লেবু থেকে বিদ্যুৎ উৎপাদন !!!

আসসালামু আলাইকুম, টেকটিউনস বন্ধুরা কেমন আছেন সবাই ? আজ আপনাদের জন্য একটি চমৎকার জিনিস নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা আজ আমরা দেখব কিভাবে আমরা লেবু থেকে বিদ্যুৎ তৈরি করতে পারি । তাহলে চলুন দেখি কি করতে হবে -

কি দরকার

  • তামার পাত বা মোটা তামার তার।
  • দস্তার পাত বা নতুন দেউতিন কেটে পাত বানিয়ে নেয়া।
  • রসালো লেবু।
  • ছুরি বা কাটার।
  • বৈদ্যুতিক তার।
  • টর্চ লাইট বাল্ব।

ছবিতে দেখুন

কি করতে হবে

  • প্রথমে মোটা তামার তার ও দেউটিনের পাতকে ভালভাবে পরিস্কার করে নিন।
  • এরপর একটি লেবু নিয়ে লেবুর এক প্রান্তে মোটা তামার তার ও অন্য প্রান্তে টিনের পাত ভালোভাবে গভীরে প্রবেশ করান।
  • এখন বৈদ্যুতিক তার মোটা তামার তারের সাথে ও আরেকটি তার টিনের পাতের সাথে যুক্ত করুন। এখানে তামার পাত ধনাত্মক ও টিনের ঋণাত্মক প্রান্ত হিসেবে বিবেচিত হবে।
  • এখন বৈদ্যুতিক তারের প্রান্ত দুটিকে বাল্বের সাথে যুক্ত করুন। এক্ষেত্রে বাল্ব নাও জ্বলতে পারে কারন এতে খুব অল্প পরিমান বিদ্যুৎ উৎপন্ন হয়।
  • এবার সমান আকারের চারটি লেবু নিন বা একটি লেবুকে কেটে চারটি ভাগ করে নিন এবং প্রত্যেকটির সাথে দুই প্রান্তে তামা ও টিনের পাত যুক্ত করুন।
  • এখন একটি লেবুর তামার পাতের সাথে অন্য লেবুর টিনের পাত বৈদ্যুতিক তারের মাধ্যমে যুক্ত করুন।
  • এরপর বাল্বের সাথে যুক্ত করুন।দেখবেন বাল্বটি জ্বলে উঠবে।

মূল্যবান কথা

  • তামার পাত ও দস্তার পাত যত ভাল ও পরিস্কার হবে কাজ তত ভাল হবে।
  • লেবু যত রসালো হবে কাজ তত ভাল হবে।
  • দেউতিনের উপর দস্তার প্রলেপ দেয়া থাকে তাই টিনের পাত কেটে টা দস্তার পাত হিসেবে ব্যাবহার করা হয়েছে ।

বিশেষ দ্রষ্টব্য : এভাবে চারটি লেবু থেকে ৩ ভোল্ট বা তার বেশি বিদ্যুৎ উৎপন্ন হতে পারে। বেশি পরিমাণ লেবু ব্যাবহার করে ও উন্নত পাত ব্যাবহার করে বেশি বিদ্যুৎ উৎপন্ন করা যাবে যা দিয়ে মোবাইল এর ব্যাটারি চার্জ দেয়া সম্ভব হবে। 😀

ছবিতে দেখুন

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরেব্বাস! কী জিনিস দেখাইলেন ❓ ❗ পিজিক্স, কেম আর বায়ো সব একসাথে??!! 💡 আরেকটু আগে দিলে বিজ্ঞান মেলায় প্রজেক্ট হিসেবে দিতে পারতাম। 😆
যাই হোক, টিউনটি অসাধারণ, প্রিয়র ঝুলিতে রাখলাম। :mrgreen:
অনেক ধন্যবাদ। 😀

স্যার দয়া করে কোন বই থেকে এসব পান বইয়ের ও লেখকের নাম বলবেন কি ? এখানে বলতে অসুবিধা হলে আমাকে মেইল করে জানাতে পারেন
kayesএটoviডট কম
এট=@
ডট=.

kotokhon jolbe?

বেফুক মজা অ্যান্ড জ্ঞান পেলুম 😆 ……. আমার ইংলিশ ব্লগ http://technologytune.com/ সবাইকে লেখার জন্য আবেদন করা গেল

ki light jolba.led light,na bolbe light,sposto kora bolben ki?

    @nazmulfeni4: এভাবে চারটি লেবু থেকে ৩ ভোল্ট বা তার বেশি বিদ্যুৎ উৎপন্ন হতে পারে। এক্ষেত্রে এল ই ডি লাইট জ্বলবে। যত বেশি লেবু নিবেন তত বেশি ভোল্ট উৎপন্ন হবে। তখন ভোল্টের হিসাব অনুযায়ী লাইট জ্বালাতে পারবেন। ধন্যবাদ।

হায় হায় ! আজিব কান্ডকারখানা !

Nice

Level 0

ইহা আমি কি দেখিলাম!!!! ধন্যবাদ আপনাকে এইরকম একটি চমৎকার জিনিস উপহার দেবার জন্য।

Level 0

Olllalllla………..ooollllllllllallllllaaaaa

কি দেখালেন গুরু………

super boss…….Ostir shob kando karkhana

আমি প্রচন্ড অসুস্থ। আপনাদের কে প্রোগ্রামিং গাইড দিতে পারছিনা। তারপরে ও আপনাকে কমেন্ট না করে পারলাম না।এটা আগে জানতাম।কিন্তু উপস্থাপনা আপনার অনেক ভালো। দোয়া করবেন আমার জন্য।শরীর অনেক খারাপ।

Level 0

ছাত্র ও শিক্ষক ভাই, আপনার প্রত্যেকটা টিউনই অনেক উঁচু মানের এটাও তার ব্যতিক্রম নয় । তবে আপনাকে টিউনে আরও নিয়মিত চাই কারণ জানি , আপনার কাছ থেকে অনেক কিছু শেখার বাকী আছে ।
ভাল থাকবেন 🙂

অসাধারন সুন্দর টিউন অনেক ভাল লাগল,ধন্যবাদ টিউনের জন্য।

Thank you

dasher load shading ar sommossha shes

Level 0

ei tune ti lebu bikreta jodi dekhe tahole amader lebu kinte khobor ache.

Moja korlam

Onek sundor laglo.

অনেক ভাল লাগল । আর ও নতুন কিছু ডিস্কভার করুন ।আপনাদের সাথে আছি ।

nice!

Level 0

দস্তার কাজ দেউটিন ছাড়া আর কি কি দি হবে?

Level 2

খাইসে আমারে !!!

মধু মধু…

Level 0

apnar to biggani der liste thakar kotha akhane ki koren.just jossssssssssssssss.

Level New

ak kothay. awsamsala!!!!!!!!!!!!!1