আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন আপনারা আশাকরি ভালো। ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ফেসবুক এখন এক অপরিহার্য অংশ।আপনার ফেসবুক প্রোফাইলটি কিভাবে এই সাইটের মত সুন্দর করে ডিজাইন করা যায় যাতে থাকবে বিভিন্ন বন্ধুর সাথে আপনার ফ্রেন্ডশিপ , বাবহ্রিত আপস , ফটোস সহ আপনার ইনফো খুবই আকর্ষণীয় করতে পারবেন। তাই সেটা কিভাবে করা যায় , তা অতি সুন্দর করে আপনাদের সামনে উপাস্থাপনা করব। আর এটি করার জন্য যা আপনাকে যেটা করতে হবে সেটা হল।এখানে কিল্ক করে আপনার ফেসবুক লগিন করুণ।যে পেজ আসবে সেখান থেকে Get timeline ক্লিক করুণ।
তারপর যে পেজ আসবে সেখান থেকে published বাটনে কিল্ক করলে আপনার ফেসবুক ডিজাইন করার কাজ শেষ।
তারপর আপনার কাভার পেজ সাজিয়ে নিন ।
আর এর সাহায্যে আপনার অ্যাকাউন্ট এর কভার সহ আপনার ওয়াল পোস্টগুলো সুন্দরভাবে সাজাতে পারবেন ।আর কোন অসুবিধা হলে আমাকে জানাতে ভুল করবেন না প্লিচ।
এ পোষ্ট টি পূর্বে আমার ব্লগে প্রকাশিত হয়েছে
আমি Admin Ruhul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি রুহুল আমিন খুলনা সরকারি বি,এল কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সম্মান শেষ বর্ষের পরীক্ষা দিয়েছি ।আমি বর্তমানে ওয়েব ডিজাইনের কাজ করছি। আমার সাইট www.netzonebd.com, www.pcehlpline24.com
😯 😕 😆