জ্যোতিষ্ক মণডলী পরব ১
আমাদের জন্মভুমি চারদিকে রয়েছে বিসতৃত সীমাহিন মহাআকাশ।এ আসীম মহাআকাশ তাকালে দেখা যায় যে দিনে আলো এবং রাতে আন্ধকার।এদেরকে বলে জ্যোতিষ্ক।জ্যোতিষ্ক সাধারন্ত ৭ প্রকার।জেমনঃ১ \নিহারিকা ২\নক্ষএ ৩\গ্রহ ৪\উপগ্রহ ৫\ধুমকেতু ৬\ছায়াপাথ ৭\উল্কাপিন্ড|
১\নিহারিকাঃমহাআকাশের সাথে সাথে উজ্জ্বল সাদা মেঘের চরকির মত এক প্রকার জ্যোতিষ্ক দেখা যায় তাদেরকে বলে নিহারিকা|বিঞ্জানিদের মতে এক একটি নক্ষএ জগত|একটি নিহারিকার মধো কোটি কোটি নক্ষএ আছে|নিহারিকা গ্যাসে পূণ এবং প্রধানত ছায়াপথের সমতলে অবস্থান করে|নিহারিকা হতে শত শত নক্ষএ সৃটি হই।
আমি cool.dx.rip। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 338 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Abar asibo fire aro anek proshno ni e.
ধন্যবাদ ।