কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি মুবিন। গণিত যার আজীবনের সঙ্গী! আমি গণিত অনেক ভালো পারি- এমনটা আমি বলবো না, এমনকি আপনারাও এটা বলবেন না! আমি শুধুমাত্র এতটুকু জানি যে, "আমি গণিতকে অনেক ভালোবাসি, এবং আমি যা জানি তা সবাইকে জানাতে চাই।" অনেকে বলতে পারেন, "টেকটিউনস হচ্ছে টেকনোলজি ব্লগ, এখানে গণিত আসলো কোত্থেকে???" আরে ভাই, গোটা টেকনোলজি জগতই কোনো না কোনো ভাবে গণিতের উপর নির্ভরশীল! কেননা, আপনারা সকলেই জানে থাকবেন, "কম্পিউটার এর মূল চাবিকাঠি হলো ০ এবং ১"
যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই! আজ আমি আপনাদেরকে দেখাবো, "এক এর ঘনমূল কত?" তো চলুন প্রথম থেকেই শুরু করিঃ
সাধারণত ³√1 বা ঘনমূল 1 এর মান সাইন্টিফিক ক্যালকুলেটরে 1 দেখায়। কিন্তু, কেওকি ভেবে দেখেছেন, আসলেই ঘনমূল 1 এর মান কত??? আসলে ঘনমূল 1 এর মান ৩ টি! কি? বিশ্বাস হচ্ছে না? কোন অসুবিধা নেই। প্রমান করেই আমি আপনাদের দেখিয়ে দিব। এই প্রমাণটা আসলে একাদশ শ্রেণির সর্বাধিক পঠিত "আফসার-উজ-জামান" এর "উচ্চ মাধ্যমিক বীজগণিত ও ত্রিকোণমিতি" বইয়েই রয়েছে। কিন্তু, সমস্যাটা হল, ওই বইয়ে প্রমাণটা যেইভাবে দেওয়া রয়েছে, তাতে প্রায় ৮০ ভাগ শিক্ষার্থীরই প্রমাণটা বুঝতে অনেক কষ্ট হয়! এমনকি, প্রায় ৬৫ ভাগ শিক্ষার্থীই ওই প্রমাণটা জানে না! তারা শুধু মুখস্ত করে যায় (প্রমাণটা পরীক্ষায় আসে না, কিন্তু, কোন কিছুর প্রমান না জানলে, সেই জিনিসটাকে ফিল করা যায় না- যেমনঃ গণিত). তাই, আজকে আমরা দেখবো, "আসলে ঘনমূল 1 এর মান কয়টি এবং কি কি?"
আমরা অজানা যেকোনো কিছুর মানকে X ধরে খুব সহজেই কোন কিছুর মান বের করতে পারি। যেমন ধরুন, কেও আপনাকে বলল 11 এর সাথে কত যোগ করলে যোগফল 42 হয়। আপনি খুব সহজেই 42 হতে 11 বাদ দিয়ে উত্তরটি বলে দিতে পারবেন। কিংবা, এইভাবেও করতে পারবেনঃ
ধরি, অজানা সংখ্যা X
তাহলে,
11 + X = 42
বা, X = 42 - 11
বা, X = 31 (Ans.)
এইগুলা আসলে ষষ্ঠ শ্রেণির অংক। আমি এমনিতেই একটু বললাম আরকি। এবার তাহলে আসল প্রমান শুরু করা যাক .....
ধরি,
³√1 = x
বা, x = ³√1
বা, x³ = 1 [উভয় পক্ষকে ঘন করে]
বা, x³ - 1 = 0
বা, (x)³ - (1)³ = 0
বা, (x - 1) (x² + x + 1) = 0 [যেহেতু, a³ - b³ = (a - b)(a² + ab +b²)]
হয়, x - 1 = 0 অথবা, x² + x + 1 = 0
বা, x = 1 ; বা, 1.x² + 1.x + 1 = 0
-1±√(1²-4.1.1) -b ± √(b²-4ac)
বা, x = ───────── [ যেহেতু, ax² + bx + c = 0 হলে, x = ───────── ]
2.1 2a
-1±√(1-4)
বা, x = ───────
2
-1±√(-3)
বা, x = ──────
2
-1+√(-3) -1-√(-3)
হয়, x = ────── বা, x = ──────
2 2
-1+√(-3) -1-√(-3)
অতএব, x = 1 বা, ────── বা, ──────
2 2
সুতরাং, ³√1 বা ঘনমূল ১ এর মান তিনটি। কিন্তু, এখানে ঘনমূল ১ এর বাস্তব মান ১ টি এবং অবাস্তব বা জটিল মান ২ টি। তাই, আমাদের ক্যালকুলেটরে শুধুমাত্র বাস্তব মানটি দেখায়। অবাস্তব বা জটিল মান দুটি দেখায় না। যারা জটিল সংখ্যা ভালো পারেন, তাদের কাছে এইটা কোনো ব্যাপারই না।
যাই হোক, আরেকদিন ইনশাআল্লাহ্ জটিল সংখ্যা নিয়ে লিখবো। এবং, এটাও প্রমান করে দিবো যে,
-1+√(-3) -1-√(-3)
কিভাবে, ω = ─────── এবং, ω²= ─────── হয়?
2 2
সেই পর্যন্ত সবাই প্রমাণটি কেমন হতে পারে?- ভাবতে থাকুন ... ... ...
সবাই সুস্থ থাকুন এবং গণিতের মত সুন্দর থাকুন! খোদাহাফেজ।
আরে কি হলো? এখানেই শেষ নয়! গণিত প্রেমিরা আমার ব্লগ থেকে আরও মজার মজার গণিত শিখতে পারেনঃ http://mojargonit.blogspot.com/
যারা ব্লগ ভিসিট করতে নারাজ, তাদেরও কোনো সমস্যা নেই। কারণ, আমি ব্লগের লেখাগুলো আস্তে আস্তে টেকটিউনস- এ প্রকাশ করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।
আমি মুবিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i'm nothing but.......?!.
টিউনের জন্য ধন্যবাদ। অনেকের কাজে লাগবে হয়ত। আমি বিবিএ এর স্টুডেন্ট আমার দরকার নেই।