গতমাসের মহাশুন্যের কিছু আকর্ষনীয় ছবি!

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালই আছেন। অনেকদিন পর ব্লগিং শুরু করছি আবারও।

আজকে আমি গত ডিসেম্বর মাসের মহাশুন্যের কিছু আকর্ষনীয় ছবি উপহার  দিব আপনাদেরকে 🙂 ! তো চলুন দেখি ছবিগুলো-

উত্তপ্ত লাল লাভা


লাভা বা আগ্নেয়গিরি থেকে লাল উজ্জ্বল লাভা বিকরিত হতে থাকে নভেম্বরের শেষের দিকে।প্রথমবারের মত এই আগ্নেয়গিরিতে ৩৬ বছর বয়সে লাভা বিকিরণ শুরু হয়।ছবিটি ডিসেম্বরের ১ তারিখে রাশিয়ার টলবাচিক ভোল্কানো থেকে তোলা।
তবে নাসার আর্থ পর্যবেক্ষনার্থিদের মতে এটি নিরাপদ আগ্নেয়গিরি ।

জলন্ত সুর্য

হিমশীতল মঙ্গলগ্রহ(Frosty Mars )


ছবিটি চারিটাম মন্টিস থেকে তোলা
ছবিতে মঙ্গল গ্রহের অমসৃণ পর্বতমালা দেখা যাচ্ছে।

রিং গ্যালাক্সি


রিং গ্যালাক্সি (Ring galaxy) NGC 922 এর ছবিটি নাসার চন্দ্র এক্স-রে অবসারভেটরি(লাল) এবং  হাবল স্পেস টেলিস্কোপের দৃষ্টি সহায়ক উপাত্ত ব্যবহার করে তোলা(গোলাপী, হলুদ এবং নীল)।

মেরু Auroras


Auroras borealis কে দক্ষিনের আলো বলা হয়। আলোকিত আকাশের ছবিটি ডিসেম্বরের শেষ সপ্তাহে তোলা।

দুই নীল উপাখ্যান

শনির উপগ্রহ টাইটানে নীল নদের মত একটা যায়গা আছে। ইউরোপের মহাকাশ এজেন্সির মতে ।এখনো পর্যন্ত এটিয় প্রথম নদী যা পৃথিবীর বাইরে সন্ধান পাওয়া গেছে।

নিহারিকাপুঞ্জ

তো কেমন লাগল ছবিগুলো?

সাথে থাকার জন্য ধন্যবাদ।

পোস্টটির মূল লেখক: টিউটোহোস্ট টিম সদস্য "নিলুফার ইয়াসমিন"
পোস্টটি ইতোপূর্বে:এখানে প্রকাশিত

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দারুন!! খুব সুন্দর হইেছ।

Level 0

অসাধারন

অনেক অনেক ধন্যবাদ! 🙂

Onek Shundhor Laglo Thank YOu very Much.

ধন্যবাদ,
আপনার আপনার ছবিগুলি নিঃস্বন্দেহে বলতে হবে সুন্দর,
তারপরও আমি আবার গ্রহ-উপগ্রহের ছবি দেখতে এবং জানতে খুব পছন্দ করি, আশা করি আরো সুন্দর সুন্দর ছবি ও তথ্য দিয়ে পোষ্ট করবেন।

অনেক সুন্দর …………………

অনেক ধন্যবাদ।