আসসালামু আলাইকুম, টেকটিউনস বন্ধুরা কেমন আছেন সবাই ? আজ আপনাদের জন্য একটি চমৎকার জিনিস নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা আজ আমরা দেখব কিভাবে আমরা লেবু থেকে বিদ্যুৎ তৈরি করতে পারি । তাহলে চলুন দেখি কি করতে হবে -
বিশেষ দ্রষ্টব্য : এভাবে চারটি লেবু থেকে ৩ ভোল্ট বা তার বেশি বিদ্যুৎ উৎপন্ন হতে পারে। বেশি পরিমাণ লেবু ব্যাবহার করে ও উন্নত পাত ব্যাবহার করে বেশি বিদ্যুৎ উৎপন্ন করা যাবে যা দিয়ে মোবাইল এর ব্যাটারি চার্জ দেয়া সম্ভব হবে। 😀
সবাইকে ধন্যবাদ।
আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।
বেফুক মজা অ্যান্ড জ্ঞান পেলুম 😆 ……. আমার ইংলিশ ব্লগ http://technologytune.com/ সবাইকে লেখার জন্য আবেদন করা গেল
ছাত্র ও শিক্ষক ভাই, আপনার প্রত্যেকটা টিউনই অনেক উঁচু মানের এটাও তার ব্যতিক্রম নয় । তবে আপনাকে টিউনে আরও নিয়মিত চাই কারণ জানি , আপনার কাছ থেকে অনেক কিছু শেখার বাকী আছে ।
ভাল থাকবেন 🙂
আরেব্বাস! কী জিনিস দেখাইলেন ❓ ❗ পিজিক্স, কেম আর বায়ো সব একসাথে??!! 💡 আরেকটু আগে দিলে বিজ্ঞান মেলায় প্রজেক্ট হিসেবে দিতে পারতাম। 😆
যাই হোক, টিউনটি অসাধারণ, প্রিয়র ঝুলিতে রাখলাম।
অনেক ধন্যবাদ। 😀