কথা না বাড়িয়ে সরাসরি প্রমাণে চলে গেলামঃ
ধরি,
x = y [যেখানে, x ও y উভয়ই পূর্ণ সংখ্যা]
বা, xy = y² [উভয় পক্ষকে y দ্বারা গুণ করে]
বা, xy-x² = y²-x² [উভয় পক্ষ হতে x² বিয়োগ করে]
বা, x²-xy = x²-y² [উভয় পক্ষকে (-) দ্বারা গুণ করে]
বা, x(x-y) = (x+y)(x-y)
বা, x = x+y
বা, x = x+x [যেহেতু, আমরা ধরেছিলাম, x=y]
বা, x = 2x
বা, 1 = 2
অতএব, 1=2
[প্রমাণিত]
নোটঃ আমরা সবাই ১=২ এর প্রমাণটা দেখলাম/ শিখলাম। কিন্তু, ১=২ কি আসলেই সম্ভব? না, ১=২ কখনই সম্ভব নয়। তাহলে একটু আগে আমরা যেই প্রমাণটি করলাম, সেটি কি ভুল? হ্যাঁ, অবশ্যই ভুল। প্রমাণটির একটি লাইনে ভুল রয়েছে। সেই লাইন কোনটি? আপনারা এই প্রমাণের ভুল খুঁজে বের করুন। কারণ, গণিতের ভুল বের করার মজাই আলাদা। যে ভুল ধরতে পারবেন, সে কমেন্ট বক্সে কমেন্ট করে ভুলটি ধরিয়ে দিন। ১ম ১০ জন ভুল ধরতে সক্ষম না হলে, তারপর আমি আপনাদেরকে ভুলটি দেখিয়ে দিব। তাই, ভুল না ধরতে পারলেও, কমেন্ট করে আমাকে জানান। যারা ১=২ প্রমাণের ভুলটি দেখার জন্যে ১০ টি মন্তব্যের অপেক্ষা করতে রাজি নন, তারা এই ঠিকানায় মন্তব্য করুনঃ http://mojargonit.blogspot.com/2013/02/one-is-equal-two.html
16 - 36 = 25 - 45
বা, 16 - 36 + (9/2)² = 25 - 45 + (9/2)² [উভয় পক্ষে (9/2)² যোগ করে]
বা, (4)² - {2 x 4 x (9/2)} +(9/2)² = (5)² - {2 x 5 x (9/2)} + (9/2)²
বা, {4 - (9/2)}² = {5 - (9/2)}²
বা, 4 - (9/2) = 5 - (9/2) [বর্গমূল করে]
বা, 4=5
অতএব, ৪=৫
[প্রমাণিত]
নোটঃ এই ক্ষেত্রেও ৪=৫ কখনোই সম্ভব নয়। তাই, অবশ্যই এই প্রমানে কোন ভুল রয়েছে। তাহলে, ভুলটি কথায়? আপনারা খুঁজে বের করুন। কারণ, গণিতের ভুল ধরার মজাই আলাদা। আর এই মজা শুধুমাত্র একজন গণিতপ্রেমিই উপলব্ধি করতে পারবেন। ভুল খুঁজে পান বা না পান, কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। কারণ, ১ম ১০ জন যদি ভুলটি ধরতে ব্যর্থ হন, তাহলে আমি আপনাদেরকে ভুলটি ধরিয়ে দিব। যারা ৪=৫ প্রমাণের ভুলটি দেখার জন্যে ১০ টি মন্তব্যের অপেক্ষা করতে রাজি নন, তারা এই ঠিকানায় মন্তব্য করুনঃ http://mojargonit.blogspot.com/2013/02/four-is-equal-five.html
গণিত প্রেমিরা আমার ব্লগ থেকে আরও মজার মজার গণিত শিখতে পারেনঃ http://mojargonit.blogspot.com/
যারা ব্লগ ভিসিট করতে নারাজ, তাদেরও কোনো সমস্যা নেই। কারণ, আমি ব্লগের লেখাগুলো আস্তে আস্তে টেকটিউনস- এ প্রকাশ করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।
আমি মুবিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i'm nothing but.......?!.
প্রমাণঃ ১
Ekhane vul 6th line e: Ekhane (x-y) die both side vag kora hoyese…But (x-y) = 0 …..And something / 0 = Math Error….
প্রমাণঃ ২
Ekhane vul 5th line e: Ekhane {4 – (9/2)}² ke square root kora hoyese….But 4 – (9/2) = -1/2….And negative number er square root kora general math e impossible..