বিজ্ঞানের খাতা [পর্ব-৩২] :: সানগ্লাস বা রৌদচশমার আবিষ্কারের গল্প।

বিজ্ঞানের খাতা

সানগ্লাসের একটা গাল ভরা বাংলা নাম আছে। রৌদচশমা। আমরা বাঙালীরা কেমন যেন! ভাষা ভাষা করে মুখে ফেনা তুলে ফেলি কিন্তু শব্দের বাংলায়নে আমাদের উৎসাহ থাকলেও উচ্ছ্বাস কম। আমরা নিজেরাই বাংলা ব্যবহার করিনা। সাধারন চশমা বা আইগ্লাস আবিষ্কারের গল্প তো আপনাদের শুনিয়েছি। আজ শোনাবো সানগ্লাস বা রৌদ-চশমা’র গল্প। রৌদ- চশমা নামটা শুনলে প্রথমেই মনে হবে যেন রৌদে পরার জন্য যে চশমা ব্যবহার করা হয় তাকেই সান গ্লাস বা রৌদ- চশমা বলা হয়। কিন্তু তা নয়। রৌদকে আটকানোর জন্য রৌদ চশমার প্রচলন হয়নি। একটি বিশেষ কারণেই চৈনিক নির্মাতারা ধোয়াচ্ছন্ন লেন্সের চশমা প্রথম তৈরী করেন। ১৩০০ সালের দিকে এই চশমা প্রথম তৈরী করা হয়। চোখের দৃষ্টি ত্রুটি অথবা সূর্যালোক প্রতিহত করতে নয় চীনের বিচারালয়ের জজ সাহেবদের চোখের দৃষ্টিকে আড়াল করতে এই চশমা ব্যবহার করা হয়।

 

 

চোখ যে মনের কথা বলে, চোখের এ ভাষা বুঝতে হলে চোখের মত চোখ থাকা চাই। কার চোখের মত চোখ আছে সে বিষয়ে গবেষণায় না গিয়ে বিচারকদের চোখ ঢাকার জন্য তারা চোয়াচ্ছন্ন চশমা তৈরী করে ফেললেন। চীনাদের উদ্ভাবনী শক্তি দেখে তাদের স্যালুট না করে পারিনা।  একশত বছর ধরে সানগ্লাসের ব্যবহার শুধু বিচারালয়ে হতে থাকলো। ১৪৩০ সালের দিকে রৌদ- চশমা চীন থেকে ইতালীতে পাড়ি জমালো। তারাও বিচারিক কাজে রৌদ- চশমা ব্যবহার করত।

 

আঠারো শতকের মধ্যভাগে জেমস আয়ুসকফ চশমার অস্বচ্ছ লেন্স নিয়ে গবেষনা শুরু করলেন। আয়ুসকফ বিশ্বাস করতেন নীল অথবা সবুজ অস্বচ্ছ কাঁচ নির্দিষ্ট দৃষ্টি ত্রুটি নিরাময় করতে সক্ষম হবে। সূর্যালোককে প্রতিহত করার কোন চিন্তা ভাবনা তার মাথায় ছিলো না। বিংশ শতাব্দীতে এসে রৌদ- চশমা প্রাণ পায়। আমেরিকার মিলিটারি সানগ্লাস টেকনোলজির উন্নয়ন ও ব্যবহারে ব্যাপক ভূমিকা রাখে। ১৯২৯ সালে আধুনিক ধরনের রৌদ- চশমার আবির্ভাব ঘটে। ১৯৩০ সালে ফস্টার গ্রান্ট কোম্পানীর প্রতিষ্ঠাতা স্যাম ফস্টার আটলান্টিক সিটিতে ফস্টার গ্রান্ট সানগ্লাসের প্রথম জোড়া বিক্রি করেন।  সত্তর দশকে হলিউড তারকারা রৌদ- চশমা ব্যবহারের জন্য রীতিমত বিখ্যাত ছিলেন।

 

ইতিহাসের পাতা ছেড়ে বর্তমান জমানায় নেমে আসি। সিনেমা-টিভির তারকা, খেলার মাঠের খেলোয়ার, ভ্রমনপিপাসু পর্যটক সবার চোখে রৌদ- চশমা। রৌদ- চশমা’র কদর এখনো কমেনি।

 

 

 

Level 2

আমি সরদার ফেরদৌস। Asst Manager, Samuda chemical complex Ltd, Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 94 টি টিউন ও 463 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি ফেরদৌস। জন্ম সুন্দরবনের কাছাকাছি এক জনপদে। ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে লেখাপড়া করেছি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে চাকরি করছি সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন বিভাগে সহকারী ম্যানেজার হিসেবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লিখেছেন। 🙂
পরীক্ষা কেমন দিলেন? 😉

    @Iron maiden: ধন্যবাদ।

    পরিক্ষা ভালো দিয়েছি। ৮৪ টা সঠিক উত্তরের সাথে বেশ কিছু ভূল উত্তর দেওয়ায় কাটাকুটির পর ৭৫ মার্ক থাকছে। আশা করি লিখিত পরীক্ষার সুযোগ পাবো।