আসসলামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন, আশা করি ভাল আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হলাম নতুন কিছু নিয়ে । তাই আর দেরী না করে লিখতে বসে পরলাম। আজ আপনাদের জন্য অন্য রকম একটা সফ্টওয়ার নিয়ে আসলাম যা দিয়ে আমরা একটা ষ্টীল ছবি কে কথা বলাতে পারি। আসুন এক নজর দেখে নেই কিভাবে ছবি কথা বলে।আর এ ইমেজকে কথা বলানের জন্য আমি ব্যবহার করছি একটি ছোট সফ্টওয়্যার। যার নাম Crazy Talk Media Studio যার ভার্সন v4.0 আমি ব্যবহার করছি এবং আপনাদের জন্য ও নিয়ে আসলাম। আসুন দেখি এটা কিভাবে ব্যবহার করা হয়।
আমরা প্রথমে সফ্টওয়্যারটাকে ডাউন লোড লিংক থেকে ডাউনলোড করে নেব এবং এক্সট্রাকটর করব। তার পর এই সফ্টওয়্যারটাকে পিসিতে সেটআপ করে নেব। তার পর নিচের চিত্র আনুযায়ী কাজ করব।
➡ ১ম ধাপ
Start মেনু থেকে সফ্টওয়্যারটি Run করাব।
➡ ২য় ধাপ-
আমাদের নির্বাচিত ইমেজ টি ওপেন করার জন্য লাল চিহ্নিত আইকনে ক্লিক করব।
➡ ৩য় ধাপ-
এখান থেকে বিভিন্ন টুল ব্যবহার করে আমরা ইমেজ এর সাইজ নির্ধারন করব।
➡ ৪র্থ ধাপ
এই ইমেজটির মত আমাদের সিলেক্ট করা ইমেজটিকে ১-৪ মার্ক গুলো রাখব।
➡ ৫ম ধাপ
➡ ৬ষ্ঠ ধাপ
এবার দেখুন আপনার ইমেজটি নড়াচড়া করছে এবং প্লে বাটনে ক্লিক করলে কথাও বলছে।
➡ ৭ম ধাপ
➡ ৮ম ধাপ
➡ এখান থেকে আমাদের পছন্দনিয় লেখা যোগ করতে পারি।
আমাদের কাজ করা ফাইলটি সেভ করার জন্য আমরা এই অপশনটি ব্যবহার করতে পারি।
সফ্টওয়্যারটি ডাউনলোড করার জন্য টিজে ভাইয়েরা আমার ব্লগে প্রবেশ করুন এখানে ক্লিক করুন
এই টিউনটি একই সঙ্গে আমার ব্লগে প্রকাশিত
আমি এম.জয় আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Download link den..:::::::::::