সত্যি ইন্টারনেট আমারদের জীবনকে করেছে কত সহজ, সবার জন্য ঞ্জানের দ্বারকে করেছে উম্মুক্ত । বছর খানেক আগেও ভাবিনি নিজের ঘরে বসে দেশ বিদেশ ঘুরে বেড়াবো google street এর সাহায্যে , সত্যি এরই মাঝে ঘুরে ফেলেছি ইউরোপের অনেক দেশ, সবচেয়ে ভালো লেগেছে ডেনমার্ক, আরো ঘুরেছি usa, canada আর australia । অনেক দিন ঘন্টার পর ঘন্টা ঘুরে বেড়িয়েছি ইউরোপের পথে পথে, খুব খারাপ লাগতো বিদেশের পথঘাট দেখতে যখন মনে পড়তো নিজের দেশের কথা , তবু ভাই নিজের দেশের মাটি সোনার চেয়ে খাটি।
কিন্তু সাগরের তলদেশে, এন্টার্কটিকা বা নাসার গবেষনা কেন্দ্রে যাবেন কিভাবে? হ্যা সেটিও সুযোগ করে দিয়েছে google , আরো কি কি দেখতে পাবেন তা বললাম না দেখে আসুন নিজের চোখেই। দেখতেই পারছেন URL টা google এর তাই নির্ভয়ে ঘুরে আসতে পারেন, কোন প্রকার বিঞ্জাপন ছাড়া বা শুধুই google এর দেওয়া তথ্য, সম্পুর্ন নিরাপাদ URL
আমি সামির কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Freelancer web designer !
vai laptop a picture show kore na .