হ্যা,আসলেই কথাটা সত্যি। WaterCar Python বিশ্বের প্রথম পানিতে চালিত গাড়ী।তবে এটা পুরোপুরি পানিতে চলে না।মূলত এটিতে বোট এবং গাড়ী এই দু'য়ের সংমিশ্রন ঘটানো হয়েছে।যখন এতে ওয়াটার মোড সিলেক্ট করে হবে তখন এটি পানিতে একটি বোট যেভাবে চলে ঠিক সেইভাবে চলবে।আবার যখন এতে কার মোড সিলেক্ট করা হবে তখন এটি গাড়ির মতই চলবে।তবে এটি কেনার জন্য এখন বাজারে আসেনি।এই গাড়ী কিনে তারপর একে পছন্দমত কাস্টমাইজড করা হয়ে থাকে।নিচে water car paython এর কিছু ছবি দিলাম।
টিউন পড়ার জন্য ধন্যবাদ,ভালো মনে করলে মন্তব্য করবেন।
[প্রথম প্রকাশ iloveubangladesh.blogspot.com]
আমি rahat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 48 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো কিছু দিতে চাই সব সময়।
খুবই ভাল একটি লেখা …….. চালিয়ে যান…….