গুগল এর জাদুর চশমা আসছে

মাতৃ ভাষার শুভেচ্ছা রইল।

আজ আমি বলব সম্প্রতি এক আদ্ভুদ চশমার কথা ।

এই চশমা মনে করিয়ে দেয় কখন , কোথায় , কার সাথে মিটিং  আছে।

এটা আরও জানিয়ে দেয় আবহাওয়া এর খবর ।

আবহাওয়া খারাপ থাকলে কখন মিটিং করলে ভাল হবে , তাও এটা বলে দেবে ।

এর আকর্ষণীয় অংশ হল এর সিলভারের ফ্রেম ।

এর মধ্যে আছে গুগল ম্যাপিং , যার মাধ্যমে পথ নির্দেশনা পাওয়া যায়।

এতে আরও অনেক প্রযুক্তি বিদ্যমান আছে ।

গবেষণা গার  '' x ল্যাব '' এখন এই চশমার গবেষণা করছে ।

''সেরগেই ব্রিন '' এই চশ্মার প্রস্তুতকারক ।

এর ভাল মন্দ দিক বিবেচনা করে দেখা হচ্ছে । তবে শীঘ্রই এটা বাজারে দেবে '' গুগল গ্লাস ''

এ বছরের মধ্যে বাণিজ্যিক বিপণন শুরু হবে । এর আনুমানিক মূল্য প্রায় ২৫০ - ৬০০ ডলার ।

Level 0

আমি Smart Loser। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

faltu.

jara faltu tara tune korte jane na

apni o hoy to ba temon e ek jon

ধন্যবাদ তথ্যটির জন্য । কিন্তু source দিলে ভাল হত ।

চমৎকার!!!
এই তথ্যটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Thanks++