নতুন খবর মাছ ধরতে স্মার্টফোন

স্মার্টফোন প্রযুক্তির ইতিহাসে কত কিছুতেই তো নাম লেখল। এবার এ স্মার্টফোন আপনার মাছ ধরার কাজেও সহযোগিতা করতে চায়। ফ্লোরিডার ঋৎরফধু খধন কোমপানি সমপ্রতি মাছ ধরার এই অ্যাপ্লিকেশন বাজারে ছেড়েছে। এই
অ্যাপ্লিকেশনটি আই ফোন এবং অ্যান্ড্রয়েড উভয় অপারেটিং সিস্টেমেই পাওয়া যাচ্ছে। ডিপার নামের ২.৪ ইঞ্চি ব্যাসের একটি গোলাকার বল আপনাকে সাহায্য করবে স্মার্ট ফিশফাইন্ডার নামের এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে মাছ ধরতে।
ধরুন আপনি কোন পুকুর গেলেন মাছ ধরার জন্য আর আপনার সঙ্গে আছে ডিপার নামের গোলাকার ডিভাইসটি আর আপনার স্মার্ট ফোন অথবা ট্যাবলেটে ইন্সটল করা আছে স্মার্ট ফিশফাইন্ডার। আপনি মাছ ধরার সব আয়োজন সমপন্ন করে ডিপার টাকে ছুড়ে মারুন পানিতে। ভয় পাবেন না, কারণ ডিপারটি বানানো হয়েছে সমপূর্ণ ওয়াটার প্রুফ এবং শক প্রুফ ডিভাইস হিসেবে। ডিপার প্রথমে শব্দ তরঙ্গ ছড়িয়ে দেয়ার মাধ্যমে পুকেরের পানির নিচে মাছের অবস্থান নির্ধারণ করবে।
মাছেদের অবস্থানের প্রতিচ্চিত্র ডিপার ডিভাইসটি ব্লু-টুথের সাহায্যে আপনার স্মার্টফোন অথবা ট্যাবলেটে পাঠিয়ে দেবে। এজন্য আপনার স্মার্টফোন অথবা ট্যাবলেটে অবশ্যই স্মার্ট ফিশফাইন্ডার অ্যাপ্লিকেশনটি ইন্সটল থাকা লাগবে।
এর মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন পুকুরের কোথায় বড়শি ফেললে বেশি মাছ পাওয়ার সম্ভাবনা থাকবে। ডিপার এবং আপনার ফোন এর মধ্যবর্তী দূরত্ব ১৫০ ফুট অথবা ৫০ মিটারের মধ্যে থাকা বাঞ্ছনীয়, কারণ এই রেঞ্জের দূরত্বে ব্ল-টুথ ভালোভাবে তথ্য আদান-প্রদান করতে পারে।

Level 0

আমি অলক সর্মা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আল্লাহ পাক জানেন। ভবিষ্যতে আরও কি কি দেখতে হবে…..!!!!!

জটিল জিনিস !

টিউনটি পড়ে হাসতে হাসতে পেট বেথা হয়ে গেছে

Level New

isss pukur a to r mas e takbe na ohhh noooo