তেকেই’- শুদ্ধ বানান- ‘থেকেই’।

আর একটি বানান কয়বার ভুল করেছেন সেটা তো লিখলাম না।
পরিশেষে একটা কথা, যদি আপনি বাংলা টাইপিং ভালো না জানেন, তাহলে তা টিউনের শেষে বলে দিবেন। এরকম মন্তব্য আর আসবে না।
আশা করি মন্তব্যের Negative দিকটা না নিয়ে Positive দিকটাই নিবেন।

    আমার মনে হয় এই কমেন্ট্স গুলো ফাগুনের ভালোর জন্যই করা হয়েছে।

    তুমি চলে যাচ্ছ, এর মানে সব গুলো কমেন্টকে তুমি negative mind এ নিয়েছ। কিন্তু কেন?
    এরা কি কেও তোমার সমালোচনা করেছে? বরং তোমার ভুল গুলো ধরিয়ে দিয়েছে।
    তারা কেও কি তোমার খারাপ চেয়েছে? বরং ভাল চেয়েছে ।
    কেও কি তোমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে ?
    তোমার ভাল কি কেও চাইতে পারে না,আর সেই ভুলটাকে ঠিক করার জন্য কি কেও ঘটনমুলক সমালোচনা করতে পারে না?

    একটা কথা মনে রাখবে, যারা সমালোচনা বেশি করেছে তারাই বলেছে এই সমালোচনাকে posative mind এ নিয়ে এগিয়ে যেতে। এর মানে হল, সমালোচনাকারী
    তোমার ভাল চেয়েছে।

    আজ যদি তুমি কষ্ট পেয়ে চলে যাও মনে রাখবে এটা জীবনের বড় ভুল করছ। জীবনের প্রতিটি ক্ষেত্রে কেও না কেও তোমাকে কাজের পথে বাধা দিবে, সে সব বাধাকে
    কিভাবে কাটিয়ে চলে নিজের পথে নিজে চলতে পারবে তার অনুশীলন এখন থেকে করতে হবে। জীবনে যত সমস্যা আসে ততই ভাল,কারন নতুন নতুন challenge
    মোকাবেলা করতে পারবে, তাতে অভিজ্ঞতা হবে তত বেশি।

    কোন মন্ত্রী যদি কোন কাজ ঠিক মত না করতে পারে তাহলে পত্রিকায় কত সমালোচনা হয় দেখেছ?
    এর জন্য কি আমাদের মন্ত্রীদের পদত্যাগ করতে দেখেছ? বরং তারা ভুল গুলো ঠিক করার চেষ্টা করে।

    তুমি যখন varsity তে পড়তে যাবে , বড় ভাইয়ারা তোমাকে রেগ দিবে, তাই বলে কি তুমি varsity ছেড়ে চলে যাবে ?
    যদি কোন চাকুরি করতে যাও boss খালি ধমক দিবে , তাই বলে কি চাকরি ছেড়ে দিবে ?
    আজ যদি চলে যাও মনে রাখবে তোমার জীবনে দুরগতি আছে। তাই অনুরোধ করব চলে যেও না।
    আমরা বিশ্বাস করি, তুমি পরাজিত সৈনিক না, এই কথাটা পরবর্তী টিউনের মাধ্যমে প্রমান কর।
    সব শেষে বলব , ” কাভি আলবিদা না কেহনাহ !!! “

    উপরোক্তো কমেনটস গুলোর জন্যই কি এত অভিমান, বোকা ছেলে। এগুলো পিছনে ফেলে সামনে এগিয়ে যাও। আমি শোয়েব এর কথার সাথে একমত। তবে উপরোক্তো সমস্যা গুলোর কথা মাথায় রেখ।

প্লিজ আপনি টিউন করা চালিয়ে যান… চলে যাওয়া মানে এসবের সমাধান না। আশা করি আপনি আমাদের রিকুয়্যাষ্ট রাখবেন 🙁
আর ভাইয়া মনে রাখবেন টেকটিউনে অনেক ধরনের মানুষের আশা যাওয়া, একেক জনের একেক টাইপ মাইন্ড
কে কি বলল তা দেখার সময় নেই… কারো কথায় মন খারাপ করলেন আর
তাই বলে নিজে পরাজয় মেনে নিয়ে চলে যাওয়া এটা বড় বোকামী।

চলে যাওয়া কোন সমাধান হতে পারে না। বরং আপনার ভুলগুলো শুধরে নিয়ে টিউন করুন।
আমার মনে হয় এই কমেন্ট্স গুলো ফাগুনের ভালোর জন্যই করা হয়েছে। একমত @ শোয়েব
ধন্যবাদ। ভাল থাকবেন।

ভাই , আমি টেকটিউনস এর সবচেয়ে ছোট টিউনার । আমরা চাই আপনারা টিউন করুন । আর আপনাকে কে কি বলল সে বিষয়ে মাথা ঘামাবেন না । বানান শুদ্ধতার বিষয়ে , সবারই বাংলা লিখতে কম্পিউটার থেকে কষ্ট হয় । আমি প্রায় লিখতেই পারি না । আমি এখন মোবাইল থেকে বাংলা লিখছি । আর কিছু কিছু মানুষ আছে , যাদের জন্য অনেক মানুষই এখান থেকে চলে গেছে , যদিও সংখ্যা টা অনেক কম । আশা করি আপনি টেকটিউনস পরিবারেই থাকবেন । লিখে যান । বানান বড় কথা না ।

ভাই, অভাবে চলে যেতে নেই।

Level 0

দেখ চলে যেতে চাইলে কেউ তোমাকে তো আর আটকাতে পারবে না ।
তবে আমি মনে করি, মানুষ মাত্রই তো ভুল, আর ভুল না করলে তো সঠিক পথ খুঁজে পাওয়া মুশকিল ।
তোমার লেখায় বানান ভুল,, এখন এখানে যারা আছেন সবাই তোমার বন্ধু, ভাইর মতন,
তারা তোমার তো মঙ্গল কমনা করতেই পারে ? আর তোমার কোথায় ভুল হয়েছে, সেটা যদি comment না করে তাহলে তোমার যে ভুল হয়েছে, তুমি বুঝবে কিভাবে ।
আশা করি, তুমি না যেয়ে লেখার সময় বানানের দিকে একটু খেয়াল রাখবে । তাহলে দেখবে তুমি একজন সার্থক টিউনার হিসেবে সবার সামনে পরিচিতি লাভ করবে । 😆

fvB †K‡bv Avgv‡`i mv‡_ Ggb Ki‡Qb|
fyj‡Zv gvbyl K‡i Avevi gvbyl Zv ms‡kvab K‡i|
Zviv Avcbvi fyj awi‡q‡Q wVK Av‡Q| wKš‘ Avcbvi mv‡_ e¨envi K‡i‡Q fyj| ZvB e‡j AvcwbI Avgv‡`i mv‡_ fyj e¨envi Ki‡eb| Avkv Kwi Avcbvi wPš—v kw³ A‡bK my›`i….

ফাগুন,
ভাই, তুমি কিন্তু হেরেই গেলে। নিন্দুকের কথায় অভিমান করে নিজের পথ থেকে সরে দাড়ালে তোমাকেই সবাই কাঁপুরুষ বলবে। আর যারা তোমার ভূলের ব্যাপারে কথা বলেছে, তারা তো তোমার উপকারই করেছে। ভূল সংশোধন না করলে তুমি খাঁটি হবে কি করে, বলো? তোমার বয়স কম। সামনে অনেকটা পথ তোমাকে পাড়ি দিতে হবে। অভিমান করে নিজেকে লুকিয়ে রাখলে কোন দিনই ভাল কিছু করতে পারবে না। নিজের কাজ দিয়ে সবাইকে দেখিয়ে দাও যে, তুমি কারো কথায় ভেঙ্গে পড়োনি। আমরা সবাই তোমার সাথে আছি। ভূল হলেও টিউন করে যাও। আস্তে আস্তে এক সময় তুমি ঠিকই শুদ্ধ টিউন করতে পারবে।
চলে যেওনা ভাই, প্লিজ। আমরা তোমার টিউনের অপেক্ষায় রইলাম।

ফাগুন, তুমি যদি কাপুরুষ ও ভীতু হয়ে থাক তাহলেই তুমি এই টেকটিউনসে টিউন করবেনা । আর যদি তুমি এখানে টিউন কর তাহলে বুঝব যে তুমি কাপুরুষ ও ভীতু নও । তুমি একজন সাহসী ও উদ্যোমী যুবক, যে সকল বাধা ও বিপত্তিকে অতিক্রম করে সফলতার অর্জন করতে পারে । আমি আশা করব তুমি দুই-একদিনের মধ্যে এখানে টিউন করে সকলকে দেখিয়ে দাও যে তুমিও কারো থেকে কম নও । তোমার প্রতি শুভ কামনা রইল ।

ভাই ঠিক কাজই করছেন টেকটিউনস মাঝে মাঝে মানুষকে যে ভাবে আঘাত করে এতে থাকা খুব কঠিন। দামে উইঠা গেছেতো তাই পিছন ফিরে তাকায়না। ভাই কষ্টা নিয়েন না গুতা দেয়ার পর মালিষ কারাই আসলে বাংলা ব্লাগ গুলার কাজ।

আমার মনে হয় না চলে গিয়ে আরো ভালো ভালো টিউনস করে যারা খারাপ বলছে তাদের দেখিয়ে দেয়া উচিত………..

আসলে কি বলব বুঝতে পারছি না।অভিমান থাকাটা স্বাভাবিক,কিন্তু সেটা কন্ট্রোল করতে পারাটা ভাল নয় কি!টেকটিউনসে প্রতিদিন অনেক ভিজিটর আসে;অনেক অনেক টিউন হয়,অনেক অনেক কমেন্টস হয়।যারা টিউন করে তাদের মাথায় চলে এক চিন্তা,আবার যারা কমেন্ট করে তাদের থাকে অন্য চিন্তা।আর যারা চুপ-চাপ দেখে চলে যায় তাদের ভাবনা অন্য কিছু :p।তবে যাই হোক ভাইয়া,সব মানুষ কিন্তু একরকম হয় না।এটা আমিও মানি এবং আপনিও।তাই সবার কথা বলার ধরণও এক হয় না।এমনটাও আমরা দেখি যে অনেকের স্বভাব হলো শুধু ভুল খুঁজে বের করা।তবে কেউ ভুল খুঁজে বের করলে লাভ বরং আপনারই বেশি,আর এটাই সবচেয়ে মজার ব্যাপার :D।কারণ,তার বদৌলতে আপনি আপনার ভুল সংশোধনের বড় সু্যোগ পেলেন!!আপনি কিন্তু ভবিষ্যতের জন্য আরো সচেতন হয়ে গেলেন! হা হা হা ! অনেক বড় উপকার হলো আপনার এই খুশিতেই টেকটিউনসে থেকে যাচ্ছেন না কেন?? 🙁 আরেকবার ভেবে দেখেনই না আমাদের দিকে তাকিয়ে।
এবার আমার অভিজ্ঞতা থেকে বলি,আমার প্রথম টিউনে এক ভাইয়ের কমেন্টে আমার খুব কষ্ট লেগেছিল।যদিও ওই ভাইয়ের কমেন্ট অতো কষ্টদায়ক ছিল না,তবুও আমি বলেছিলাম যে ওটা আমার প্রথম টিউন তাই ওরকম কমেন্ট আশা করিনি।আমি তখন কিন্তু একবার ভেবেছিলাম যে আর টিউন করব না,কি লাভ শুধু শুধু অন্যের বাঁকা কথা শুনে!পরে ভাবলাম যে,”ধুর,ওনার কথা বলার ধরণই এমন।রাগ করে কোনো লাভ নেই।”তখন থেকে ভাবলাম ওনার উপর রাগ করে আমার আসলে অনেক ক্ষতি হয়ে যাবে,টেকটিউনসে আমার শিখতে আসাই মাটি হবে :p
অনেক কিছু বলে ফেললাম।ভুল হলে মাফ করবেন।আপনার ফিরে আসায় অপেক্ষা করছি। 🙂

সজীব রহমান সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্য ও এম ইয়াকুব রিপন আপনারা খুব ভাল মনের লোক নন তা কেউ কিন্তু প্রথমেই শিখে না
ফাগুন ভাই কিন্তু এসবের বাইরে নন । উনাকে আপনাদের উ্যসাহ দেয়া উচিত ছিল। ফাগুন ভাই যাবেন না । আপনি থাকেন এবং এদের দেখাইয়া দেন যে
আপনি উনাদের চাইতে ভাল টিউন করতে পারেন। ফাগুন ভাই প্লিজ যাবেন না।

    শোনেন কমেন্ট ঠিক মত না পড়ে কথা বলা উচিত নয়। আমি ঐ দিন ফাগুন রে কি কমেন্ট করচি দেখচেন?

    সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্য ও says:
    ২ এপ্রিল, ২০১০ at 1:33 পুর্বাহ্ন

    ফাগুন রেইন তো মনে হয় ফোনেটিক ভাষা ব্যবহার করে। এম ইয়াকুব ভাই যর্থাথই বলেছেন, তুমি ওনার কথা posative mind এ নিয়ে লেখা শুরু করলে অনেক দূর আগাতে পারবে। যদি negative mind এ নাও, ধরে নাও তোমার এখানেই সমাপ্তি।

    **** এই কমেন্ট কেন করছি জানেন? ফাগুন যেন রিপন,এম ইয়াকুব ভাই এর কথায় কষ্ট না পায়।
    আর আপনি আমারে কি কমেন্ট দিলেন ? আমি নাকি ভাল না, ভাল মনের লোক না !!!!

    আপনি আমার কমেন্ট গুলো ভাল ভাবে পড়ে দেখেন, তারপর বিচার কইরেন, পারলে সরকারের মত ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেন, তারপর কন যে
    আমি ভাল মনের লোক না।

STAY TUNED……..GREAT MAN,
DON’T GO LIKE BEATEN SOLDIER,
STAY LIKE OUR GREAT FREEDOM
FIGHTERS.

ফাগুন রেইন যারা তোমার বাংলা বানান নিয়ে যারা কথা বলে তাদের প্রতি আমার একটা কথা হলো যে আপনারা যে এই ছেলেটার বানানের দিকটাই ধরলেন কিন্ত ওর আতো সময় নিয়ে টেকটিউনসে টিউন করার কোনো উৎসাহমূলক কথা বললেন না ।এটা কেমন বিচার ।
আমি তোমার কথার সাথে একমত “আমরা অন্যের দোষকে বড় করে দেখি, কিন্তু কারো ভালদিকে একবারো তাকাই না যার কারণ আমরা বাঙ্গালি। তাই আমাদের কোনো দিন উন্নতি হয় না।”
(আমার মনে হয় যারা একজন টিউনার নিয়ে বাজে কথা বলে তারা নিজেরাতো কোনো টিউন করেই না বরং নতুন টিউনারদেরকে টিউন করা থেকে বিরত রাখে)
যাই হোক তুমি ওইসব নিন্দুকের কথা মনে না রেখে নতুন উদ্দমে টিউন করে যাও । ধন্যবাদ ।
আল্লাহ হাফিজ ।

ভাই যাবেন না প্লিজ।

http://AllFreeVideo.tk

জানি না কিসের মায়ায় আর যেতে পারলাম না। তবে তাও জানি না কত দিন এখানে থাকতে পারব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আশা করি আপনারা আগামিতে আরো ভাল টিউন পাবেন। তবে একটা কথা বলি কখনো কারো বিরুদ্ধে কথা বলে কেউ কোনো দিন বড় হতে পারে নাই। মানুষের পক্ষে কথা বলেই সে তার মন জয় করতে পারে। আর আমি অনেক টিউনারদের দেখেছি, তারা শুধু খারাপ মন্তব্য ছাড়া কিছুই জানেন না। আমার প্রশ্ন হল একটা আপনারা হয়তবা আমার টিউনটা খারাপ কিছু দেখেছেন তাই খারাপ মন্তব্য করলেন কিন্তু অন্য যাদের টিউন দেখলেন তাদের টিউনে একটা ভাল মন্তব্য নাই বা করেন একটা ধন্যবাদ দিলে কী কোণ ক্ষতি হয়ে যায়। এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। জানি না তাদের জানা আছে কি না, তবে যদি কেউ এই প্রশ্নের উত্তর জানেন তাহলে অনুগ্রহ করে জানাবেন প্লিজ। সবাইকে ধন্যবাদ, আর এই প্রশ্নটির আশায় বসে থাকলাম।

    অসংখ্য ধন্যবাদ।

    ” কাভি আলবিদা না কেহনাহ !!! “

    ছবিটা দেখেছ? একটুও সুন্দর নাই, কিন্তু dialog টা তোমার জন্য perfect.

    ( আমিও একমত। ভাল টিউন গুলোতে কমেন্ট খুব কম আসে )

    ফাগুন অনেক ধন্যবাদ আবার ফিরে আসার জন্য।দেখ মানুষ ভুল করে এটা যেমন সত্য তেমনি সেই ভুল গুলো সঠিক করে শুধরিয়ে দেয়াও কিন্তু অন্যদের কাজ এবং দায়িত্ব।হয়ত সেটা এক এক জনের কাছে এক এক রকম।আমরা সেই কাজটি করেছি।পজেটিভ ভাবে ব্যাপারটাকে ভাবার জন্য আবারও তোমাকে ধন্যবাদ।টিউন কর এগিয়ে যাও।পড়ে পড়ে মার খাওয়ার জন্য এ দুনিয়া নয়।সমালোচনা আর আলোচনা দুটোই প্রয়োজন আছে জীবনে।আশা করে বুঝেছ।তোমার অসমাপ্ত টিউন গুলো করে ফেল।ভালো থাকবে।

প্রথমেই ফাগুন রেইন ভাইকে অসংখ্য ধন্যবাদ, ফিরে আসার জন্য। তবুও আপনার শিক্ষার জন্য আমি একটি কথা বলতে চাই-
আমি ২০০২ সালে ঢাকা শহরের মধ্যম সারির একটি কোম্পানীতে চাকুরী নেই। চাকুরীর কিছুদিন পর আমার কাজে অসন্তুষ্ট হয়ে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক চিৎকার করে বলেছিলেন “বেয়াদব”। জবাবে বলেছিলাম “জ্বী স্যার”। আবার, দ্বিতীয় বার ভুলের জন্য বলেছিলেন “অফিস থেকে বের করে দিবেন”। বলেছিলাম “জ্বী স্যার”, আর মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, হারবো না আমি, হেরে যাওয়াটা কাপুরুষের কাজ। তৃতীয় বার অফিসের মিটিং এ ব্যবস্থাপনা পরিচালক বলেছিলেন, আমার অফিসে যদি কোন বিশ্বস্ত অফিসার থেকে থাকেন তাহলে একমাত্র “ব্যতিক্রমই” (ছদ্মনাম) আছেন। আমি যেদিন ঐ কোম্পানী থেকে চলে আসি আমার শ্রদ্ধেয় ব্যবস্থাপনা পরিচালক আমার জন্য কেঁদেছিলেন।

Level 0

ফাগুন রেইন ভাই, খবর কি?????? প্রথমে লিখা পরে মন খারাপ হয়ে গিয়ে ছিল,পরে পরলাম ফিরে এসেছেন ভাল লাগল। আর পাছে লোকে কিছু বলে ………
ধন্যবাদ, ফিরে আসার জন্য!!!!!!!!!!!

Faghun bhai mone rakhben * many man many minds * aapnar je tune korar kotha chilo ta koren amra dekhte chai……banan aktu thik korben but bujhte parlai cholbe………bujhar jonno ja korar tai korben ……….amar bangla lekha english e likhchi bhul hoite pare………..but bujhchen kina setai main………… bhalo thakben r amader jonno tune koren……..ami tune korte pari na but onek upokar paichi………

vai achen apni?stay connected