যে কয়টি আবিষ্কার মানব সভ্যতাকে যুগের পর যুগ টিকে থাকতে সাহায্য করেছে নিঃসন্দেহে চাকা আবিষ্কার তাদের মধ্যে অন্যতম। মানুষ প্রথম বানায় কাঠের চাকা। তারপর বানায় লোহার চাকা। এখন চলছে টায়ারের যুগ। বলতে পারেন ইতিহাস বিখ্যাত টায়ার নগরী কোথায় অবস্থিত?
১৮৪৪ সাল গুডইয়ার ভ্যালকানাইজেশন পদ্ধতি আবিষ্কার করেন। ভ্যাল্কানাইজেশন পধতির মাধ্যমে রাবার টায়ার প্রস্তুত করা যায়। ১৮৪৬ সালে রবার্ট উইলিয়াম থমসন নিউম্যাটিক টায়ার ডিজাইন আবিষ্কার করেন। তিনি এটার প্যাটেন্ট নিবন্ধন করেন। কিন্তু এটার নকশা কারো কাছে বিক্রি করেন নাই। ১৮৮৭ সালে জন বয়েড ডানলপ তার ছেলের তিন চাকার সাইকেলের জন্য একটি নিউম্যাটিক টায়ার আবিষ্কার করেন। ১৮৮৯ সালে ডানলপ তার এই নব উদ্ভাবিত টায়ারের প্যাটেন্টের জন্য আবেদন করেন। ১৮৯০ সালে ডানলপ তার ব্যাবসায়িক সহযোগী উইলিয়াম হারভে দ্যু ক্রসের সাথে মিলে আয়ারল্যান্ডে বানণিজ্যিক ভিত্তিতে নিউম্যাটিক টায়ার উৎপাদন শুরু করেন। ১৮৯১ সালে থমসনের ডিজাইনের সাথে নকশার সামঞ্জস্য মিলে যাওয়ায় ডানলপের প্যাটেন্ট বাতিল করা হয়।
টায়ারঃ A device covering the circumference of a wheel. It cushions the rider from a bumpy road, reduces wear and tear on the wheels and provides a friction bond between the vehicle and the ground
ডানলপ জাতিতে ছিলেন স্কটিশ। তার জন্ম স্কটল্যান্ডের নর্থ আয়াশায়ারের ড্রেঘর্ন নগরে ১৮৪০ সালের ফেব্রুয়ারী মাসের পাঁচ তারিখে। ১৯২১ সালে ২৩ অক্টোবর তিনি আয়ারল্যান্ডের ডুপলিন নগরে দেহত্যাগ করেন।
১৮৯৮ সালে ফ্রাংক সিবার্লিং গুডইয়ার টায়ার ও রাবার কোম্পানী চালু করেন ওহিওর এক্রন শহরে। ১৯৪৬ সালে মিচেলিন রেডিয়াল টায়ার আবিষ্কার করেন। ১৯২৪ সালে গুডইয়ার জ্যাপ্পেলিন প্যাটেন্ট অর্জন করেন। গুডইয়ারই প্রথম আমেরিকার তৈরী সিনথেটিক রাবার বাজারে আনে। প্রথম নাইলন টায়ারও গুডইয়ারের তৈরী। ১৯৯৯ সালে ডানলপ রাবার কোম্পানী গুডইয়ার টায়ার ও রাবার কোম্পানীর একটি সহযোগী প্রতিষ্ঠানে রুপান্তরিত হয়।
রাস্তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে গাড়ী। আর গাড়ীর চাকাকে সুরক্ষা দিতে প্রয়োজন হয়েছে রাবারের টায়ারের। টায়ারের বিস্তৃত ইতিহাস সংক্ষেপে লিখতে গিয়ে বেশী সংক্ষেপ হয়ে গেলো।
.
.
.
যোগাযোগঃ এবং ।
.
.
.
আমি সরদার ফেরদৌস। Asst Manager, Samuda chemical complex Ltd, Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 94 টি টিউন ও 463 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি ফেরদৌস। জন্ম সুন্দরবনের কাছাকাছি এক জনপদে। ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে লেখাপড়া করেছি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে চাকরি করছি সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন বিভাগে সহকারী ম্যানেজার হিসেবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক।
প্রিয় টিউনার,
আপনি ভুল ভাবে আপনার চেইন টিউনের শিরোনাম গুলো দিচ্ছেন। আপনি পর্ব হিসেবে টিউনের শিরোনাম গুলো –
চেইন টিউনের নাম [পর্ব-০১] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু …
চেইন টিউনের নাম [পর্ব-০২] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু ….
চেইন টিউনের নাম [পর্ব-০৩] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু
এর অর্থ প্রথমে চেইন টিউনের নাম, এরপর (স্পেস দিয়ে) স্কয়ার ব্রাকেটের ( [ ] ) মধ্যে পর্ব হাইফেন (-) দিয়ে দুই সংখ্যায় পর্বের নম্বর। স্কয়ার ব্রাকেটের ( [ ] ) ভিতরে কোন স্পেস দিবেন না। এরপর (স্পেস দিয়ে) ডাবল কোলন (::) এর পরে (স্পেস দিয়ে) চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু॥ এই ফরমেটে চেইন টিউনের শিরোনাম গুলো লিখুন।
এই চেইনের পূর্বের পর্ব গুলোর শিরোনাম গুলোও যদি টেকটিউনস চেইন টিউনের শিরোনাম মোতাবেক করা না থাকে তবে সব গুলো এখনই সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে সঠিক ভাবে চেইন টিউনের শিরোনাম দিন।
চেইনের সবগুলো টিউনের শিরোনাম সংশোধন করে **অবশ্যই** এই টিউমেন্টটির প্রতুত্তর দিন।
টেকটিউনস থেকে আপনার টিউন গুলো চেইন করে দেওয়া হবে। চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে ‘টেকটিউনস সজিপ্র’ https://www.techtunes.io/faq এর ‘চেইন টিউন’ অংশ দেখুন।
ধন্যবাদ।