দেখতে চান মহাকাশ ষ্টেশন কখন আপনার মাথার উপর দিয়ে উড়ে যাবে? এদিকে আসুন পথ বাতলে দেই।

আমাদের মাথার উপর দিয়ে মহাশূন্যে পৃথিবী প্রদক্ষিন রত  কোন স্যাটেলাইট কিংবা আর্ন্তজাতিক মহাকাশ স্টেশন উড়ে গেলে সাধারনত আমরা না খেয়াল করার কারনে দেখতে পাইনা। আমরা কখনো জানতেই পারি না যে এই মুহুর্তে কিংবা একটু পরে বা কয়েক ঘন্টা আগে একটা আস্ত আর্ন্তজাতিক মহাকাশ স্টেশন উড়ে গেল বা যাবে। কিছুক্ষন আগেও আমি জানতাম না। নেটে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম একটা উপায়। বিষয়টি শেয়ার করতে টেকটিউনে আসলাম। চলুন প্রথমে দেখে নিই গুগোলের সাহায্যে পাওয়া সেই মহাকাশ স্টেশনের কিছু ছবি।

 মহাকাশে নিরন্তর ছুটন্ত ভাসমান আর্ন্তজাতিক মহাকাশ স্টেশন।

 মহাকাশে নিরন্তর ছুটন্ত ভাসমান আর্ন্তজাতিক মহাকাশ ‌স্টেশন।‌ (ছবি সুত্র)

‌আর্ন্তজাতিক মহাকাশ ‌স্টেশনে ভেড়ানো একটি স্পেস সাটল। (ছবি সুত্র)

‌আর্ন্তজাতিক মহাকাশ‌ স্টেশনে ভেড়ানো একটি স্পেস সাটল। (ছবি সুত্র)

‌আর্ন্তজাতিক মহাকাশ ‌স্টেশনে ভেড়ানো একটি স্পেস সাটল। (ছবি সুত্র)

‌আর্ন্তজাতিক মহাকাশ স্টেশনে ভেড়ানো একটি স্পেস সাটল। (ছবি সুত্র)

‌স্পেসওয়াকের সময় নভোচারীর চোখে মহাকাশ স্টেশন  ও পার্শ্বে ভেড়ানো একটি স্পেস সাটল। (ছবি সুত্র)

আমেরিকান সংস্থা নাসার একটি সার্ভিসের কল্যানে আপনার এলাকার উপর দিয়ে  উড়ে যাওয়া সেই আর্ন্তজাতিক মহাকাশ স্টেশনের অরবিটাল গতিপথের সময় ও গতিপথ জানতে পারবেন। এবং সম্ভাব্য সময়ে কোন টেলিস্কোপ ছাড়াই খালি চোখেই দেখতে পারেন যে  আর্ন্তজাতিক মহাকাশ স্টেশন আপনার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। হতে পারে সেটা আপনার জন্য এক মনোরম দৃশ্য।

এবার আমরা দেখবো, কিভাবে আমরা জানতে পারব যে কখন সেই আর্ন্তজাতিক মহাকাশ স্টেশন আপনার এলাকার উপর দিয়ে উড়ে যাবে। এজন্যে প্রথমে আপনাকে যেতে হবে এই লিংকে। এখানে আপনাকে আপনার ইমেইল ঠিকানা ব্যবহার করে নাসার সেই সার্ভিস সাইটে রেজিস্ট্রেশন  করতে হবে। এই সার্ভিস এক বছরের জন্য ফ্রি। রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিম্নে ক্রমানুযায়ী দেয়া হল।

ছবি নং ০১.

 ‌ছবি নং ০২.

ছবি নং ০৩.

‌ছবি নং ০৪.

এর পর আপনার মেইলের ইনবক্সে সাইট থেকে পাঠানো রেজিস্ট্রেশন কোড টি কপি -পেষ্ট করুন এবং আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। সবশেষে নিচের ছবির মত আসলে আপনার কাজ শেষ।

ছবি নং ০৫.

এখন থেকে নিয়মিত আপনার এলাকার উপর দিয়ে যাওয়া মহাকাশ স্টেশনের গতিপথ এবং সময় আপনার ইমেইলে চলে আসবে। আপনাকে শুধু মেইল চেক করতে হবে আর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এলাকায় নজর করতে হবে। চাইলে আপনার বন্ধু -বান্ধব কে এই পদ্ধতি ব্যবহার করে অবাক করে দিতে পারেন!! যে আপনি আগে থেকে বলতে পারেন কখন মহাকাশ স্টেশন আপনার এলাকা দিয়ে যাবে!!!!

আপনাদের ভাল লাগা বা এই বিষয়ে সাহায্য করার জন্যই এই টিউনের অবতারনা। জানিনা কতটুকু বোঝাতে পারলাম। কারও বুঝতে অসুবিধা হলে কমেন্টস করুন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করতে। সবাই ভাল থাকুন সুস্থ্য থাকুন এই কামনায় ..........

Level 2

আমি HEERA_81। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 286 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

My web http://heera81.wordpress.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার তথ্য। অসংখ্য ধন্যবাদ।

    Level 2

    আপনাকেও ধন্যবাদ প্রথম কমেন্টস এর জন্য।

Level 0

thank you nice post……..

    Level 2

    ধন্যবাদ। চেষ্টা করুন দেখতে পারেন কিনা।

station gulo ki adou tei khali chokhe dekha jai?

    Level 2

    চেষ্টা করুন দেখতে পারেন কিনা। তবে আবহাওয়া এবং উপযুক্ত আলো এক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হিসেবে দাঁড়াতে পারে।

অসাধারন তথ্য………
আসলেই কি খালি চোখে দেখা যাবে?

    Level 2

    @Bengals Tiger: চেষ্টা করুন দেখতে পারেন কিনা। তবে আবহাওয়া এবং উপযুক্ত আলো এক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হিসেবে দাঁড়াতে পারে।

সত্যিই, ভাল তথ্য ! এটা কি বাইনোকুলারে দ্যাখা যাবে?

    Level 2

    খালি চোখেই দেখা সম্ভব। বাইনোকুলারে দেখার সময় সূর্য্যের আলো খেয়াল রাখবেন। অতি বেগুনী রশ্মি সহ ক্ষতিকর রশ্মি চোখের ক্ষতির কারন হকত পারে। চেষ্টা করুন দেখতে পারেন কিনা। তবে আবহাওয়া এবং উপযুক্ত আলো এক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হিসেবে দাঁড়াতে পারে।

আরে!? একটা দারুন জিনিস দিলেন ভাই… খালি চোখে দেখতে পেলে তো ফাটাফাটি হবে।

    Level 2

    @পারিজাত: চেষ্টা করুন দেখতে পারেন কিনা। তবে আবহাওয়া এবং উপযুক্ত আলো এক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হিসেবে দাঁড়াতে পারে।

খালি চোখে?????????????????

    Level 2

    @সি‌.এম.তানভীর: চেষ্টা করুন দেখতে পারেন কিনা। তবে আবহাওয়া এবং উপযুক্ত আলো এক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হিসেবে দাঁড়াতে পারে।

শেয়ারের জন্য অনেক ধন্যবাদ।

খালি চোখে কিছু বুঝা যাবে মনে হয়। আচ্ছা, মাথার উপর দিয়ে যাওয়ার সময় ছবি উঠানো যাবে না? এ রকম কোন ছবি থাকলে একটু শেয়ার করবেন প্লিজ। তথ্যবহুল পোস্ট, দেখে ভালো লাগলো।

    Level 2

    চেষ্টা করুন দেখতে পারেন কিনা। তবে আবহাওয়া এবং উপযুক্ত আলো এক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হিসেবে দাঁড়াতে পারে। ক্যামেরা ঠিকমত ফোকাস করতে পারলে ছবি তুলতে পারবেন মনে হয়। আমি চেষ্টা করব পরবর্তীতে আরও আপডেট দেওয়ার জন্য। ধন্যবাদ।

চমৎকার শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Level 0

Ame to dakhar baira thaki…
Amr neja zila thaka daka jaba?

    Level 2

    @mhrimon: সাইটে ঢাকা ও চট্রগ্রাম শহর দেয়া আছে। এর সাথে একটু এদিক ওদিক করে প্রায় একই সময়ে দখো সম্ভব হবে। আমি নিজে দিনাজপুর জেলায় থাকি। আমিও আশা করি দেখতে পাব।

http://spotthestation.nasa.gov/
vai ei linke dhukte partesi na………aponar link ta ki thik ase ?

Level 0

খুব সুন্দর টিউন করার জন্য অনেক অনেক ধন্যবাদ…….
ভাই এটা কি শুধু ঢাকা এলাকার জন্য…………..উত্তরটা পেলে খুশি হবো।

    Level 2

    সাইটে ঢাকা ও চট্রগ্রাম শহর দেয়া আছে। এর সাথে একটু এদিক ওদিক করে প্রায় একই সময়ে দখো সম্ভব হবে। আমি নিজে দিনাজপুর জেলায় থাকি। আমিও আশা করি দেখতে পাব।

Level 2

nice informaton but agebole apni khali choke deksen naki. age apni dekhen tarpor sobi tole post koren then amra soro korbo.

    Level 2

    এর আগে এ রকম কিছু দেখেছিলাম। তার পর নেটে খোঁজাখুজি করে এই পথটা পেয়েছি। দেখি আপনার জন্য পরেরবার কিছু ছবি দিতে পারি কিনা চেষ্টা করব।

সুন্দর ত ।

Level 0

ভাই, চেষ্টা করলাম। কিন্তু কাজ হল না। দেখায় যে, an error occured

    Level 2

    এখন চেষ্টা করে দেখুন।

ভাই আসলে একটা মজার তথ্য দিলেন । ধন্যবাদ শেয়ার করার জন্য। তবে খালি চোখে দেখা যাবে এটা মানতে পারলাম না।

    Level 2

    দেখা যাক কি হয়!

অনেক ধন্যবাদ ভাই, কিন্তু খালি চোখে দেখা গেলে ভালো, না হলে তো গেলো।। :p

    Level 2

    চেষ্টা তো করি!

Level 2

খুব সুন্দর টিউন করার জন্য অনেক অনেক ধন্যবাদ

Level 0

apni nije ki deksen vai?

Level 0

jos moja pailam….tnx

    Level 2

    কতটুকু মজা ভাই?

Level 0

চমৎকার…………

করে রাখলাম, কাজ হলে দেখা যাবে , যদি কাজ হয়, ধন্যবাদ নিয়ে নিবেন ।

also very nice………………………

Level 0

আমার দুই বছর আগে একবার দেখার সৌভাগ্য হয়েছিল। ১০ মিনিটির মত সন্ধার আকাশে দেখতে পেরেছিলাম। অনেকটা তারা খসার মত দেখতে বাট স্পীড অনেক কম।

    Level 2

    আপনি ভাগ্যবান। আবার দেখতে পাবেন ইনশাল্লাহ্‌।

rgstsn korlam daki dakte pari kina ..:) sondhat hole dkate pabo sokale otha hobe na 😛

thank you bro.
please try to write this kind of post.
you are most well come