বিজ্ঞানের খাতা [পর্ব-১৬] :: সেফটি পিন আবিষ্কার।

বিজ্ঞানের খাতা

ওয়াল্টার হান্টের মাথায় নতুন নতুন আইডিয়া গিজগিজ করত। সে প্রথমে আবিষ্কার করে ফ্লাক্সকে ঘোরাতে পারে এমন একটি মেশিন। তারপর তার হাত ধরে আসে ফায়ার ইঞ্জিন গং, বনের কাঠ কাটার জন্য বিশেষ ধরনের করাত, শক্ত কয়লা পোড়াতে সক্ষম স্টোভ ইত্যাদি। হান্টের আবিষ্কার গুলো ভালোই কাজ দিত। কিন্তু তার ব্যবসায়িক বুদ্ধি খুব বেশী ছিলোনা। ১৮৪৯ সালের একদিনের কথা। হান্টের মন ভীষন খারাপ। এক বন্ধুর কাছ থেকে সে পনের ডলার ধার করেছে। শোধ দিতে হবে। তুমি ভাবছ পনের ডলার এ আর এমন কি! আরে ভাই সময়টা বিবেচনা করে দেখ। তখন আমরা চাকরি করলে হয়তো পনেরো টাকা বেতনও পেতাম না। যাই হোক, হান্ট ভাবতে শুরু করলো। তাকে নতুন কিছু একটা আবিষ্কার করতেই হবে।

বেশ ভাবনা চিন্তার পর হান্ট ব্যবহারিক ক্লাশে বসে গেলো। সে আট ইঞ্চি লম্বা তামার একটা তার নিলো। তারটার মাঝের অংশে একটা প্যাঁচ লাগিয়ে বাঁকিয়ে নিলো। তারের এক মাথায় ক্যাপের মত করে নিলো অন্য মাথা চোখা থাকলো। পৃথিবীর প্রথম সেফটি পিনটি তৈরী হলো হান্টের হাতে। হান্ট এবার কিন্তু ভূল করলো না। সে জিনিসটার প্যাটেন্ট নিয়ে নিলো। সেফটিপিনের শর্ত বেচে সে চারশো ডলার আয় করলো। বন্ধুর ধার শোধ করার পরেও হাতে আছে তিন শত পঁচাশি ডলার।

প্রিয় পাঠক, আমাদের সবারই তো একটা মাথা আছে। চলেন মাথা খাটাই।

গরম তো ভালই পড়েছে। এক গ্লাস জ্যুস হলে মন্দ হয় না। আগামী পর্বে আমি আপনাকে ফলের রস তৈরীর মেশিন ব্লেন্ডার আবিষ্কারের কথা জানাবো।

 এফ রহমানের ব্লগ

যোগাযোগঃ ফেসবুকে আমি এবং টুইটারে আমি

Level 2

আমি সরদার ফেরদৌস। Asst Manager, Samuda chemical complex Ltd, Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 94 টি টিউন ও 463 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি ফেরদৌস। জন্ম সুন্দরবনের কাছাকাছি এক জনপদে। ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে লেখাপড়া করেছি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে চাকরি করছি সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন বিভাগে সহকারী ম্যানেজার হিসেবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাংলাদেশের সকল মিডিয়া এখন আপনার হাতে। ভিজিট করুন http://www.bdmediadesk.com

    @Abdullah Al Maruf: যাবো না আপনার সাইটে। সাইট নিশ্চই পঁচা। ভালো হলে কি আর এভাবে টিউনে টিউনে বিজ্ঞাপন দেয়া লাগে!

Level 0

হুম!! কিছু একটা জানলাম। ধন্যবাদ!!!

বাহ!উনি বেশ বুদ্ধিমান লোক দেখছি! 😉
অনেক মেয়েদের ক্ষেত্রে কাপড় ঠিকভাবে পড়ার জন্য এটা খুব দরকারি। 😛