সুপ্রিয় ভিসিটর,
প্রথমে সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়ে টেকটিউন এ আমার প্রথম টিউন করছি। আমি অনেক দিন জাবত টেকটিউন এ নিয়মিত ভাবে ভিসিট করে আসছি। কিন্তু কখনও কোন টিউন করি নাই। এটি আমার প্রথম টিউন। তাই ভুল ত্রুতি হলে সকলেই ক্ষমা করবেন বলে আশা করছি।
আমাদের দেশে প্রযুক্তি প্রেমি অনেকেই আছেন। আবার অনেকেই উৎসাহ নিয়ে অনেক লেখা-লেখি করে থাকেন। তেমনি আমিও একজন প্রযুক্তি প্রেমি মানুষ। সবসময় খুজে বেরাই নতুন কিছু করবো এই আশায়। তবে খুজে বেরালেও অনেক বাধা বিপত্তিতে তা আর পুরন করা হয় না। আমি আমার সম্পরকে আর কিছুই বলতে চাই না। ফিরে আসি মুল বিষয় এ।
আমি টানা ৩ বৎসর জাবত চেষ্টা করে তৈরি করেছি এই সিকিউরিটি সিস্টেম। এই সিস্টেম কিভাবে কাজ করবে বা করে তা দেখতে নিচের লিঙ্ক টি তে ক্লিক করে ভিডিও টা দেখে নিন। ভিডিও টা দেখে অবশ্যই কমেন্ট করবেন।
আজ এই পর্যন্ত। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি।
you tube link----- https://www.youtube.com/watch?v=aZZBvns3T2g
ইউটিউব এ ভিডিও টা দেখতে অসুবিধা হলে ফেসবুক এ ভিডিও দেখতে এই লিঙ্ক এ ক্লিক করুন--- https://www.facebook.com/photo.php?v=408289172539438
আমি Sohag513। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Diploma in Engineering (Completed) Electronics Rangpur Polytechnic Institute, Rangpur 07-08
এক কথায় অসাধারণ, আপনি যেন এগিয়ে যেতে পারেন সেই কামনা করি ।