বিজ্ঞানীরা ইঁদুরের মস্তিষ্কের ওপর লেজার রশ্মি প্রয়োগ করে মস্তিষ্ক থেকে কোকেইন আসক্তি দূর করতে সক্ষম হয়েছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথ, আর্নেস্ট গ্যালো ক্লিনিক এবং স্যান ফ্রান্সিসকো রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা সম্মিলিতভাবে উদ্যোগে এই গবেষণা করা হয়।
গবেষণার সময় প্রথমে ইঁদুরের মস্তিষ্কে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ‘রোডপসিন’ নামে আলো সংবেদনশীল প্রোটিন ঢুকানো হয়। এরপর ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে মস্তিষ্কের ঐ অংশের নিউরনগুলোতে লেজার রশ্মি প্রয়োগ করা হয়। এতে তাৎক্ষণিকভাবে কোকেইন আসক্ত ইঁদুরগুলোর কোকেইনের প্রতি আগ্রহ চলে যায়। মস্তিষ্কের এই প্রিফ্রন্ট্রাল কর্টেক্স অংশটিই আকষ্মিক ঝোঁক নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। মাদকে আসক্তদের এই নিয়ন্ত্রণ ক্ষমতাটি থাকে না।
তবে বিজ্ঞানীরা মানূষের ক্ষেত্রে সরাসরি এই লেজার রশ্মি প্রয়োগের কথা না বললেও, বর্তমানে প্রচলিত ‘ট্রান্সক্র্যানিইয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন’ (টিএমএস) পদ্ধতির ক্ষেত্রেও একই প্রভাব তৈরি করা যাবে বলে তারা আশাবাদী। এ পদ্ধতিতে তালুর ভেতর দিয়ে মস্তিষ্কে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়। সূত্রঃ সায়েন্সটেক24.কম
আমি এন.সি.। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 208 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।