আজ নচিকাথার পেসমেকার গানটি শুনতে ইন্টারনেট এ সার্চ দেয়ার পর একটা নিউজ দেখলাম।ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।
বিস্তারিত যাবার আগে একটু হার্ট সম্পর্কে কিছু বলে নেই।
আমাদের হার্ট যে স্পন্দিত হয় তার মূল কারন হল তড়িৎ প্রবাহ।এই তড়িৎ আসে আমদের হার্ট এর তড়িৎ কোষ থেকে,এগুলু নিয়মতি তড়িৎ স্পন্দন প্রেরন করে যার কারনে আমাদের হার্ট এর মাংসপেশী সঙ্কুচিত হয় এবং রক্ত প্রবাহ নিয়মিত করে। এই তড়িৎ কোষ গুলোর জন্যই আমাদের হার্ট স্পন্দিত হয়।আর এই তড়িৎ কোষের অপর নাম PACEMAKER।যাদের এই তড়িৎ কোষ এ সমস্যা থাকে তাদের নকল PACEMAKER লাগাতে হয়।কিন্তু নকল জিনিস এর ও কিছু সীমাবদ্ধতা আছে।যদি ব্যাটারির চার্জ ফুরিয়ে যায় আবার অপারেশন করে লাগাতে হয়,যা একজন রোগীর জন্য অনেক কষ্টদায়ক।
আর নয় নকল PACEMAKER।
সম্প্রীতি Cedars-Sinai হার্ট Institute বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন tbX18 জিন বা DNA।পরীক্ষামূলক ভাবে তারা গিনিপিক এর হার্ট এ পরিচালনা করে সফলতা পেয়েছেন।এই জিন রোগীর হার্ট এ ইঞ্জেকশান এর মাধ্যমে পুশ করলে নকল PACEMAKERএর দরকার হয় না অর্থাৎ আমাদের হার্ট এর তড়িৎ স্পন্দন নিয়মিত হতে থাকবে।
সংঘটন এর সদস্য dr.hee cheol cho বলেন যে ‘’যদিও আমরা এবং অন্যরা মৌলিক জীবীও pacemaker তৈরি করেছি,এই গবেষণা ই হল প্রথম পন্থা,যেটা দেখিয়েছে যে,একটি একক জীন হৃদপেশী কোষটাকে প্রকৃত তড়িৎ কোষ এ রুপান্তর করে পরিচালনা করতে পারে।’’
নতুন কোষ স্বতঃস্ফূর্তভাবে তড়িৎ প্রবাহ উৎপাদন করত এবং মৌলিক তড়িৎ কোষটি অপৃথক যোগ্য ছিল।
পরিশেষে যাইহোক,আশা করা যায় যে TbX18 জিন প্রতিস্থাপন করার মাধ্যমে অদূর ভবিষ্যতে হৃদরোগীদের চিকিৎসা করা যেতে পারে।
হার্ট নিয়ে আমার ইউনিভার্সিটির বড় ভাই মিথুন এর
পৃথিবীর প্রথম হৃদপিণ্ডহীন ব্যক্তি টিউনটি অনেক ভালো লেগেছে।
আসা করি আমরা নিয়মিত মেডিকেল জগতের নিত্যনতুন খবর দিতে পারব।
আমার প্রথম টিউনটি দেখার অনুরোধ রইল
pacemaker গানটি শুনার অনুরধ রইল কারন এই গানটি আমার অনেক ভালো লাগে।
আমি Feroz Abdur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
pacemaker গানটির লিংক দেন