কোরআন শরীফ-এর ”মূল সূরা”(আল কোরআনেও এর দ্বিতীয় নেই)- কোনটি আপনি কি জানেন ও এর ফজিলত কত বড় দেখুন।কেউ মিস করবেন না অনুরোধ?

Level 2
Design supervisor, Samsung To Build Terminal-3 Airport, Dhaka

সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’

  • কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ঠ হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য টিউন।
  • আল-কোরআনে সবচেয়ে বেশি (এই সূরাটির মধ্যে) আল্লাহর প্রতি ভালবাসা ও ফজিল বলা আছে।আল্লাহ ও হুযুর সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম নামাজের দাওয়াত কেন দিতে বলে এবং কেন নামাজে আসার জন্য আহ্ববান করে,এক বার পড়ে দেখুন।

সূরা -ফাতিহা

  •  সূরা ফাতিহাকে বলা হয় ''উম্মুল কোরআন ''( কোরআন শরীফ-এর মূল) ‘উম্মুল কিতাব’ কোরআন এর মা, ‘কোরআন-নুল আজিম’ মহাগ্রন্থ আল কোরআন বলা হয়, সমস্ত আসমানী কিতাবে যা নাযিল হয়েছে তা সবই বরং তার চেয়ে বেশি হুকুম নাযিল হয়েছে কোরআন শরীফ-এর মধ্যে।পুরো কুরআন শরীফ-এ যা নাযিল হয়েছে তা সবই বর্ণিত রয়েছে সূরা ফাতিহা-এর মধ্যে  ।সূরাতুল-ফাতিহার আয়াত সংখ্যা ৭। প্রথম তিনটি আয়াতে আল্লাহ্'র প্রশংসা এবং শেষের তিনটি আয়াতে মানুষের পক্ষ থেকে আল্লাহ্'র নিকট প্রার্থনা ও দরখাস্তের বিষয়বস্তুর মিশ্রণ। মধ্যের একটি আয়াত প্রশংসা ও দোয়া ।এই সূরার মধ্যে খালিক, মালিক, রব, আল্লাহ জাল্লা শানহু-এর পরিচয় বর্ণনা করা হয়েছে।

===হুযুর সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর হাদিস===

‘‘তোমরা কিরূপ লোক থেকে তোমাদের দ্বীন (ইলম বা নছীহত) গ্রহণ করছো, তা ভালোরূপে লক্ষ করো  এবং যে, আল্লাহর হাতে আমার জীবন-মরণ, আমি তাঁর শপথ করে বলছি, সূরা আল-ফাতিহার দৃষ্টান্ত তাওরাত, ইনজীল, যাবুর সহ অন্য কোন আসমানী কিতাবে তো নেই-ই, এমনকি পবিত্র আল কোরআনেও এর দ্বিতীয় নেই।''

(বোখারী শরীফ,মুসলিম, তিরমিযী, মেশকাত, শরহে নববী, মোজাহেরে হক্ব,শরহুত্ ত্বীবী,মায়ারেফুস সুনান, মেরকাত, লুমাত, আশয়াতুল লুমাত,  তা’লীকুছ ছবীহ, )

  • যে কারণে সূরা ফাতিহা ফরয, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব সব নামাজেই এবং প্রত্যেক রাকায়াতেই পড়াটা অপরিহার্য করে দেয়া হয়েছে।সূরায়ে ফাতিহা প্রত্যেক ''রোগের'' ঔষধ বিশেষ( সূরায়ে শেফা)ও বলা হয়েছে।
  • এমন কোন মুসলমান পাওয়া যাবে না যে নামায পড়ে অথচ সূরা ফাতিহা জানে না। আবার যারা সূরা ফাতিহা জানে তারা কম বেশি প্রত্যেকেই সূরা ফাতিহার অর্থ সম্পর্কে জ্ঞান রাখে।অতঃপর আল্লাহ পাক-এর নিয়ামতপ্রাপ্ত রসূল ও আউলিয়ায়ে কিরামগণের পরিচয় তুলে ধরে উনাদের পথে চলার জন্য আদেশ করা হয়েছে।আউলিয়াদের প্রতি আল্লাহর আয়াত নাজিল হয়েছে- ‍”আলা ইন্না আওলিয়া আল্লাহি লা খাউফুন …..ইয়্যাহ জানুন অর্থ- জানিও নিশ্চয় আল্লাহর আওলিয়াদের কোন ভয় নাই তাঁরা দু:খিত হইবে না” সূরা-১০:৬২।

হযরত খাজা মঈন উদ্দিন চিশতী (রহঃ) কর্তৃক বর্ণিত আক্ষরিক( নেকী)

সূরা ফাতিহা

আলহামদু=শব্দটিতে ৫টি অক্ষর :আছে। পাঠকারীকে ৫ ওয়াক্ত নামাজের মধ্যে কোন ভুল ত্র“টি থাকিলে ক্ষমা করিয়া দেওয়া হয়।

লিল্লাহ=পর্যন্ত ৮টি অক্ষর : পাঠকারীর জন্য বেহেশতের ৮টি দরজা খুলিয়া দেওয়া হয়।

রাব্বিল আল আমিন=পর্যন্ত ১৮টি অক্ষর: পাঠকারীকে ১৮ হাজার মাখলুকাতের ইবাদাতের সওয়াব দেওয়া হয়।

আর রাহমান=পর্যন্ত ২৪টি অক্ষর:পাঠকারীকে ২৪ ঘন্টার কৃত পাপ হইতে রেহাই দেওয়া হয়।

আর রাহিম=পর্যন্ত ৩০টি অক্ষর: পাঠকারী কিয়ামতের মাঠে ৩০ হাজার বছরের পুলসিরাত বিদ্যুৎ গতিতে অতিক্রম করবে।

মালীকি ইয়াওমিদ্দিন=পর্যন্ত ৪২টি অক্ষর: পাঠকারীকে ১ বৎসরের পাপ ক্ষমা করা হয়।

ইয়া কানাবুদু=পর্যন্ত ৫০টি অক্ষর: পাঠকারীর সহিত কেয়ামতে ৫০ হাজার বছরের সমতুল্য দিনে কৃপা পূর্ণ ব্যবহার করা হবে।

ওইয়াকানাসতাইন=পর্যন্ত ৬১টি অক্ষর: পাঠকারীকে আসমান, জমিনে ৬১টি রহমতের দরিয়ার প্রতি বিন্দু পানির সমতুল্য সওয়াব দেওয়া হইবে এবং গুনাহ আমল নামা হইতে ধুইয়া ফেলা হইবে।

ইহ দিনাস সিরাত্বাল মুসতাকিম=পর্যন্ত ৮০টি অক্ষর:পাঠকারীকে সরাব পান হইতে বাঁচাইয়া উহার ৮০ দোররা শাস্তি হইতে রক্ষা করিবে।

সিরাত্বল্লাজিনা আন-আমতা আলাইহিম’'=পর্যন্ত ৯৯টি অক্ষর: পাঠকারী আল্লাহ তালার ৯৯ নাম অবলম্বনে সমস্ত জিকিরের সওয়াব পাইবে।

গাইরিল মাগদুবে আলাইহিম''=পর্যন্ত ১১৪টি অক্ষর” পাঠকারীকে কোরান শরীফের ১১৪টি সূরা পাঠকারীর সমষ্টির সওয়াব দেওয়া হইবে।

ওয়ালাদ দোয়ালিন=পর্যন্ত ১২৪টি অক্ষর। যিনি পাঠ করবেন তিনি ১ লক্ষ ২৪ হাজার পয়গাম্বরের এবাদতের সমষ্টির  সওয়াব পাবেন।

<<<<<সূরা আল-ফাতিহার বাংলা অনুবাদ>>>>>

মক্কায় অবতীর্ণঃ আয়াত সাত

''পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্'র নামে আরম্ভ করছি''

() যাবতীয় প্রশংসা আল্লাহ্ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।

() যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।

() যিনি বিচার দিনের মালিক।

() আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।

() আমাদেরকে সরল পথ দেখাও,

() যে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নেয়ামত দান করেছ।

() তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হযেছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।''

*আশারাখি আল্লাহ আমাদের বেশি বেশি এই সূরাটি নামাজের মধ্যে ইমামসাহেব যেভাবে তেলওয়াত করে ঠিক সেভাবে আমারও নামজে পড়তে পারি।আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক আমিন। সুতরাং সুরা  ফাতিহার আমল যে রপ্ত করতে পারবে সে আল্লাহর  এমন সব কুদরত প্রত্যক্ষ করবে যা বর্ণনা করা সম্ভব নয়।

বি:দ্র-

  • *মঈন উদ্দিন চিশতী (রহঃ)বিষয় এ জানার জন্য-http://www.khwajamoinuddinchishti.com/
  • আমাদের মাজে একটা সমস্যা কি নামাজ-কালাম এর খবর নেই আর ইসলাম ,কুরআন, সুন্নাহ , এ বাড়াবাড়ি কিংবা সংযোজন, পরিবর্তন হচ্ছে।আমি আবারো বলি ইসলাম সঠিক ভাবে প্রচারে মুসলমান ভাইরা এগিয়ে আশুন।

 

আপনাদের সুবিধার্থে
এই প্রত্যাশা রেখে
আল্লাহ হাফেজ”

*আপনাদের কাছে একটা অনুরোধ ''নিজের জন্য সবকিছু শিখুন,নিজ এবং কারো ক্ষতি করার জন্য নয়, সে যেই হোক'' আল্লাহ মাফ করার মালিক।কোরআনহাদিস পডুন।আরেক মুসলমান কে-কষ্ট হলেও এ সুখবর পৌছেদিন মুসলমান ভাই হিসেবে খুশি হব।একটু দেখেন....

*‘মাহে-রমজান ‘সঠিক ভাবে রোযা রাখার নিয়ম ?আশুন সঠিক ভাবে জেনে নেই?

 *নামাজ নিয়ে কোরআনে কিছু গুরুতপূর্ন কথা।ইসলামে (সালাত)নামাজ এর অবস্থান ।একটু দেখেন,ভালকিছু জানবেন?

Level 2

আমি মঈন খাঁন। Design supervisor, Samsung To Build Terminal-3 Airport, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 610 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুব ভাল লিখেছেন।

    Level 2

    ধন্যবাদ।
    ভালো থাকবেন।

      ভাই আপনাকে ধন্যবাদ কষ্ট করে এত বড় একটি টিউন আমাদের সবার মাঝে উপহার দেয়ার জন্য।

      Level 2

      আল্লাহ আমাদের বেশি বেশি পড়তে পারি।আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক আমিন””’

Level 2

apni amar khub posonder 1 jon tuner.sob somoy hadit quran nie kotha bolen.amra r koto din bachbo?allah’r rastay amader sobaike chola uchit.nirzon alo bhai u r great.i pray for you.apni ai rokom tune kore jan allah apnar sohai hoben.god bless u.1 ta jinish janar silo jodi bolten khub upokar hoto.ami bangla kivabe lokhbo?ki ki lagbe?jodi details bolten.ami computer valo bujina.

    Level 2

    ধন্যবাদ।
    সবাইকে আল্লাহ হেদায়েত করুন(আমিন)।ফ্রি বাংলা লেখার সফটওয়্যার অভ্র ,আপনার -এখন থেকে বিজয় বা অনান্য বাংলা কীবোর্ড কমিপউটারে ইনস্টল না থাকলেও হবে। অভ্র সফটওয়্যাটি পাওয়া যাবে http://www.omicronlab.com থেকে।

আসসালামুআলাইকৃম। খুব সুন্দর টিউন। অনেক ব্যস্ততার মাঝে থাকার কারনে আমরা আমাদের সৃষ্টি কর্তার দেওয়া বিধানকে নিয়ে কখনো চিন্তা ভাবনা করার সময় পাইনা বা সময় পেলেও এর গুরুত্ব দেইনা। তাই প্রযুক্তিগত বিষয় জানার পাশাপাশি আমাদের আত্মার উন্নতির জন্যে এধরনের টিউন খুবই গুরুত্বপূর্ন । ধন্যবাদ ভাই।

    Level 2

    ধন্যবাদ,
    ওয়ালাইকুমআসসালাম-ঠিক বলছেন,আজ প্রযুক্তিগত বিষয় গুলো আমরা কোরআন থেকে পেয়েছি। কিন্ত, এই কুরআন-হাদিস এর প্রতি যদি আমাদের নিজ আমল ও অন্যকে কোরআন এর সংবাদ পৌছানো এবং সে বেক্তি কে উৎসাহ সহ শিখানো আমাদের একান্ত দ্বায়িত।

Level 0

খুব ভাল লিখেছেন।
ধন্যবাদ।
ভালো থাকবেন।

    Level 2

    ধন্যবাদ।
    আপনাকে ,,,,,,,,

কমেন্ট করা আমার কাছে সবচেয়ে বিরক্তি কর ব্যাপার । কিন্তু টিউনটা দেখে সেটা ভুলে গেলাম। আসলে নেট সার্চ করে কেউ একটা সফ্‌টওয়্যার পেল আর লিখে দিল এটার দাম হাজার ইউ.এস.ডলার। এটা আপনাদের দিচ্ছি। আপনি বিশ্বাস করছেন না? তাহলে ওদের অফিসিয়াল সাইটে গিয়ে দেখে আসতে পারেন। এই সব টিউন আমরা আর চাইনা। আমরা এখন চাই যে যে দিকে আছেন একটা বিষয় নিয়ে লিখে যান। টিউটোরিয়ালের মতো করে এতে নবীনরা ও আমরা কিছু শিখতে পারব। টেকটিউন এর প্রথম পাতায় আছে একটি টিউন ফটোশপ পারেন না তাতে কি হয়েছে। এটা দেখুন। আমি আবারো বলছি একটু কষ্ট করে ফটোশপ দেখেন। এর বিকল্প নাই। আমি চ্যালেন্স করতে পারি। অন্য যে কোন গ্রাফিক্স সফ্‌টওয়্যারের চেয়ে ফটোশপে কাজ করা অনেক সহজ। আর বর্তমানে যে পরিমান টিউন হচ্ছে তাতে দেখা যায় বাংলা লিখতে পারলে আর নেট সার্চ করতে পারলেই টিউনার। কিন্তু আপনার লেখাটিতে অনেক তথ্য ছিল।ধন্যবাদ চালিয়ে যান । আমরা পাশে আছি। কোন ভুল হলে সমালোচনা করে সেটা সুধরে দেব। আস্তে আস্তে বড় টিউনার হয়ে যাবেন। ইনশাল্লাহ।

    Level 2

    ধন্যবাদ।
    িমরাজ@
    ””টেকটিউন এর প্রথম পাতায় আছে একটি টিউন ফটোশপ পারেন না তাতে কি হয়েছে। এটা দেখুন। আমি আবারো বলছি একটু কষ্ট করে ফটোশপ দেখেন। এর বিকল্প নাই। আমি চ্যালেন্স করতে পারি। অন্য যে কোন গ্রাফিক্স সফ্‌টওয়্যারের চেয়ে ফটোশপে কাজ করা অনেক সহজ।””’

    *সবাই কে যে কোন কাজ প্রাথমিক ভাবে জানতে হয়।তার পরে বিস্তারিত জানা ভালো ।যারা নতুন তাদের সাথে চ্যালেন্স করলে তারা প্রথমে ভয় পাবে।

Level 0

খুব সুন্দর টিউন
ধন্যবাদ আপনাকে

    Level 2

    ধন্যবাদ।
    আশা করি আপনাদের সবার কাজে লগবে।

Level 0

ওয়ালাইকুমআসসালাম, ভাই অনেক ভাল লিখেছেন !
বেশ সাজানো-গোছানো ছিল…।।

    Level 2

    ধন্যবাদ,
    পাশে থাকার জন্য…..

সূরা ফাতিহার যে ফজিলত লিখলেন তার দলীল কি? সহীহ হাদীসের দলীল ছাড়া আপনি কোন ফজিলত বললে তা রাসূল সাঃ এর প্রতি মিথ্যা অপবাদ দেয়া হবে । মঈনুদ্দীন চিশতীর মত সুফি , পীর এরা ইসলামের দলীল নয় । সুফি পীর ফকিরদের মধ্যে সহীহ সুন্নাহ বিরোধী অনেক কথা প্রচলিত আছে । আমরা শুধু কুরআন এবং সুন্নাহ মানতে নির্দেশিত ।

    Level 2

    ধন্যবাদ।
    মঈন উদ্দিন চিশতী (রহঃ) হচ্ছে হুযুর সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর নাতি ইমাম হাসান (র:)বংশধর(যদি না জানা থাকে তাহলে কোন ইমাম কে বলবেন তাহলে হবে সত্যি নাকি মিথ্যা)।আউলিয়ায়ে কিরামগণের সম্পর্কে না জেনে কোন কিছু বলা ঠিক না।মঈন উদ্দিন চিশতী (রহঃ)এর হাতে লাখ এর উপর কাফের-রা মুসলমান হয়েছে।আপসোস ,আপনি আর আমি একজন কাফের ব্যাক্তি কে মসুলমান বানাতে পারি নি।আর আপনি কুরআন এবং সুন্নাহ মত চলার কতটুকু মানেন।এখানে সুরা ফাতিহার বর্ননা দেওয়া হয়েছে।এখানে টাকা পয়সা পীর কে দিতে বলা হয় নাই।টিউন টায় হুযুর সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম যে আদেশ করেছে সে লেখাটা পড়লে তখনই বুঝবেন ফজিলত টা কি?সাবধান,আল্লহকে নারাজ করে আমি ও আপনারা যেন ঈমান হারা না হই।

    Level 0

    @ABU TASNEEM: আওলিয়াদের সম্পর্কে আপনার মন্তব্যটি দৃষ্টতাপূর্ণ। সাবধান। আওলিয়াদের প্রতি আল্লাহর আয়াত নাজিল হয়েছে- ‍”আলা ইন্না আওলিয়া আল্লাহি লা খাউফুন …..ইয়্যাহ জানুন” অর্থ- জানিও নিশ্চয় আল্লাহর আওলিয়াদের কোন ভয় নাই তাঁরা দু:খিত হইবে না” ১০:৬২। কোরআন মানলেন অথচ কোরআনের আয়াত মানলেন না! তাই ভাই দৃষ্ঠতা পরিহার করে ক্ষমা প্রর্থনা করুণ। NirzonAlo কে ধন্যবাদ।

আমি সবগুলো টিউন পড়ি, কিন্তু সব টিউনে মন্তব্য করি না… আপনার টিউনটা অনেক ভাল লাগলো তাই মন্তব্য করতে বাধ্য হলাম। অসাধারন হয়েছে… সামনে এরকম টিউন আরো চাই!!! পরিশেষে ধন্যবাদ, ভাল থাকবেন।

Level 0

মঈন উদ্দিন চিশতী (রহঃ) হচ্ছে হুযুর সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর নাতি ইমাম হাসান (র:)বংশধর। এর দলিলটা কি আপনি কোথাও পড়েছেন।যদি পড়ে থাকেন দয়া করে লিংকটা সেয়ার করবেন। সূরা ফাতিহার যে ফজিলত লিখলেন তা কি কোন হাদীস শরীফে উল্যেখিত -থাকলে রেফারেনস দেবেন।
মহান আল্লার গুনগান করা ভাল তবে আল্লাহ ও রাছুলের নির্দেশিকা অনুসরেন করে তা করতে হবে নতুবা হিতে বিপরিত হওয়ার সম্ববনাই বেশি। আর ইসলাম ,কুরআন, সুন্নাহ , এ বাড়াবাড়ি কিংবা সংযোজন, পরিবর্তন এর সুযোগ নেই।(বিদাত)
—–ভাইয়া কিছু মনে করবেন না । ভুল হলে মাফ করেবন ।

    Level 2

    ধন্যবাদ।
    হাদিস অনুযায়ি টিউনে প্রুফ দেওয়া আছে।আর মঈন উদ্দিন চিশতী (রহঃ)ফজিলত এর কথা (1167 A.D)ইসলাম প্রচার করার সময় আক্ষরিক(নেকী)কথা বলেছেন।আর মনে রাখবেন হুযুর সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর কথা সাহাবির মাধ্যমে হাদিস পেয়ে থাকি এবংমঈন উদ্দিন চিশতী (রহঃ) সাহাবি না তিনি আউলিয়ায়ে-ইকিরাম।

    *সুফি খাজা মইনুদ্দীন চিশতির(র:) কে শ্রদ্ধা জানাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি হেলিকপ্টারে করে আজমিরে মাজার জিয়ারত করতে রওনা হন=
    Wed, Jan 13th, 2010=
    (http://www.bdnews24.com/bangla/details.php?id=118194&cid=2)

    *আমি ও আপনে মসুলমান। একজন ভাই আরেক ভাই এর পাশে যদি ইসলামের জন্য না কাজ করি তাহলে মরার পর আল্লহর কাছে কি জবাব দেব।

Level New

আল্লাহ্‌ পাক যেন দুনিয়াতে যত দিন থাকি, ততদিন আমল করার তৌফিক দান করেন _ আমীন।

    Level 2

    ধন্যবাদ।
    আমীন।

Level 0

valo legeche…ar ekta kotha valo legeche je Islam shothik vabe prochar kora uchit.akhon Islam er onek apoprochar hocche ja manush ke confuused kore dicche..

    Level 2

    ধন্যবাদ।
    INSHA-ALLAH সঠিক বিষয় নিয়ে আমরা একসাথে কাজ করবো।

    ”””একটা কথায় আছে নামাজ নাই ,কালাম নাই, আমি পীর0এখন ৫০০ টাকা দেন আর কোন চিন্তা করবেন না।””

ASSALAMUALIKUM,…….Khub Valo laglo……Asha kori r o onek kisu jante parbo….INSHA-ALLAH.

    Level 2

    ধন্যবাদ।
    ভালো …….থাকবেন।

কোরআন হাদীশের রেফারেন্স দিকে কথা বলাই শ্রেয় ।

    Level 2

    ধন্যবাদ।
    এই হিন্দুস্থান (ভারত)যুদ্ধ করে সুফি খাজা মইনুদ্দীন চিশতির(র:)ই মুসলমানদের বিজয় এনে দিয়েছে।ইসলাম প্রচার এবং কোরআন ও হাদিস পড়ানোর জন্য,এখন আমরা আউলিয়ায়ে-ইকিরাম দের নিয়ে কত রকম কথা বলি।

অসাধারণ আপনাকে ধন্যবাদ।

    Level 2

    ধন্যবাদ।
    আপনাকে……

Level 0

apnake onek thx , karon ai rokom kokhono dekhinai ok thx again onno kisu thakle diyen

    Level 2

    ধন্যবাদ।
    ভাই,ইসলাম প্রচারে হুযুর সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর কথা মত ইসলাম প্রচার এ সাহাবি থেকে শুরু করে শেষ আউলিয়ায়ে-ইকিরাম গন জিহাদ করে।

Level 0

You are right Mr. ABU Tasneem. If Khaza Mainuddin Chisti alive now he should support your comments.

    Level 2

    ধন্যবাদ।
    ভাই,এখানে সূরা ফাতিহাকে বেশি বেশি পাঠ করার জন্য সবাইকে বলা।আর আপনেদের কি সুন্দুর মাতামত।

Level 0

আসসালামুআলাইকুম, জাল হাদিস ছিনার একটা মাত্র উপায় হল, যে হাদিস এ বেশি বেশি ছওয়াব এর কথা উল্লেখ করা থাকে। জার কোনো দলীল প্রমাণ পাবেন না। আবু তান্সিম ভাই , আপনি ঠিকই লিখেছেন
আমি আপনার সাথে একমত। নিরজন আলো ভাই সাহেব মনে হয় ফাজায়েলের কোনো বই থেকে লিখে থাকবেন। যার অনেক কিচুরই দলীল পাবেন না।

    Level 2

    ধন্যবাদ।
    ভাই, কিছু মনে করবেন না।জাল হাদিস ৩ লাখ ২৬ হাজরের বেশি আছে।৩টি দেশ এ এই হাদিস গুলো ছড়িয়ে আছে।হুযুর সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর সহহি হাদিস মেনে চলুন।

হাদিসের রেফারেন্স দিন । আগে কুরআন ও হাদিস এবং পরে আউলিয়া ।

    Level 2

    ধন্যবাদ।
    উপরে হাদিস এর রেফারেন্স।আপনি ঠিক বলেছেন,কুরআন ও হাদিস এবং পরে আউলিয়া।

    @ছাত্র ও শিক্ষক: হাদিসের রেফারেন্সে বলতে এত গুলু নেকি পাওয়ার বেপারে কোন হাদিসের প্রমাণ আচে কিনা তা বলতে চেয়েছি

      Level 2

      এখানে কোরআনের আক্ষরিক( নেকী)এই সুরা নিয়ে মঈন উদ্দিন চিশতী (রহঃ) ফজিলত এর কথা বলেছেন হাদিস থেকে নয়।আর হুযুর সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর হাদিস এ বেশি ফজিলত এর কথা জানতে পারি।টিউনে প্রথমে বলা।

ভাল লেগেসে আপনার টীউনটি 😀

Level 0

ধন্যবাদ।
ভালো থাকবেন।

    Level 2

    ধন্যবাদ।
    আপনাকেও …

Level 0

Alhamdolillah…………………. Go ahead

    Level 2

    ধন্যবাদ।
    দোয়া করবেন।

Level 0

হযরত খাজা মঈন উদ্দিন চিশতী (রহঃ) যত বড় পীর হন না কেন, তিনি রাসুল (সাঃ) হতে বড় নন ।আর যেহেতু রাসুল (সাঃ) কর্তৃক সুরা ফাতিহার কোন আক্ষরিক( নেকী) বর্ণিত হয়নি তাই হযরত খাজা মঈন উদ্দিন চিশতী (রহঃ) কর্তৃক সুরা ফাতিহার কোন আক্ষরিক( নেকী) বর্ননা গ্রহনযোগ্য নয় । আর আমার ধারনা সুরা ফাতিহার আক্ষরিক( নেকী) হযরত খাজা মঈন উদ্দিন চিশতী (রহঃ) বর্ননা করেন নি । তার নাম ব্যবহার করে কেও এ কাজটি করেছে । তবে সুরা ফাতিহা আল কোরআন এর সবচেয়ে ফজিলাত পুর্ন সুরা এতে কোন সন্দেহ নাই (কারন রাসুল (সাঃ) বলেছেন)।

    Level 2

    ধন্যবাদ।
    সুরা ফাতিহা আল কোরআন এর সবচেয়ে ফজিলত পুর্ন সুরা এতে কোন সন্দেহ নাই (কারন রাসুল (সাঃ) বলেছেন)আশা করি আপনি বেশি বেশি সূরা ফাতিহাকে পাঠ করুন।।হযরত খাজা মঈন উদ্দিন চিশতী (রহঃ) কে নিয়ে চিন্তা না করলে খুশি হব।

Level 0

অনেক দিন পর নেট ….যাই হোক:
“আশারাখি আল্লাহ আমাদের বেশি বেশি এই সূরাটি নামাজের মধ্যে ইমামসাহেব যেভাবে তেলওয়াত করে ঠিক সেভাবে আমারও নামজে পড়তে পারি।আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক আমিন। সুতরাং সুরা ফাতিহার আমল যে রপ্ত করতে পারবে সে আল্লাহর এমন সব কুদরত প্রত্যক্ষ করবে যা বর্ণনা করা সম্ভব নয়।” ……..আমি আপনার মত একমত >>>> কিন্তু আপনি কি জানেন ইমাম সাহেব রা কিভাবে এই সূরা টি তিলাওয়াত করে ????
না জানলে ….দেখুন :::::
১.”রাব্বিল” না হয়ে হবে “রব্বিল ”
২. “রাহমান” না হয়ে হবে “রহমান”
৩. “রাহিম” না হয়ে হবে “রহিম”
৪.”গাইরিল মাগদুবে” না হয়ে হবে “গইরিল মাগদুবি”
৫. অর্থাৎ প্রত্যেকটা আয়াতে ভুল আছে…..

আর দলিল হিসেবে মনোযোগ সহকারে কুরআন শুনুন যখন আপনি নামাযে দাঁড়াবেন
আর দলিল হিসেবে জিজ্ঞাসা কুরুন ভাল কোন “আলেমকে”……..
>>আল্লহ আমাদের সবাইকে সঠিক ভাবে কুরআন পড়ার তওফিক দান করুন।

    Level 2

    ধন্যবাদ।
    পাশে থাকার জন্য ।আসলে বলতে গেলে আরবি উচ্চারন এর ক্ষেএে বাংলা লেখায় অনেক প্রবলেম আছে।আর সবাই আরবি ভাষায় ছোট বাচ্চাদেরকে পড়ানো ভালো।আপনের কথা ঠিকআছে কিন্ত বাংলা লেখার সময় আরবি উচ্চারন এ লিখতে গেলে কিছু অক্ষর যুক্ত করতে হয়।