সবাই কেমন আছেন। আশা করি ভাল। অন্যান্য টিউনের মত আমি আজকের টিউনেও কম্পিউটার সংক্রান্ত একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আসা করি এটি আপনাদের উপকারে আসবে। এখন আর কথা না বারিয়ে চলুন আসল বিষয়ে যাওয়া যাক।
আশা করি শিরোনাম পরেই বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা অনেকেই প্রতিনিয়ত বলে তাকি কম্পিউটার ঠিক মত কাজ করতেছে না। কিন্তু আমরা কী কম্পিউটারকে ঠিক মত কাজ করার ব্যবস্থা করে দেই? আমরা যদি একজনকে কাজ করার মত পরিবেশ তৈরী করে না দেই তাহলে সে কিভাবে কাজ করবে? ঠিক তেমনি আমরা যদি কম্পিউটারকে ঠিক মত কাজ করার পরিবেশ তৈরী করে না দেই সেও ঠিক মত কাজ করতে পারবে না। মনেকরুন আপনি একটি অফিসে কাজ করেন আপনাকে প্রতিদিন ১০০ টা ফাইল দেখতে হয়। আর সপ্তাহ শেষে সেই ফাইলগুলো জমা দিতে হয়। এখন যদি প্রতিদিন পিয়ন এই ১০০ টা ফাইল যেভাবে আনে সেভাবেই পরে তাকে তাহলে আপনি হয়ত প্রথম ২ দিন ঠিকমত কাজ করতে পারবেন। কিন্তু তারপর আর ফাইলগুলো খুজে পাবেন না। পেলেও অনেক সময় দিতে হবে ফাইল খুজার জন্য। আবার আপনি যদি ঐ ফাইলগুলোকে ঠিক্মত সাজিয়ে রাখেন তাহলে ঐ সব ফাইল আপনি এক মুহুতেই পেয়ে যাবেন। তেমনি কম্পিউটারেও যদি ফাইলগুলো এলমেলোভাবে চরিয়ে ছিটিয়ে তাকে তাহলে তা নিয়ে কাজ করতে কম্পিউটারের বেশি সময় লাগাটাই স্বাভাবিক। আর এই বেশী সময় লাগাকেই আমরা বলে তাকি কম্পিউটারের কাজ করার গতি কম।
এখন উপায় কী? কম্পিউটার তো আপনার কথা বুঝবে না। আর আপনিও এই ফাইল গুলোকে হাতে ধরে ধরে ঠিকমত সাজাতে পারবেন না। তবে আপনি এই সব কাজ না করেই এই ফাইলগুলোকে সঠিকভাবে সাজাতে পারবেন। কিন্তু প্রশ্ন হল কিভাবে? হে এই ফাইল সঠিকভাবে সাজানোর কাজটা আপনাকে করে দিবে Disk Defragment প্রোগ্রামটি। এটি কোন ওয়েব সাইটে পাওয়া যাবে? এর জন্য আমার উত্তর হল এর জন্য আপনাকে কোনো কিছুই করতে হবে না। কেননা এটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল হওয়ার সময়ি ইনস্টল হয়ে যায়। তাই এটিকে পাওয়ার জন্য আপনাকে কোনো কাজ করতে হবে না।
এখন আসল কথায় এটি কিভাবে কাজ করবে? এটি আপনার কম্পিউটারের ফাইলগুলোকে সঠিকভাবে সাজিয়ে রাখবে। যাতে সে সহজে যেকোনো ফাইলকে খোজে পেতে পারবে।
এটি দ্বারা কিভাবে কাজ করবেন? এটি দ্বারা আপনি সহজেই কাজ করতে পারবেন। এর জন্য প্রথমে এটিকে চালান। এটিকে চালানোর জন্য Start Button—Program Files—Accessories--System Tools এ যান এবং সব শেষে Disk Defragmenter এ ক্লিক করুন। তারপর এর প্রোগ্রামটি চালু হবে। তারপর যেকোনো একটি ড্রাইভ সিলেক্ট করুন Defragment করার জন্য। এবং Defragment এ ক্লিক করুন। কিছু সময় অপেক্ষা করুন তারপর এটা কাজ সম্পন্ন হয়েছে বলে ফলাফল প্রদশন করবে। তবে এর জন্য অনেক সময় ৪-৫ ঘন্টা সময়ও লাগতে পারে। এর বিষয়ে বেস্তারিত জানতে পারবেন এখানে ভিজিট করে। তবে বলে রাখি যদি আপনি উইন্ডোজ ভিসটা ব্যবহার করেন তাহলে এর কায্পদ্ধতি একটু ভিন্ন হবে। ভিসটাতে Defragment টি বিস্তারিত বললাম না। যদি ভিসটাতে Defragment বিষয়টি জানতে আগ্রহী হোন তবে এই লিংকে যেতে পারেন।
আশাকরি সবাই এই বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে তাকে তাহেলে ক্ষমাপূবক দৃষ্টিতে দেখবেন। এই টিউনটি পরার জন্য আপনাকে ধন্যবাদ।
উৎস ও বিস্তারিতঃ- http://www.tfortechnic.blogspot.com
আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।
শিরোনামে “কাজের গতি হবে।”