যারা বদলে দিয়েছে যোগাযোগ মাধ্যম, বদলে দিয়েছে পুরো পৃথিবী।

ইন্টারনেট আর কম্পিউটারের বিপ্লব অনেক দ্রুতই ঘটেছে। বিজ্ঞানের অন্য কোন শাখা এত দ্রুত বৃদ্ধি পায় নি। ইন্টারনেটে যাদের অবদান অনেক বেশি তেমনি কয়েক জন।


Vinton Gray "Vint" Cerf কে বলা হয় ইন্টারনেট এর জনক বা Father of Internet. একজন কম্পিউটার বিজ্ঞানী। বিস্তারিত।  তিনি ইন্টারনেট এর জনক উপাধিটি রবার্ট কানের সাথে ভাগ করেছেন। ইন্টারনেটকে ঘিরেই আজ সব কিছু ঘড়ে উঠতেছে। যোগাযোগ ব্যবসা সব কিছু। একটি মুহুর্ত কি ইন্টারনেট ছাড়া থাকা যায়?

Kahn.jpg

রবার্ট ইলিয়ট কান একজন আমেরিকান ইন্টারনেট উদ্যোক্তা, প্রকৌশলী, কম্পিউটার বিজ্ঞানী যিনি ভিন্টন সার্ফ এর সাথে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং ইন্টারনেট প্রোটোকল উদ্ভাবন করেছেন। ইন্টারনেট প্রোটোকলের সাথে হয়তো সবাই পরিচিত না, টেকনিক্যাল টার্ম বলে। একটি কম্পিউটার আরেকটি কম্পিউটারের সাথে ইন্টারনেটের মাধ্যমে  কানেক্টেড হওয়ার একটা মাধ্যম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল।

Tim Berners-Lee, WWW বা ওয়াল্ড ওয়াইড ওয়েব এর জনক। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ছাড়া একটা দিন ও এখন কল্পনা করতে পারি না। সব সময় ক্রোম ব্রাউজারে অনেক গুলো ট্যাব ওপেন করা থাকে। www ছাড়া যা সম্ভব ছিল না। উনার সম্পর্কে বিস্তারিত

Marc Andreessen, প্রথম সার্বজনীন ভাবে ব্রাউজার ব্যবহার করেছেন এবং Netscape Communications প্রতিষ্টা করেছেন। ব্রাউজার ছাড়া আমরা কোন ওয়েব সাইট ভিজিট করব কিভাবে?

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস