আপনারা সবাই কেমন আছেন? আসা করি সাবাই ভাল আছেন। আমি আপনাদের সামনে আজ এমন এক বিষয় নিয়ে এসেছি যার নাম শুনলে অনেকে ভয় পায়, অহেতুক ও ফালতু মনে করে। আবার অনেকেই বলে তাকে “এটা আবার কী?”। আর সেটা হল অপারেটিং সিস্টেম DOS। এই বিষয়কে ভয় পাওয়ার কারণ হল এর মাধ্যমে কাজ করতে হলে অনেক কমান্ড জানতে হয়। এখনকার সময়ে কম্পিউটারের সব কাজ উইন্ডোজ পরিবেশে করা সম্ভব। যেখানা অনেকগুলো কমান্ড শিখার কোনো প্রয়োজন নেই। তাই অনেকে এটাকে অহেতুক ও ফালতু বলে তাকে। কিন্তু আপনারা কী জানেন এখনকার সময়ে যে উইন্ডোজ সবার কাছে পরিচিত তা এই DOS এর উপর ভিত্তি করেই নিমিত। সত্যিকার অথে আমি এই বিষয়ে অনেক আগ্রহী। তাই এই বিষয় নিয়ে অনেক মাথা ঘামাই। আর এর জন্যই আমার এই টিউনটি লিখা। সবার প্রতি আমার একটা কথা হল, DOS এ কাজ নাইবা করলেন কিন্তু যার উপর ভিত্তি করে বতমানের বহুল জনপ্রিয় উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি গঠিত তার সমন্ধে একটু জ্ঞান রাখা প্রত্যেকের প্রয়োজন। আমি আমার প্রসজ্ঞ তেকে সরে যাচ্ছি তাই আর কথা না বারিয়ে আসল বিষয়ে আসা যাক।
DOS হল একটি অপারেটিং সিস্টেম। DOS এর পূণ নাম হল Disk Operating System । এটি একটি বণ ভিত্তিক অপারেটিং সিস্টেম। এতে বিভিন্ন কমান্ড লিখে কাজ করতে হয়। এক একটি কমান্ডের এক একটি কাজ রয়েছে। এটি চালানোর জন্য কোনো Hard Disk এর প্রয়োজন হয় না। শুধুমাত্র একটা ফ্লপি ডিস্ক হলেই হয়। তবে আপনি অপারেটিং সিস্টেমে এই ফ্লপি ডিস্কের জামেলা না করেও DOS ব্যবহার করতে পারবেন। কেননা অপারেটিং সিস্টেমে DOS ব্যবহারের সুবিধা রয়েছে। এই বিষয়ে আরো জানতে হলে এই লিংক অনুসরণ করুন।
এখন প্রশ্ন হল DOS এটি কিভাবে চালু করবেন। আপনি যদি ফ্লপি ডিস্কের মাধমে চালু করতে চান তাহলে BOIS এ গিয়ে প্রথম বুট ফ্লপি ডিস্ক দেন। এবং আপনার ডস এর ফ্লপি ডিস্কটা প্রবেশ করান। আর আপনি যদি উইন্ডোজে বসে এটি ব্যবহার করতে চান তাহলে প্রথমে Run চালু করুন। আর এর জন্য প্রথমে Start বাটনে ক্লিক করুন এবং পরে Run এ ক্লিক করুন। এবং তখন লিখুন cmd এবং ওকে তে ক্লিক করুন। তখন একটি কাল পদা বিশিষ্ট প্রোগ্রাম চালু হবে তাই হল ডস এর রূপ। এটাকে ফুল স্ক্রিন করতে হলে Ctrl+Enter এ ক্লিক করুন। এখন আপনি যেই কমান্ড দিবেন ডস সেই কমান্ড অনুসারে কাজ করবে। আপনি চাইলে ডসের মূল কমান্ডগুলা জেনে নিতে পারেন। এর জন্য help লিখুন এবং এন্টার চাপুন।
চালুর বিষয়টাতো গেল। এখন প্রশ্ন হল এটাকে কিভাবে বন্দ করবেন। আমারা যেমন কোনো এপ্লিকেশন চাইলেই বন্দ করতে পারি কিন্তু ডস কে চাইলেই বন্দ করতে পারব না। এর জন্য কমান্ড লিখতে হবে। আর সেই কমান্ডটি হল exit ।
আশা করি আপনারা ডস বিষয়ে অল্প হলেও জানতে পেরেছেন। আমি ডস বিষয়ে পরবতীতে আরো লিখব। যদি এই টিউনে কোনো ত্রুটি তাকে তাহলে ক্ষমা পূবক দৃষ্টিতে দেখবেন।
উৎস ও বিস্তারিতঃhttp://www.tfortechnic.blogspot.com
এই টিউনটি পরার জন্য আপনাকে ধন্যবাদ।
আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।
নাম শুনলাম প্রথমবার….! আরো বিষ্তারীত না জানার আগে ব্যবহার করছি না, তাই বুঝতেই তো পারছেন…….>