এবার “ইমেজ” কথা বলবে, তৈরি করুন নিজে নিজেই!

আসসলামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন, আশা করি ভাল আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হলাম নতুন কিছু নিয়ে ।  তাই আর দেরী না করে লিখতে বসে পরলাম। আজ আপনাদের জন্য অন্য রকম একটা সফ্টওয়ার নিয়ে আসলাম যা দিয়ে আমরা একটা ষ্টীল ছবি কে কথা বলাতে পারি। আসুন এক নজর দেখে নেই কিভাবে ছবি কথা বলে।আর এ ইমেজকে কথা বলানের জন্য আমি ব্যবহার করছি একটি ছোট সফ্টওয়্যার। যার নাম Crazy Talk Media Studio যার ভার্সন v4.0 আমি ব্যবহার করছি এবং আপনাদের জন্য ও নিয়ে আসলাম। আসুন দেখি এটা কিভাবে ব্যবহার করা হয়।

আমরা প্রথমে সফ্টওয়্যারটাকে ডাউন লোড লিংক থেকে ডাউনলোড করে নেব এবং এক্সট্রাকটর করব। তার পর এই সফ্টওয়্যারটাকে পিসিতে সেটআপ করে নেব। তার পর নিচের চিত্র আনুযায়ী কাজ করব।

➡ ১ম ধাপ

Start মেনু থেকে সফ্টওয়্যারটি Run করাব।

➡ ২য় ধাপ-

আমাদের নির্বাচিত ইমেজ টি ওপেন করার জন্য লাল চিহ্নিত আইকনে ক্লিক করব।

➡ ৩য় ধাপ-

এখান থেকে বিভিন্ন টুল ব্যবহার করে আমরা ইমেজ এর সাইজ নির্ধারন করব।

➡ ৪র্থ ধাপ

এই ইমেজটির মত আমাদের সিলেক্ট করা ইমেজটিকে ১-৪ মার্ক গুলো রাখব।

➡ ৫ম ধাপ

➡ ৬ষ্ঠ ধাপ

এবার দেখুন আপনার ইমেজটি নড়াচড়া করছে এবং প্লে বাটনে ক্লিক করলে কথাও বলছে।

➡ ৭ম ধাপ

➡ ৮ম ধাপ

➡ এখান থেকে আমাদের পছন্দনিয় লেখা যোগ করতে পারি।

আমাদের কাজ করা ফাইলটি সেভ করার জন্য আমরা এই অপশনটি ব্যবহার করতে পারি।

সফ্টওয়্যার ডাউনলোড

সফ্টওয়্যারটি ডাউনলোড করার জন্য টিজে ভাইয়েরা আমার ব্লগে প্রবেশ করুন এখানে  ক্লিক করুন

এই টিউনটি একই সঙ্গে আমার ব্লগে প্রকাশিত

Level 0

আমি এম.জয় আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Download link den..:::::::::::

Level 0

download link den na aisob ajira tune koren ken vai..Sob kisu thik thak kore tune korben ………………………… >:(

প্রিয় টিউনার,

টেকটিউনস নীতিমালা ১.১৩ অনুযায়ী – টিউন করে ডাউনলোড করার জন্য নিজের ব্লগে বা অন্য কোন ব্লগের ঠিকানা দেওয়া যাবে না। ডাউনলোডের জন্য নীতিমালা ১.১৬ মেনে প্রয়োজনীয় লিংক টিউন অবস্থান করতে হবে। প্রয়োজনে টিউনের মধ্যে “আমার ব্লগ বা সৌজনে” উল্লেখ করে সাক্ষার হিসেবে নিজের ব্লগের লিংক দেওয়া যাবে।

টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হলো।

টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।

আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনসকমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।

ধন্যবাদ টেকটিউনস এডমিন কে, আমাকে নীতিমালা সর্ম্পকে অবগত করানোর জন্য।

Level 0

ভাই সফটোয়্যার ডাউনলোড করলাম কিন্তু নসম,ওপেন করতে গেলে এই লেখাটি আসে…..full-duplex sound card required,check your sound device settings and try again. ভাই পরামর্শ চাই.

আমার ও একই সমসা……। দয়া করে এই সমস্যা থেকে মুক্তি পাবার উপায় বলে দিন……………আমি win-7(32 bit) use করি।

হ্যালো টিউনার, উপরের সমস্যার সমাধান কোথায়?