আমি প্রথমেই আপনাদের সবাইকে আমার অভিন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি । আশাকরি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন । আমার প্রথম টিউনটিতে আপনাদের আশাতিত্ সাড়া পাওয়ার ফলে আমার ২য় টিউনটি করতে সাহস পেলাম ।
বাগান করতে অনেকেই পছন্দ করে । আমাদের শহরাঞ্চলে সাধারনত ঘরের ভিতরে বা ছাদে টবে গাছ লাগানো যায় । কিন্তু তাতে অনেক অতিরিক্ত যত্নের প্রয়োজন হয় সেই কারনে অনেকেই ইতস্ততঃ করেন । যেমন-যখন ছুটির সময় পরিবারের সকলে বাইরে যাবে তখন কে এগুলোকে দেখাশুনা করবে ? কোন কোন ক্ষেত্রে, প্রতিবেশীরা যত্ন করতে পারেন, কিন্তু এরূপ যত্নশীল প্রতিবেশী সর্বদা পাওয়া যায় না । তাহলে কি করা যায় ? যেহেতু একজন ছুটি উপভোগ করতে চান শুধু সেজন্য কি তিনি ঘরের ভিতর বা ছাদে বাগান করতে পারবেন না ?
আপনাদের গাছপালাগুলির জন্য কোন দুর্ভাবনা না করে যেখানে খুশি বেড়াতে যান । আপনাদের অনুপস্থিতিতে বিজ্ঞানই গাছপালাগুলিতে পানি দেয়ার দায়িত্ব গ্রহণ করবে । আচ্ছা, এখন জেনে নেন কিভাবে তা ঘটবে ।
আপনার প্রয়োজন পরবে একটি পানি ভর্তি পাত্র আর এক টুকরো তুলার সুতা ।
একটি উঁচু স্থানে পানির পাত্রটি রাখেন এবং গাছের টবটি তার কাছাকাছি কোন জায়গায় নীচে রাখতে হবে । এখন আপনি তুলার সুতাটি হাতে নিয়ে তার এক প্রান্ত টবের মাটিতে পুঁতে দেন আর অন্য প্রান্তটি পানির পাত্রে ডুবিয়ে দেন । আপনার কাজ শেষ, প্রথমে সুতার মধ্য দিয়ে পানি উপরের দিকে উঠে আসবে এবং তারপর সুতা বেয়ে নিচের দিকে গাছের পাত্রে যাবে । বৈজ্ঞানিক ভাষায় এই ব্যাপারকে বলা হয় 'ক্যাপিলারী এট্রাকশন'(capillary attraction) অর্থাত্ কৈশিক আকর্ষণ । পাত্রের মধ্যে যতক্ষণ পানি থাকবে ততক্ষণ সুতাটিকে ভিজিয়ে রাখবে এবং এইভাবে সুতার মাধ্যমে পানি প্রবাহিত হয়ে গাছে পানি দেয়ার কাজটি করবে । কাজেই যতদিন অনুপস্থিত থাকবেন সেই সময়ের অনুপাত অনুযায়ী এবং এবং যতগুলি গাছে জল দিতে হবে তার সংখ্যানুযায়ী জলের পাত্রের আকার সেই পরিমাণ বড় হওয়া উচিত্ ।তবে একটি জিনিস মনে রাখবেন পানির পাত্র একটিই থাকতে পারে কিন্তু প্রত্যেকটি গাছের জন্য পৃথক ভাবে এক একটি সুতা রাখতে হবে ।
টিউনটি ভালো লাগলে প্লিজ কমেন্টস করবেন এবং যেহেতু আমি নতুন টিউনার তাই ভুল হলে দিকনির্দেশনামূলক সমালোচনা করবেন বলে আশা করি ।
সবাইকে ধন্যবাদ
আমার প্রথম টিউন দেখুন এখানে https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/168548
আমি মোঃ হযরত আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র । আমি নিজেকে অনেক ভালোবাসি । ভালো লাগে বিজ্ঞান ও প্রযুক্তির সাথে থাকতে এবং আমার প্রিয়, কুংফু প্র্যাকটিস করতে ।
superb