আসসালামু আলাইকুম। কয়েক দিন আগে একটা নিউজ পড়ে খুবই excited লাগলো, যা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আমার বিশ্বাস আপনারও তা জেনে আগ্রহি হবেন । যেহেতু খবটি বেশ কিছু দিন আগের, তাই অনেকে হয়তো এ সর্ম্পকে ইতি মধ্যে অবগত হয়েছেন; আর যারা জানেন না তাদের বাকি অংশ পড়ার আমন্ত্রন রইল। টিটি (টেকটিউনস)-তে সার্চ দিয়ে এ সম্পর্কে কোন টিউন না দেখে পোষ্ট করার ইচ্ছা হল। যাহোক মূল বিষয়ে আসি। Computer giant IBM এর দাবি তারা ২০১৮ সালের মধ্যে computer এর ভবিষ্যত প্রযুক্তি উন্নতির অংশ হিসেবে computer কে গন্ধ, শোনা, স্বাদ নেয়ার ক্ষমতা দিতে সক্ষম হবেন। তারা computer প্রযুক্তিকে এমন পর্যায়ে নিতে সক্ষম হবেন বলে মনে করেন, যার দ্বারা visual object কে virtually স্পর্শ করা অর্থাৎ তা স্পর্শ দ্বারা অনুভব করা যাবে। মনে করুন আপনি অনলাইনে কাপড় কিনার জন্য দেখছেন, তো মেশিনেই তা virtually স্পর্শদ্বারা অনুভব করা সম্ভব হবে। আইবিএম অবশ্য তাদের প্রযুক্তির পূর্বাভাস সম্পূর্ণ প্রকাশ করেনি। তবে তারা মনে করে ২০১৮ সালের মধ্যে মানব পাঁচ ইন্দ্রিয়ের সব কটিকে computer এ কার্যকর করতে সক্ষম হবেন; এ পর্যায়ে তারা smart phone গুলোর Infrared, touchscreen and vibration technology কে কাজে লাগাবে। কি বুঝলেন? দারুন না! নাকি আমি ঠিক বুঝাতে পারলাম না? অসুবিধা নাই নিচের ছবি গুলো দেখলেই বিষয়টি আরো পরিষ্কার হবে। আইবিএম মনে করে, পাঁচ বছর মধ্যে আমরা আমাদের ফোনের মাধ্যমে বস্তু স্পর্শ করতে সক্ষম হব। ---
এছাড়াও কম্পিউটার স্বাদ নিতে পারবে। এবং আমাদের খাদ্যাভ্যাসের উপর বিশ্লেষন, ভিত্তি করে বলতে পারবে কি খেতে পছন্দ করব।
---
এছাড়াও কম্পিউটার গন্ধ নিতে পারবেন - এবং সংবেদনশীল নাকের অধীকরি হবে যার দ্বারা শ্বাস নিয়ে বলে দিতে পারবে খাদ্যে কোন ব্যাকটেরিয়া আছে কিনা। অর্থাৎ পচা-বাসী সনাক্ত করতে পারবে।
---
আইবিএম মনে করে, পাঁচ বছর মধ্যে মেশিন দেখতে পারবে এবং বস্তুর ছবি দেখে বুঝতে ও ধরতে পারবে ---
এছাড়াও আইবিএম বলছে মেশিন পাঁচ বছর মধ্যে শুনবে এবং বুঝবে, যখন আমরা তাদের সাথে কথা বলব।
Source: IBM, আরো জানতে দেখুন http://ibm.co/TWDfNA
আজ ইংরেজী বছরের শেষ দিন। আশা করি নতুন বছরে সবাই খুব বেশি বেশি ভাল থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। অনুরোধ রইল, প্রয়োজনে/অপ্রয়োজনে ইসলাম সম্পর্কে অনেক কিছু এক সঙ্গে খুঁজে পেতে দেখুন - Islamic web directory: http://www.muminun.net/iwd/
আমি জাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসসালামুআলাইকুম। আমি জাহিদ। Australia থেকে যা ভাল লাগে Islam, Quran, Hadith, Life of Rasulullah s.a.w, Travelling, IT, Telecommunication, Science, movie etc. বিশ্বাস করি "ঈমান মজবুত রাখতে প্রতিদিন কোরআনের চর্চা করা উচিত এবং তা বাংলাতেই শরু করুন, যদি আরবি অর্থ না জানেন" নিচের website টি কাজে লাগতে পারে। http://www.muminun.net/
Shob eto taratari na holei mone hoy bhalo…..