আমরা প্রায় ইউএসবি ড্রাইভ ব্যবহার করি। ডাটা ট্রান্সফার করার জন্য এর কোন জুড়ি নাই। এটি খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় ডাটা ট্রান্সফার করতে পারে। আর এই ইউএসবি ড্রাইভটিকে বিভিন্ন কোম্পানী যে কতভাবে সাজিয়েছে তা বলে শেষ করা যাবে না। তাই আমি আমার আজকের এই টিউনটিতে ইউএসবি ড্রাইভকে তুলে ধরেছি।
Nathan Gabriele এই ইউএসবি ড্রাইভটি ডিজাইন করেছে। এই যেমন ডাটা ট্রান্সফার করে তেমনি লাইটার হিসেবেও কাজ করে থাকে। এখন আপনারা মনে হয় ভয় পাচ্ছেন লাইটার হিসেবে কাজ করলে যদি ডাটা জ্বালিয়ে দেয়। দুশ্চিন্তার কোন কারণ নেই এটা ফ্রেমলেস। এটার একটা ব্যাটারী আছে যা ইউএসবি পোর্টের সাথে লাগিয়ে রিচার্জ করা যায়।
আমার দেখা ইউএসবি ড্রাইভের মধ্যে এই ইউএসবি ড্রাইভটি আমাকে বেশ অবাক করেছে। এটি দেখতে মুরগীর পায়ের মত। আমার তো মনে হয় যে এই ইউএসবি ড্রাইভটি তৈরি করেছে সে মুরগি খুব পছন্দ করে। এই ইউএসবি ড্রাইভটি ১ গিগাবাইট জায়গা ধারণ করতে পারে। এই ইউএসবি ড্রাইভটির মূল্য ধরা হয়েছে ৪৫ মার্কিন ডলার।
এটি হল Iron key USB drive। এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে সিকিউর ইউএসবি ড্রাইভ। এই ড্রাইভটি পাসওয়ার্ড প্রটেক্টটেড। তাই কোন ফাইল দেখার জন্য আপনাকে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। তবে আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তবে আপনাকে বিপদে পড়তে হবে। এই ইউএসবি ড্রাইভটি আপনাকে ১০ বার পাসওয়ার্ড ঢুকানো সুযোগ দেবে। যদি আপনি ১০ বারই পাসওয়ার্ড ভুল করেন তবে ইউএসবি ড্রাইভটি নিজেকে নিজে ধ্বংস করে দিবে এবং ড্রাইভের সব ডাটা মুছে ফেলবে।
এই ইউএসবি ড্রাইভটির নাম হল Fortune Cookie । এই ইউএসবি ড্রাইভগুলো যথাক্রমে ১ গিগাবাইট ও ২ গিগাবাইট জায়গা ধারণ করতে পারে। ১ গিগাবাইটের মূল হল ২৯.৯৯ মার্কিন ডলার ও ২ গিগাবাইটের মূল্য হল ৪৯.৯৯ মার্কিন ডলার।
এছাড়া আরো অনেক রকম ইউএসবি ড্রাইভ রয়েছে যেগুলোর আর বর্ণনা দিলাম না। শুধুমাত্র ছবিটি দিয়ে দিলাম।
আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
www.downloadzone3.tk
hummm……details enough…….tnx