আসুন আমরা কম্পিউটারের সাথে কিছুটা পরিচিত হই।

সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমি একজন নুতুন টিউনার। আর এটাই আমার প্রথম টিউন। আমি এখানে মূলত কম্পিউটারের বিভিন্ন বিষয়ে লিখব। আশা করি আপনাদের ভাল কিছু দিতে পারব। যেহেতু আমি কম্পিউটার বিষয়ে লিখব তাই আমার কাছে মনে হল আমার প্রথম পোস্টে কম্পিউটারের সাথে পরিচয় করিয়ে দেওয়াটাই উত্তম হবে।

কম্পিউটার কী?

এই বিষয়টা এখনকার সময়ে একজন ব্যাক্তিকে জিজ্ঞেস করা অনেকটা হাস্যকর। কিন্তু তারপরও বলছি। কম্পিউট শব্দের অথ হল গণনা করা আর কম্পিউটার এসেছে কম্পিউট শব্দ হতে। যার অথ ধারায় গণনাকারী যন্ত্র। তাই বলা হয় যে যন্ত্রের সাহায্যে গণনা করা হয় তাই কম্পিউটার। কেন্তু কম্পিউটার বলতে শুধু গণনা বুঝায় না এটা আমাদের সবারি যানা। তাই আমার মতে কম্পিউটার হল সেই যন্ত্র যে গণনার সাহায্যে বহুবিধ কজ অত্যন্ত অল্প সময়ে সম্পূন্য করে এবং তার নিভুল ফলাফল প্রদান করে। আমি যানি না আমার এ মতামত সকলে গ্রহণ করবেন কী না? তবে আমার এই মতামতের পক্ষে আমি যুক্তি দিতে পারব আর তা হলঃ- আমরা যে ভাষায় কোনো নিদেশ প্রেরণ করি তা কম্পিউটার বুঝে না। সে এই নিদেশকে কম্পিউটারের ভাষা অথাৎ বাইনারী তে রুপান্তর করে এবং এই ভাষাতেই বিভিন্ন গণনা সম্পন করে এবং ফলাফল তৈরী করে বাইনারী ভাষাতে এবং সে এই ফলাফলকে আমাদের ভাষায় রূপান্তর করে প্রদশন করে।

আসা করি কম্পিউটার কী এই বিষয়ে কারো কোনো প্রশ্ন নেই। তারপরও যদি আর একটু বিস্তারিত জানতে চান তাহলে এই লিংকে যেতে পারেন।

কম্পিউটারের প্রকারভেদ

আমারা অনেকেই এই বিষয়ে জানি আবার অনেকেই এই বিষয়ে জানি না। তাই এই বিষয়ে লিখা। আমরা অনেকেই মনে করি আমরা যে কম্পিউটারে বসে কাজ করছি শুধু তাই কম্পিউটার অথবা অনেকে মনে করি যে শুধুমাত্র ল্যাপটপ, ডেস্কটপ ই হল কম্পিউটার কিন্তু শুধুমাত্র এগুলোই কম্পিউটার নয়। কম্পিউটার মুলত ৪ প্রকার। যথাঃ-

১. সুপার কম্পিউটার

২. মেইনফ্রেম কম্পিউটার

৩. মিনিফ্রেম কম্পিউটার

৪. মাইক্রো কম্পিউটার

সুপার কম্পিউটার

এটি হল অত্যন্ত উচ্চ গতি ও কাজ করার ক্ষমতা বিশিষ্ট কম্পিউটার। এটি সাধারণত বিশেষ কোনো কাজে ব্যবহার করা হয়। পৃথিবীতে এর সংখ্যাও খুবই সামান্য। এই বিষয়ে জানতে আরো আগ্রহী হলে এই লিংকে যেতে পারেন।

মেইনফ্রেম কম্পিউটার

এটি সুপার কম্পিউটার হতে গতি, ক্ষমতা ও মূল্যে অনেক কম। এটাকে অনেক সময় সাভার কম্পিউটারো বলা হয়। এটিও কোনো বিশেষ ধরণের কাজের জন্য ব্যবহার করা হয়। মূলত বিভিন্ন প্রতিষ্ঠান এটি ব্যবহার করে তাকে। এই বিষয়ে জানতে আরো আগ্রহী হলে এই লিংকে যেতে পারেন।

মিনিফ্রেম কম্পিউটার

এটি মেইনফ্রেম হতে গতি, ক্ষমতাতে কম। তবে এটি মাক্রোকম্পিউটার হতে বেশী। এটিও সুপার ও মেইনফ্রেম কম্পিউটারের মত অনেকে মিলে ব্যবহার করতে হয়।

মাইক্রো কম্পিউটার

এটি হল বতমানের সবচেয়ে জনপ্রিয় কম্পিউটার। আমরা সাধারণত যে সকল কম্পিউটার দেখি এবং যে সকল কম্পিউটার ব্যবহার করে তাকি তাকেই বলে মাইক্রো কম্পিউটার। সাধারণত মাইক্রো শব্দের অথ হল ক্ষুদ্র। অথাৎ এটি হল একটি ক্ষুদ্র আকারের কম্পিউটার। এর গতি ও ক্ষমতা অন্য সব কম্পিউটারের চেয়ে কম। এটিকে একজনে একাই ব্যবহার করতে পারে। এটি ব্যবহার করে যে কেউ তার দৈনন্দিন জীবনের সব কাজ করতে পারে। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে এই লিংকে জান।

জানিনা এই টিউনটি আপনাদের ভাল লাগল কিনা, এই টিউন হতে আপনারা উপকৃ্ত হতে পারলেন কী না? যদি কোনো ভুল ত্রুটি হয়ে তাকে তাহলে ক্ষমা প্রবণ দৃষ্টিতে দেখবেন। আর যদি এই টিউনের কোনো বিষয়ে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে জানাবেন। আমি আপনার সমস্যা সমাধান করতে যথাসাধ্য চেষ্টা করব। এই টিউনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

উৎস ও বিস্তারিতঃ- http://www.tfortechnic.blogspot.comস

Level 0

আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

No Comments

ভলো টিউন।

আমি একটা জিনিস বুঝলাম না এটা ডাবল কপি হল কেন? কেউ কী জানেন

টেকটিউনসে স্বাগতম।
আপনার লেখার হাত তো দেখছি বেশ ভাল। আশা করি ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো ভালো টিউন পাব।

wel…come….

ভাইয়া টিউনটা ভালই হয়েছে।চালিয়ে যাও

ফাগুন রেইন ভাই সুন্দর লিখেছেন । চালিয়ে যান ।

ভাইয়া টিউনটা ভালই হয়েছে। চালিয়ে যাও

ভাইয়া টিউনটা ভালই হয়েছে। ধন্যবাদ

Level 0

😛

ধারাবাহিক লিখলে ইন্টারনেট পর্যন্ত আসতে আসতে কম্পিউটারেরই কিনা সে পর্যন্ত বিবর্তন ঘটে যায়। just fun.
চালিয়ে যান। ভাল বাংলা লিখতে পারেন বোঝা যাচ্ছে। ভাল কিছু পাব আশারাখি।

যদিও পুরাতন বাট ভাল। চালিয়ে যান।

Level 0

thanks

Level 0

চালিয়ে যান।ধন্যবাদ।

সুপার কম্পিউটার: এটি সাধারণত বিশেষ কোনো কাজে ব্যবহার করা হয়।
মেইনফ্রেম কম্পিউটার: এটিও কোনো বিশেষ ধরণের কাজের জন্য ব্যবহার করা হয়।
উপরোক্ত কম্পিউটার দুটির পাথক্য পরিষ্কার নয়!!
উত্তর কি?
উত্তর হয়তো – এই লিংকে যান। আরো বিস্তারিত বিবরন প্রয়োজন।

মাইক্রো কম্পিউটার:আমরা সাধারণত যে সকল কম্পিউটার দেখি এবং যে সকল কম্পিউটার ব্যবহার করে তাকি তাকেই বলে মাইক্রো কম্পিউটার।
সাধারণত মাইক্রো শব্দের অথ হল ক্ষুদ্র। অথাৎ এটি হল একটি ক্ষুদ্র আকারের কম্পিউটার।
উপরের সংজ্ঞাটা ভুল- সঠিক সংজ্ঞা দিন লিংক নয়!

আপনার প্রদত্ত লিংক এর সাথে আপনার সংজ্ঞার সাথে কি মিল আছে?
Micro Computer:- It is a normal computer. It is used for normal work. It is work by a micro processor. So it is called micro computer.

আর অন্যান্য গুলো না হয় থাক।
টিউনস করতে হলে যা লিখবেন পরিষ্কার করে লিখুন, যাচ্ছে তাই নয় ,আপনি বলতে পারেন বেশি করে বিবরন দিলে অনেক বড় টিউনস হবে, হ্যা হতে পারে। প্রয়োজনে সিরিয়ালি লিখুন। আমরা সবাই এখানে প্রযুক্তি বিষয়ক জ্ঞান নিতে আসি। আমরা আশা করি টে.টি এ তথ্য গুলো সঠিক দেয়া হয়। তবে এটা ভাববার কোন কারন নেই যে ভুল তথ্য দিলে অনেকেই বুঝতে পারবে না। টে.টি অনেক আইটিতে অভিজ্ঞজনেরা ভিজিট করেন মন্তব্য এবং মূল্যায়ন করেন। আপনি নতুন টিউনার আমি ব্যক্তিগতভাবে চাই প্রথম থেকেই যেন আপনি সঠিক পথে এগিয়ে যান। ধন্যবাদ।

    vaiya ei bisoye post ta mane computer ki eta kub besi ekta akorsonio na………kenona eta sobai jane…….r er prokar beb jante hoyto ba sokole agrohi o na…….tai chuto kore liklam….he apni j bollen amr link er kota..ei link er puru je bisoy ta eta r mul bisoy tai ami ekane dilam….r ami sob sese ekta kota likecilam.r seta holo jodi kunu vul hoye take koma purbok dristite dekben………so eta apnar deka ucit cilo

    আপনি কি আমার এই কথাটি বুঝেছেন?
    উপরের সংজ্ঞাটা ভুল- সঠিক সংজ্ঞা দিন লিংক নয়!
    ফাগুন রেইন – যদি কোনো ভুল ত্রুটি হয়ে তাকে তাহলে ক্ষমা প্রবণ দৃষ্টিতে দেখবেন।
    আমার যুক্তি হল টিউনসে ভুল ত্রুটি হলে ক্ষমা নয় সঠিক তথ্যটা দিয়ে ভুল ত্রুটি সুদরে দিয়ে সহযোগীতা করবেন এটাই চাওয়া হতে পারে। আশা করি আপনি এটা নিয়ে আমার কথা এবং আমাকে ভুল বোঝবেন না।
    আপনার ভবিষ্যত মঙ্গলের জন্যই এই কথাগুলো বলা, যাতে আপনি সঠিক পথে এগিয়ে যেতে পারেন। ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ।

Level 0

this is a good post.thank you